পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

হুগলিতে দেওয়াল ধসে মৃত 2, নবদ্বীপে ইটভাটার গার্ডওয়াল ভেঙে মৃত্যু এক - Accident Claims 3 Lives - ACCIDENT CLAIMS 3 LIVES

Accident in Konnagar and Nabadwip: ঈদের দিন ভয়াবহ দুর্ঘটনা ৷ হুগলিতে দেওয়াল ধসে মৃত্যু 2 শ্রমিকের ৷ নদিয়ার নবদ্বীপে ইটভাটার গার্ডওয়াল ভেঙে মৃত্যু এক শ্রমিকের ৷

Accident in Hooghly and Nabadwip
3 শ্রমিকের মৃত্যু

By ETV Bharat Bangla Team

Published : Apr 11, 2024, 6:06 PM IST

নবগ্রাম ও নবদ্বীপ, 11 এপ্রিল: নির্মাণ কাজ চলাকালীন হুগলিতে দেওয়াল ধসে মৃত্যু 2 শ্রমিকের ৷ আশঙ্কাজনক আরও একজন ৷ অন্যদিকে, নদিয়ায় ইটভাটার গার্ডওয়াল ভেঙে মৃত্যু এক শ্রমিকের ৷ গুরুতর আহত আরও এক ৷

বৃহস্পতিবার কোন্নগরের নবগ্রামে একটি নির্মীয়মাণ পুরনো বাড়ি ভেঙে নতুন আবাসন তৈরির কাজ চলছিল ৷ সেই সময় বাড়ির ভিতরের একটি পাঁচিল ভেঙে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় শ্যামল দাস নামে এক শ্রমিকের ৷ গুরুতর আহত অবস্থায় উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় আরও দুজনকে ৷ পরে সেখানই মৃত্যু হয় সোনা শীল নামে আরও একজনের ৷ অপরজনকে আশঙ্কাজনক অবস্থায় উত্তরপাড়া থেকে কলকাতা মেডিকেল কলেজে রেফার করা হয় ৷

স্থানীয়দের অভিযোগ, কোনও রকম নিরাপত্তা ছাড়াই কাজ চলছিল ৷ রাস্তার পাশে পুরনো পাঁচিল গার্ড না করেই বেআইনিভাবে কাজ চলছিল সেখানে ৷ সেকারণেই এই বিপত্তি ৷ স্থানীয়দের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কানাইপুর ফাঁড়ির পুলিশ ।

অন্যদিকে, নদিয়ার নবদ্বীপ থানার আনন্দবাস গ্রামের একটি ইটভাটায় ইট তোলার কাজের সময় গার্ডওয়াল ভেঙে মৃত্যু হয় সুবল বাগ নামে এক শ্রমিকের ৷ গুরুতর আহত হন তাঁর ভাই কল্যাণ বাগ ৷ আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে ।

এদিন সকালে একাধিক শ্রমিক ইটভাটার চেম্বারের ভিতরে ইট তোলার কাজ করছিল । সেইসময় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ইটভাটার গার্ডওয়াল ৷ বাকিরা পালাতে সক্ষম হলেও পালাতে পারেননি সুবল । দাদাকে বাঁচাতে গিয়ে ইটের আঘাতে গুরুতর জখম হন কল্যাণ । এরপর তাদের দুজনকেই শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে গেলে সুবলকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা । এদের দু’জনেরই বাড়ি কৃষ্ণনগর কোতোয়ালি থানার অন্তর্গত নতুন পাড়া এলাকায় । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নবদ্বীপ থানার পুলিশ । কী কারণে মূলত এই ঘটনা ঘটেছে তার তদন্ত শুরু করেছেন তাঁরা ।

আরও পড়ুন:

ABOUT THE AUTHOR

...view details