বেলিয়াতোড়, 10 সেপ্টেম্বর: স্থানীয় এক গৃহবধূর সঙ্গে গ্রামের রাস্তায় হাঁটতে বেরিয়েছিলেন কলেজ পড়ুয়া তরুণী ৷ অভিযোগ, সেই সময় তিন যুবক বাইকে করে তরুণীর সামনে চলে আসেন এবং তাঁর পথ আটকে শ্লীলতাহানি করেন ৷ এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় বাঁকুড়ার বেলিয়াতোড়ে ৷ পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা ৷ ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ৷ আরেক অভিযুক্ত যুবকের খোঁজ চলছে ৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার বিকেলে হাঁটতে বেরিয়েছিলেন ওই তরুণী ৷ সঙ্গে স্থানীয় এক মহিলাও ছিলেন ৷ গ্রামের পাশে রাস্তা দিয়ে হাঁটছিলেন তাঁরা ৷ অভিযোগ, সেই সময় একটি বাইকে সওয়ার তিন যুবক তাঁদের রাস্তা আটকান ৷ তরুণীর কাছে ফোন নম্বর চান তাঁরা ৷ কিন্তু, ফোন নম্বর দিতে রাজি না-হওয়ায়, তরুণীর সঙ্গে অসভ্যতা শুরু করেন তিন যুবক ৷ এই সময় সঙ্গে থাকা মহিলা চিৎকার শুরু করলে গ্রামের লোকজন বেরিয়ে আসেন ৷ ধরা পড়ে যাওয়ার ভয়ে বাইক ফেলে সেখান থেকে পালিয়ে যায় তিনজনে ৷ এরপর গ্রামবাসীরা বাইকটি আটকে রাখেন ৷