পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

'রিসিভার বেসড' তদন্তে ফের সাফল্য, দুর্গাপুরে ছিনতাইয়ের ঘটনায় ধৃত 3 - DURGAPUR ROBBERY CASE

ছিনতাই করা সোনার চেন বিক্রি করতে গিয়ে পুলিশের জালে দুষ্কৃতীরা ৷ অভিযুক্ত ছিনতাইবাজদের ব্যবহার করা বাইক ও স্কুটি বাজেয়াপ্ত ৷

DURGAPUR ROBBERY CASE
দুর্গাপুরে সোনার চেন ছিনতাইয়ের ঘটনায় ধৃত 3 অভিযুক্ত ৷ (নিজস্ব ছবি)

By ETV Bharat Bangla Team

Published : Dec 29, 2024, 8:00 PM IST

দুর্গাপুর, 29 ডিসেম্বর: সপ্তাহের শুরুতেই মোবাইল ফোন চুরির মামলায় 'রিসিভার বেসড' তদন্তে সাফল্য পেয়েছিলেন আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের পুলিশ আধিকারিকরা ৷ রবিবার সেই একই পদ্ধতিতে অভিযান চালিয়ে একটি চেন ছিনতাইয়ের মামলায় অভিযুক্ত তিন দুষ্কৃতীকে গ্রেফতার করল কোকওভেন থানার পুলিশ ৷

পুলিশ সূত্রে খবর, শনিবার দুর্গাপুর পুরনিগমের 43 নম্বর ওয়ার্ডের ঋষি অরবিন্দ পল্লির বাসিন্দা এক মহিলা রাস্তায় কুকুরদের খাবার দিচ্ছিলেন ৷ সেই সময় একটি বাইক ও স্কুটিতে তিন দুষ্কৃতী সেখানে উপস্থিত হয় ৷ অভিযোগ, মহিলাকে তারা ধাক্কা মেরে রাস্তায় ফেলে দেয় ৷ এরপর তাঁর গলা থেকে সোনার চেন ছিনতাই করে নিয়ে পালায় ৷

ঘটনায় মহিলার অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু করে দুর্গাপুরের কোকওভেন থানার পুলিশ ৷ তদন্তে 'রিসিভার বেসড' পদ্ধতি অবলম্বন করা হয় ৷ কী এই তদন্তের পদ্ধতি ? ওই এলাকায় যেসব সোনার দোকানে চুরি বা ছিনতাই করা জিনিসপত্র বেচাকেনা হয়, সেই সব দোকানে নজরদারি শুরু করে পুলিশ ৷ অর্থাৎ, চুরির সামগ্রী কেনে বা রিসিভ করে এমন ব্যবসায়ীকে পাকড়াও করা হয় ৷

কোকওভেন থানার পুলিশ তাঁদের বিভিন্ন সূত্রকে সক্রিয় করে ৷ সেই মতো গোপন সূত্রে খবর পেয়ে, রবিবার সিনেমা হল রোড এলাকায় একটি সোনার দোকানের বাইরে বসে থাকেন তদন্তকারীরা ৷ ছিনতাইকারীরা সেই দোকানে সোনার চেন বিক্রি করতে গেলে হাতেনাতে অভিযুক্ত তিন দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ ৷ উদ্ধার হয়েছে সোনার চেনটিও ৷

এই চক্রে যুক্ত থাকার সন্দেহে আরও চারজনকে আটক করেছে পুলিশ ৷ তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ ছিনতাই, চুরি, ডাকাতির মতো সমস্যাগুলি স্বমূলে উপড়ে ফেলতে বিশেষ অভিযান শুরু করেছে আসানসোল-দুর্গাপুর কমিশনারেট ৷

কয়েকদিন আগেই কমিশনারেটের ডিসি (পূর্ব) অভিষেক গুপ্তা জানিয়েছিলেন, যাঁরা এই সমস্ত চুরির জিনিসপত্র কেনাবেচার কারবার করে, সেই রিসিভারদের স্বমূলে বিনাশ করে দিতে চাইছেন ৷ ফলে কেনার লোক না-থাকলে, চুরি-ছিনতাই অনেকাংশে নিয়ন্ত্রণে আনা যাবে ৷

উল্লেখ্য, গত বুধবার আগেই একটি মোবাইল ফোন চুরির তদন্তে কোকওভেন থানার তদন্তকারীরা অভিযান চালান ৷ একটি বাড়িতে হানা দিয়ে চুরি হওয়া 60টি মোবাইল ও 14টি বাইক উদ্ধার করা হয় ৷ গ্রেফতার করা হয় সেই জিনিসপত্র কেনা ব্যক্তি বা রিসিভারকেও ৷

ABOUT THE AUTHOR

...view details