পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কাউন্সিলর সুশান্ত ঘোষকে হত্যার চেষ্টা ! বিহার থেকে গ্রেফতার আরও এক দুষ্কৃতী

তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে হত্যার চেষ্টার ঘটনায় বিহারের বেশ কয়েকজন গ্যাংস্টারের নাম উঠে এসেছে ৷ ইতিমধ্যেই কয়েকজনকে গ্রেফতারও করেছে লালবাজার পুলিশ ৷

TMC COUNCILLOR MURDER ATTEMPT CASE
কাউন্সিলর সুশান্ত ঘোষকে হত্যায় চেষ্টার ঘটনায় আরও এক গ্রেফতার (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Dec 3, 2024, 12:23 PM IST

কলকাতা, 3 ডিসেম্বর: তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে হত্যায় চেষ্টার ঘটনায় বিহার থেকে আরও এক দুষ্কৃতীকে গ্রেফতার করলো লালবাজার গুন্ডা দমন শাখার গোয়েন্দারা ৷ গ্রেফতার প্রসঙ্গে কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধানের দায়িত্বপ্রাপ্ত আইপিএস ইটিভি ভারতকে বলেন, "কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার গোয়েন্দারা সোমবার বিহারের বৈশালী এলাকায় তদন্ত চালিয়ে লক্ষন শর্মা ওরফে ছোটু নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছেন । তাকে মঙ্গলবার ভোরে কলকাতায় নিয়ে আসা হয়েছে ৷ এদিন তাকে আদালতে পেশ করা হবে । পরে নিজেদের হেফাজতে চেয়ে তাকে জেরা করবেন তদন্তকারীরা ।"

মূলত, ঘটনার দিন এই লক্ষ্মণ শর্মার ভূমিকা ঠিক কী ছিল, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা । উল্লেখ্য, কসবায় তৃণমূল কাউন্সিলরের উপর হামলার ঘটনায় লক্ষ্মণকে নিয়ে এখনও পর্যন্ত মোট 5 জনকে গ্রেফতার করা হয়েছে ৷ এরা প্রত্যেকেই বিহারের গ্যাংস্টার সদস্য বলে প্রাথমিক অনুমান লালবাজারের। এর আগে এই ঘটনায় যুক্ত সন্দেহে যুবরাজ সিং নামে এক শার্প শ্য়ুটার, এক ট্যাক্সি চালক, এই ঘটনার মাস্টারমাইন্ড গুলজার এবং বিহার থেকে এক দুষ্কৃতীকে গ্রেফতার করে লালবাজার ।

সম্প্রতি কসবা রাজডাঙ্গার নিজের বাড়ির বাইরে তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে লক্ষ্য় করে গুলি চালানো হয় । ঘটনায় বরাত জোরে বেঁচে যান কাউন্সিলর ৷ এলাকার বাসিন্দারা তাড়া করে যুবরাজ সিং নামে এক যুবককে ধরে ফেলে । পরে তদন্তে নেমে লালবাজার পুলিশ এক ট্যাক্সি চালক এবং এই ঘটনার মাস্টারমাইন্ড গুলজারকে গ্রেফতার করে ।

আনন্দপুর থানা এলাকার গুলশান কলোনিতে জমি সংক্রান্ত বিষয়ে কাউন্সিলর সুশান্ত ঘোষ এবং গুলজারের মধ্যে শত্রুতা তৈরি হয় । জেরায় গুলজার পুলিশকে জানায়, সে বিহারে গিয়ে পাপ্পু গ্যাংস্টারের সদস্যদের সঙ্গে মিলিত হয়ে কাউন্সিলর সুশান্ত ঘোষকে হত্যার ছক করেছিল । সেই ঘটনার তদন্তে নামেন কলকাতা পুলিশের গুন্ডাদবন শাখার গোয়েন্দারা ।

পড়ুন:সুশান্তকে খুনের চেষ্টায় দুবাই যোগ ! গোয়েন্দাদের নজরে পাপ্পু গ্যাংস্টারের সঙ্গী

ABOUT THE AUTHOR

...view details