রানাঘাট, 13 জুলাই: 37 হাজারেরও বেশি ভোটে বিধানসভা উপনির্বাচনে জয়ী হলেন তৃণমূলের মুকুটমণি অধিকারী ৷ রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূলের টিকিটে ভোটে দাঁড়িয়েছিলেন মুকুটমণি অধিকারী। শনিবার সকালে ভোট গণনা শুরু হতে দেখা যায়, প্রথম থেকেই এগিয়ে ছিলেন মুকুটমণি ৷ আর বেলা গড়াতেই চিত্রটা স্পষ্ট হতে থাকে ৷ নিকটবর্তী বিজেপি প্রার্থীকে 37 হাজারেরও বেশি ভোটে হারালেন মুকুটমণি ৷
উল্লেখ্য গত 10 জুলাই রাজ্যের চার বিধানসভা আসনে উপনির্বাচন হয়েছিল। সেই চার কেন্দ্রেই সকাল আটটা থেকে শুরু হয় ভোট গণনা। অন্যান্য কেন্দ্রের মতোই প্রথম থেকে রানাঘাট দক্ষিণ কেন্দ্রেও এগিয়েছিল তৃণমূল প্রার্থী। আর গণনা শেষে দেখা যায় প্রায় 37 হাজারেরও বেশি ভোটে জয়লাভ করেছেন তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী। অন্যদিকে, এদিন ফল ঘোষণার অনেক আগে থেকেই গণনাকেন্দ্রের বাইরে জয়ের আনন্দে আবির খেলা শুরু করে দেন তৃণমূল কর্মীরা। একে অপরের গালে সবুজ আবির লাগিয়ে জয়ের সেলিব্রেশন করতে দেখা যায় তাদের।