পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ফের উন্নয়নের কথা শোনা গেল অনুব্রতর গলায়

দুর্গাপুজোয় অহিংস উন্নয়নের বার্তা দিলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল।

ANUBRATA MONDAL
উন্নয়নের কথা অনুব্রতর গলায় (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Oct 10, 2024, 6:58 PM IST

বোলপুর, 10 অক্টোবর: মহাসপ্তমীর দিন উন্নয়নের সঙ্গে থাকার বার্তা অনুব্রত মণ্ডলের। বৃহস্পতিবার দলীয় কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, 17 অক্টোবর থেকে বিজয়া সম্মীলনীর মধ্য দিয়ে রাজনীতি আঙিনায় সক্রিয় হচ্ছেন তিনি ৷ তবে দুই বছর পর বীরভূমে ফিরে কার্যত 'অহিংসার' বার্তা দেন তৃণমূলের বীরভূমের জেলা সভাপতি ৷ এমনকী, মানুষের সমর্থন পেয়েও আপ্লুত তিনি ৷

গরুপাচার ও আর্থিক তছরুপের মামলায় জামিন পেয়ে দু'বছর পর বোলপুরে ফিরেছেন অনুব্রত মণ্ডল। 24 সেপ্টেম্বর তিনি বীরভূমের মাটিতে পা রাখেন ৷ তারপর দলীয় কার্যালয়ে নিয়মিত বসছেন ৷ দলীয় নেতাদের সঙ্গে যোগাযোগ, কথাবার্তার মধ্যদিয়ে সক্রিয় হতে হচ্ছেন তিনি ৷ এমনকী, সোশাল মিডিয়াতেও সক্রিয় হয়েছেন অনুব্রত ৷ এদিন দলীয় কার্যালয়ে বসেই তিনি বলেন, "শারদীয়া বাঙালিদের উৎসব। প্রত্যেক মানুষ যেন ভালো থাকে, মা যেন সবাইকে দেখেন ৷ যে যেই ধর্মের হোক, সবাই যেন ভালো থাকে ৷ প্রত্যেক মানুষকে শুভেচ্ছা ও ভালোবাসা ৷"

উন্নয়নের কথা অনুব্রতর গলায় (ইটিভি ভারত)

এরপরেই অনুব্রত মণ্ডল ঘোষণা করেন, আগামী 17 অক্টোবর থেকে তিনি বিজয়া সম্মীলনী শুরু করবেন ৷ মুরারই থেকে শুরু হবে এই সম্মীলনী ৷ 30 অক্টোবর পর্যন্ত চলবে। যতটা পারবেন তিনি সেগুলিতে অংশ নেবে। দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে অনুব্রত মণ্ডল বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে কাজ করুন ৷ মানুষের পাশে থাকুন, উন্নয়নের সঙ্গে থাকুন ৷ মারামারি ঝগড়াঝাঁটি করবেন না ৷ এতে ভালো কোনও বার্তা যায় না।"

অনুব্রত এদিন আরও বলেন, "দিল্লি এয়ারপোর্ট থেকে আমার বাড়ি পর্যন্ত লক্ষ লক্ষ মানুষ দাঁড়িয়ে থাকবে ভাবিনি ৷ সত্যি কথা বলতে, আমার কোনও দুঃখ নেই ৷ মানুষকে সঙ্গে নিয়ে চলো ৷ আমি জানি তুমি আমার ক্ষতি করেছো, তাও ডেকে নাও কাজে ৷" অর্থাৎ, সাংবাদিক মুখোমুখি হয়ে অহিংস উন্নয়নের বার্তা দিলেন অনুব্রত মণ্ডল।

ABOUT THE AUTHOR

...view details