ETV Bharat / state

তৃণমূল নেতার সঙ্গীর হাতে আগ্নেয়াস্ত্র ! ছবি ঘিরে তুঙ্গে তরজা - KRISHNAGAR TMC ARMS

আইনজীবী তথা তৃণমূল নেতার সঙ্গীর হাতে আগ্নেয়াস্ত্রের ছবি ঘিরে তুঙ্গে রাজনৈতিক তরজা ৷

KRISHNAGAR TMC ARMS
তৃণমূল নেতার সঙ্গীর হাতে আগ্নেয়াস্ত্র ! (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 4, 2025, 8:40 AM IST

কৃষ্ণনগর, 4 জানুয়ারি: আইনজীবী তথা তৃণমূল নেতার সঙ্গীর হাতে আগ্নেয়াস্ত্র ৷ সেই ছবি ছড়িয়ে পড়েছে সোশাল মিডিয়ায় ৷ আর তা ঘিরেই তুঙ্গে রাজনৈতিক তরজা।

জানা গিয়েছে, গত বুধবার কৃষ্ণনগরের কাছে শম্ভু নগর এলাকায় জলঙ্গীর নদীর ধারে বন্ধুদের সঙ্গে নিয়ে পিকনিক করতে গিয়েছিলেন আইনজীবী তথা কৃষ্ণনগর শহর তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক রাজা দুবে। এখানেই অভিযোগ উঠেছে আইনজীবী তথা তৃণমূল নেতার সঙ্গীর বিরুদ্ধে ৷ হাতে আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে ছবিতে দেখা গিয়েছে তাঁকে ৷ সেই ছবি নিয়ে বিতর্কে তৃণমূল নেতা ৷ যাকে ঘিরেই এখন তুঙ্গে রাজনৈতিক তরজা। এ প্রসঙ্গে বিজেপির তরফ থেকেও শাসকদলকে কটাক্ষ করা হয়েছে।

বিজেপি নেতা সন্দীপ মজুমদার বলেন, "আগ্নেয়াস্ত্র, বোমা, বারুদ তৃণমূল কংগ্রেসের ব্যক্তিগত সম্পদ। আমরা কোন রাজত্বে বাস করছি ! যেখানে একজন আইনজীবী, যিনি আইনের কথা বলেন, তাঁর সঙ্গীর হাতেই আগ্নেয়াস্ত্র থাকছে !" তিনি আরও বলেন, "পুলিশ আজ দলদাসে পরিণত হয়েছে। আমাদের জেলার পুলিশ সুপার তৃণমূলের হয়ে কাজ করছে । তাই তারা তৃণমূলের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেয় না।"

ছবি-সহ সোশাল মিডিয়ায় ভাইরাল পোস্ট ঘটনার পরিপ্রেক্ষিতে আইনজীবী তথা কৃষ্ণনগর শহর তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক জানান, তিনি পিকনিকে গিয়েছিলেন ঠিকই, তবে সেখানে এমন কেউ ছিল না, যারা আগ্নেয়াস্ত্র নিয়ে সেখানে উপস্থিত হয়েছে। রাজনৈতিক স্বার্থচরিতার্থ করতে কেউ বা কারা ফটোশপের মাধ্যমে এই ঘটনা ঘটিয়েছে ৷ ফলে এই ছবির কোনও সত্যতা নেই।

সূত্রের খবর, অ্যাসোসিয়েশনের তরফে এই ঘটনায় তীব্র নিন্দা জানানো হয়েছে ৷ যদিও ছবির সত্যতা নিয়েও তাদের সংশয় রয়েছে। তবে এই ধরনের ঘটনা শাসকদলকে যে অনেকটাই অস্বস্তির মুখে ফেলেছে, তা আর বলার অপেক্ষা রাখে না।

কৃষ্ণনগর, 4 জানুয়ারি: আইনজীবী তথা তৃণমূল নেতার সঙ্গীর হাতে আগ্নেয়াস্ত্র ৷ সেই ছবি ছড়িয়ে পড়েছে সোশাল মিডিয়ায় ৷ আর তা ঘিরেই তুঙ্গে রাজনৈতিক তরজা।

জানা গিয়েছে, গত বুধবার কৃষ্ণনগরের কাছে শম্ভু নগর এলাকায় জলঙ্গীর নদীর ধারে বন্ধুদের সঙ্গে নিয়ে পিকনিক করতে গিয়েছিলেন আইনজীবী তথা কৃষ্ণনগর শহর তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক রাজা দুবে। এখানেই অভিযোগ উঠেছে আইনজীবী তথা তৃণমূল নেতার সঙ্গীর বিরুদ্ধে ৷ হাতে আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে ছবিতে দেখা গিয়েছে তাঁকে ৷ সেই ছবি নিয়ে বিতর্কে তৃণমূল নেতা ৷ যাকে ঘিরেই এখন তুঙ্গে রাজনৈতিক তরজা। এ প্রসঙ্গে বিজেপির তরফ থেকেও শাসকদলকে কটাক্ষ করা হয়েছে।

বিজেপি নেতা সন্দীপ মজুমদার বলেন, "আগ্নেয়াস্ত্র, বোমা, বারুদ তৃণমূল কংগ্রেসের ব্যক্তিগত সম্পদ। আমরা কোন রাজত্বে বাস করছি ! যেখানে একজন আইনজীবী, যিনি আইনের কথা বলেন, তাঁর সঙ্গীর হাতেই আগ্নেয়াস্ত্র থাকছে !" তিনি আরও বলেন, "পুলিশ আজ দলদাসে পরিণত হয়েছে। আমাদের জেলার পুলিশ সুপার তৃণমূলের হয়ে কাজ করছে । তাই তারা তৃণমূলের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেয় না।"

ছবি-সহ সোশাল মিডিয়ায় ভাইরাল পোস্ট ঘটনার পরিপ্রেক্ষিতে আইনজীবী তথা কৃষ্ণনগর শহর তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক জানান, তিনি পিকনিকে গিয়েছিলেন ঠিকই, তবে সেখানে এমন কেউ ছিল না, যারা আগ্নেয়াস্ত্র নিয়ে সেখানে উপস্থিত হয়েছে। রাজনৈতিক স্বার্থচরিতার্থ করতে কেউ বা কারা ফটোশপের মাধ্যমে এই ঘটনা ঘটিয়েছে ৷ ফলে এই ছবির কোনও সত্যতা নেই।

সূত্রের খবর, অ্যাসোসিয়েশনের তরফে এই ঘটনায় তীব্র নিন্দা জানানো হয়েছে ৷ যদিও ছবির সত্যতা নিয়েও তাদের সংশয় রয়েছে। তবে এই ধরনের ঘটনা শাসকদলকে যে অনেকটাই অস্বস্তির মুখে ফেলেছে, তা আর বলার অপেক্ষা রাখে না।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.