পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রানাঘাটে উড়ল সবুজ আবির, জয়ী তৃণমূলের মুকুটমণি - ASSEMBLY BYPOLLS 2024

Mukut Mani Adhikari: প্রায় 37 হাজারেরও বেশি ভোটে জয়ী হলেন তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী ৷ হেরে গেলেন বিজেপি প্রার্থী মনোজকুমার বিশ্বাস ৷

Mukut Mani Adhikari
জয়ী তৃণমূলের মুকুটমণি (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Jul 13, 2024, 1:05 PM IST

Updated : Jul 13, 2024, 2:42 PM IST

রানাঘাট, 13 জুলাই: 37 হাজারেরও বেশি ভোটে বিধানসভা উপনির্বাচনে জয়ী হলেন তৃণমূলের মুকুটমণি অধিকারী ৷ রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূলের টিকিটে ভোটে দাঁড়িয়েছিলেন মুকুটমণি অধিকারী। শনিবার সকালে ভোট গণনা শুরু হতে দেখা যায়, প্রথম থেকেই এগিয়ে ছিলেন মুকুটমণি ৷ আর বেলা গড়াতেই চিত্রটা স্পষ্ট হতে থাকে ৷ নিকটবর্তী বিজেপি প্রার্থীকে 37 হাজারেরও বেশি ভোটে হারালেন মুকুটমণি ৷

জয়ী তৃণমূলের মুকুটমণি (ইটিভি ভারত)

উল্লেখ্য গত 10 জুলাই রাজ্যের চার বিধানসভা আসনে উপনির্বাচন হয়েছিল। সেই চার কেন্দ্রেই সকাল আটটা থেকে শুরু হয় ভোট গণনা। অন্যান্য কেন্দ্রের মতোই প্রথম থেকে রানাঘাট দক্ষিণ কেন্দ্রেও এগিয়েছিল তৃণমূল প্রার্থী। আর গণনা শেষে দেখা যায় প্রায় 37 হাজারেরও বেশি ভোটে জয়লাভ করেছেন তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী। অন্যদিকে, এদিন ফল ঘোষণার অনেক আগে থেকেই গণনাকেন্দ্রের বাইরে জয়ের আনন্দে আবির খেলা শুরু করে দেন তৃণমূল কর্মীরা। একে অপরের গালে সবুজ আবির লাগিয়ে জয়ের সেলিব্রেশন করতে দেখা যায় তাদের।

আর জয়লাভের পর তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী বলেন, "আমার এই জয়ের জন্য সবার আগে রানাঘাট দক্ষিণের সমস্ত সাধারণ মানুষকে প্রণাম জানাই। পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও শ্রদ্ধা জানাচ্ছি আমি। আমার প্রথম কাজ হবে সাধারণ মানুষের হয়ে লড়াই করা এবং সাধারণ মানুষের উন্নয়নের সঙ্গী হয়ে থাকা।"

এর আগে 2021 সালে বিজেপির টিকিটে বিধায়ক হয়েছিলেন মুকুটমণি ৷ এরপর অবশ্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন মুকুটমণি ৷ পরে লোকসভা ভোটে রানাঘাট কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হলেও বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের কাছে হেরে যান মুকুটমণি ৷ পরে তাঁকেই ফের বিধানসভা উপনির্বাচনে প্রার্থী করেছিল ঘাসফুল শিবির ৷ এবার অবশ্য জয়ী হলেন মুকুটমণি ৷

Last Updated : Jul 13, 2024, 2:42 PM IST

ABOUT THE AUTHOR

...view details