অগ্নিমিত্রার প্রচারে দক্ষিণী স্টার পি সাই কুমার (নিজস্ব ছবি) খড়গপুর, 6 মে: ভোটের বাকি আর মাত্র কয়েকদিন ৷ তার আগে মেদিনীপুর লোকসভার বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলের হয়ে প্রচার সারলেন তেলুগু ও কন্নড় ছবির অভিনেতা পি সাই কুমার। খড়গপুরে প্রচারে আসেন তিনি ৷ হুডখোলা গাড়ি করে অগ্নিমিত্রার সঙ্গে রবিবারসীয় প্রচারে ঝড় তুললেন এই দক্ষিণ ভারতীয় অভিনেতা ৷ তাঁকে দেখতে ভিড় জমালেন হাজারো মানুষ ৷ পি সাই কুমার বললেন, "আপনারা মোদির হাত শক্ত করুন ৷ এখন দেশে মোদির ঝড় চলছে ।"
খড়গপুরে 30 শতাংশ তেলুগু ভোটার রয়েছে । আর এই তেলুগু ভোটারটা লোকসভা ভোটে বড় ফ্যাক্টর । এই তেলুগু ভোটাররাই ঠিক করে দেয় কার দখলে থাকবে খড়গপুর বিধানসভা এলাকা। তাই তেলুগু ভোটারদের মন পেতে এবার দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির বিশিষ্ট ডাবিং অভিনেতাকে নিয়ে এল গেরুয়া শিবির। এদিন খড়গপুর শহরের রেলওয়ে এলাকার 13 নম্বর ওয়ার্ডের নিমপুরা এলাকাতে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলকে নিয়ে রোড শো করেন বিজেপি নেতা তথা অভিনেতা পি সাই কুমার ।
প্রচারের ফাঁকে এদিন সাংবাদিকদের মুখোমুখি হন তিনি । প্রথমে খড়গপুরে তেলুগু ভাষাভাষির মানুষদের নিয়ে প্রশ্ন করা হলে অভিনেতা বলেন, "খড়গপুর আমার দ্বিতীয় পরিবার । এখানে প্রচুর আত্মীয় রয়েছে আমার । তাই এই খড়গপুরে এসে বিজেপির হয়ে প্রচার করছি ।" অগ্নিমিত্রার প্রচার নিয়ে প্রশ্ন করা হলে তাঁর বক্তব্য, "বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা ভীষণ রাফ অ্যান্ড টাফ। তারই প্রচারে আমি এসেছি । আপনারা তাঁকে জিতিয়ে বিজেপির হাত শক্ত করুন ।"
খড়গপুরে প্রচারে তেলুগু স্টার পি সাই কুমার (নিজস্ব ছবি) এছাড়াও তিনি এই রাজ্য সম্পর্ক বলেন, "ছোট থেকে দেখছি পশ্চিমবঙ্গকে । আমি স্বামী বিবেকানন্দের বড় ভক্ত । অভিনেতা হিসাবে আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে নেতাজি সুভাষচন্দ্রকে আদর্শ মেনে চলি ৷ এটাই হচ্ছে বাংলার পাওয়ার । আমি মনে করি এত মহাপুরুষরা জন্মগ্রহণ করা সত্ত্বেও এই পশ্চিমবঙ্গে নেই ঠিক মতোন শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবা । এখনও পর্যন্ত আয়ুষ্মান ভারত চালু করতে দেওয়া হয়নি বাংলায় । তাছাড়া এই বাংলা থেকে চলে গেল টাটা শিল্প । তাই আমি খড়গপুরবাসীকে অনুরোধ করছি, এই দিদিকে (অগ্নিমিত্রা) জিতিয়ে নিয়ে এলেই আপনারা সমস্ত সুযোগ সুবিধা পাবেন এবং তিনি এটা দিল্লি থেকে আদায় করে নিয়ে আসবেন বলে আমার বিশ্বাস ।"
উল্লেখ্য, রাজ্যে ইতিমধ্যে তৃতীয় দফার ভোটের প্রস্তুতি জোরকদমে । এরপরেই চতুর্থ ও পঞ্চম দফা ভোট বাকি রয়েছে । ষষ্ঠ দফায় ভোট হবে পশ্চিম মেদিনীপুর জেলার দুটি লোকসভা মেদিনীপুর ও ঘাটালে ৷ এই দুটি লোকসভায় ভোট রয়েছে আগামী 25 মে । তবে তার আগে মনোনয়ন পর্ব সেরে ফেলেছেন শাসক ও বিরোধী শিবিরের প্রার্থীরা । যদিও তৃণমূল প্রার্থী জুন মালিয়ার মনোনয়ন জমা দেওয়া এখনও বাকি।
আরও পড়ুন:
- হুডখোলা গাড়িতে নয়, সাধারণের কাছে পৌঁছতে ট্রেনেই প্রচার অগ্নিমিত্রার
- তীব্র দহনে প্রচারে গানের সুরে স্বস্তির খোঁজ, প্যারোডিই হাতিয়ার জুন-অগ্নিমিত্রার
- প্রচারে বেরিয়ে বিক্ষোভের মুখে অগ্নিমিত্রা ! কালো জামা উড়িয়ে গো-ব্যাক স্লোগান তৃণমূলের