শ্রীরামপুর, 20 মে: ভোটের বিকালে জামাকাপড়ের গুদামে বিধ্বংসী আগুন ! ঘটনাস্থলে দমকলের 12টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায় ৷ সোমবার সন্ধ্যা 6টা নাগাদ বেলুমোড় এলাকায় শ্রীরামপুরে প্রস্পেস ইন্ডাস্ট্রিয়াল পার্কের ভিতরের ঘটনাটি ঘটেছে। এলাকায় হঠাৎ কালো ধোঁয়া দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় মানুষজন ৷ ঘটনাস্থলে পৌঁছেছে শ্রীরামপুর থানার পুলিশ ও বিধায়ক ৷ কী থেকে আগুন লেগেছে, তা এখনও স্পষ্ট নয়।
কর্মচারী শহিদুল মল্লিক বলেন, "ভোটের কারণে গোডাউন বন্ধ ছিল। কীভাবে আগুন লাগল, বোঝা যায়নি। ভয়াবহ আগুন লেগেছে। প্রথমে দমকলের তিনটে ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ শুরু করে। আগুন ভয়াবহ আকার নিলে দমকলের আরও ইঞ্জিন ঘটনাস্থলে আসে ৷" সংস্থার কর্মচারী রিতা বৈদ্য দাস জানান, ভোটের জন্য এদিন ফ্যাক্টরি বন্ধ ছিল ৷ ফলে সকল কর্মচারীই ছুটিতে ছিলেন ৷ বিকেলের দিকে গুদামের সিকিউরিটি তাঁকে ফোন করে জানায় আগুন লাগার ঘটনাটি ৷ এই ঘটনায় এলাকার বাসিন্দাদের পাশাপাশি আতঙ্কিত এখানকার কর্মীরাও ৷
স্থানীয় সূত্রে খবর, ভোটের জন্য সোমবার ইন্ডাস্ট্রিয়াল পার্কের ওয়ার হাউজগুলি বন্ধ ছিল। এখানে ফ্লিপকার্ট, স্টাইল বাজার ও ফার্স্ট ক্রাই-এর মতো একাধিক কোম্পানির গোডাউন রয়েছে ৷ সেখানকারই একটি গোডাউনে প্রথম আগুন লাগার ঘটনা সামনে আসে ৷ দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী গুদামগুলিতেও। আগুনের তীব্রতা এতটাই যে শ্রীরামপুর এলাকার যে কোনও জায়গা থেকেই আকাশের কালো ধোঁয়া দেখা যাচ্ছিল ৷ পার্শ্ববর্তী এলাকার বহু মানুষ আতঙ্কে বাড়িঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে পড়েন। ঠিক যেখানে আগুন লাগে, তার থেকে কয়েকশো মিটারের মধ্যেই রয়েছে একটি বেসরকারি হাসপাতাল। ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷