কলকাতা, 19 মে: বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে শো-কজ করার পরেও খুশি নয় তৃণমূল ৷ এই নোটিশ প্রকাশ্যে আসার পর তৃণমূল কংগ্রেসের অন্যতম মুখপাত্র তথা প্রাক্তন সাংসদ শান্তনু সেন এই নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হয়েছেন ।
তাঁর কথায়, "নির্বাচন কমিশন যে বিজেপির মদতপুষ্ট তা আমরা বারবার বলেছি । ভারতবর্ষের প্রধানমন্ত্রী সংসদে গায়ের জোরে বিল পাস করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে সরিয়ে অমিত শাহকে বসিয়ে নির্বাচন কমিশনারকে মনোনয়ন দিয়েছেন । এই অবস্থায় তারা যে বিজেপির শাখা সংগঠনে পরিণত হবে এটাই স্বাভাবিক । প্রথমে নীরব দর্শক সেজে বসে থাকেন । পরে যখন পদক্ষেপ নেয় ততদিনে যা ক্ষতি করার করে ফেলেছে । নিয়ম ভঙ্গ করার পর তার থেকে যে রাজনৈতিক ফায়দা তোলার তা তারা তুলে নেয় তারপরে তাদের শো-কজ করা হয় ।"
প্রসঙ্গত, লোকসভা নির্বাচনে রাজ্যের শাসকদলকে লক্ষ্য করে বিজ্ঞাপন দিয়েছিল বিজেপি । গত চার এবং পাঁচ মে বিভিন্ন গণমাধ্যমে সেই বিজ্ঞাপন প্রকাশিত হয় । যা নিয়ে নির্বাচন কমিশনে গিয়েছিল তৃণমূল কংগ্রেস । এই ঘটনায় শনিবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে শো-কজ করে নির্বাচন কমিশন । সেখানে এই বিজ্ঞাপনের জন্য বিজেপি রাজ্য সভাপতিকে কারণ দর্শানোর কথা বলা হয়েছে । যদিও এরপরেও খুশি নয় রাজ্যের শাসকদল তৃণমূল ।