কুলতলি, 19 ডিসেম্বর: শীতের শুরুতেই সুন্দরবনের জঙ্গল লাগোয়া লোকালয়ে বাঘ আতঙ্ক ৷ এই ঘটনায় বুধবার রাতে দক্ষিণ 14 পরগনার কুলতলির মধ্যগুড়গুড়িয়া এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। ভয়ে বাড়ি থেকে বেরোচ্ছেন না কেউ। খবর দেওয়া হয় বন দফতরে । এলাকায় পৌঁছে আগুন জ্বালিয়ে লোকালয় থেকে বাঘ তাড়ানোর চেষ্টা করছেন বন দফতরের কর্মীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে বাইকে করে বাড়ি ফিরছিলেন কুলতলির মধ্যগুড়গুড়িয়ার দুই বাসিন্দা। তাঁদের দাবি, শীতের নিশুতি রাতে লোকালয়ে রয়্যাল বেঙ্গল টাইগারকে ঘোরাঘুরি করতে দেখেছেন। তাঁদের মুখ থেকেই খবর ছড়িয়ে পড়ে গোটা গ্রামে। খবর দেওয়া হয় বন দফতরে। তবে রয়্যাল বেঙ্গল টাইগার ঠিক কোথায় রয়েছে, সেই জায়গাটি এখনও চিহ্নিত করা যায়নি। খবর পাওয়া মাত্রই বন দফতরের কর্মীরা তড়িঘড়ি ওই এলাকায় পৌঁছন। আগুন জ্বালিয়ে বাঘ তাড়ানোর চেষ্টা করা হয় ৷ বাঘটিকে শেষবার যে জায়গায় দেখা গিয়েছে বলে দাবি করেছেন ওই দুই ব্যক্তি, সেই জায়গায় নজরদারি চালানো হচ্ছে । এলাকায় বাঘের আনাগোনার বিষয়ে সতর্কতামূলক প্রচারও শুরু হয়েছে ৷