পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

'সুকান্তর জঙ্গি নেতা হিসেবে রূপান্তর হয়েছে', মন্তব্য বিজেপি নেতা তথাগত রায় - Tathagata Roy on Sukanta

Tathagata Roy on Sukanta Majumdar: বৃহস্পতিবার দুপুরে বিজেপির রাজ্যসভাপতি সুকান্ত মজুমদারকে দেখতে হাসপাতালে পৌঁছন তথাগত রায় ৷ তিনি এদিন সুকান্ত মজুমদারের প্রশংসা করেন ৷

ETV Bharat
তথাগত রায়

By ETV Bharat Bangla Team

Published : Feb 16, 2024, 11:45 AM IST

বিজেপি রাজ্য সভাপতি সুকান্তকে দেখে তাঁর প্রশংসা করলেন বিজেপি নেতা তথাগত রায়

কলকাতা, 16 ফেব্রুয়ারি: 'জঙ্গি নেতা'য় রূপান্তরিত হয়েছেন সুকান্ত মজুমদার ৷ এমনটাই মনে করছেন প্রবীণ বিজেপি নেতা তথাগত রায় ৷ বুধবার সন্দেশখালি যাওয়ার ফলে পুলিশের গাড়ির বনেটের উপর উঠে পড়েন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত ৷ তারপরই তিনি অসুস্থ হয়ে পড়েন ৷ বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন ত্রিপুরা ও মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় ৷

হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের কাছে তিনি সন্দেশখালিতে সুকান্ত মজুমদারের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন ৷ তথাগত বলেন, "এই বিষয়ে বিশেষ করে বলতে চাই, সুকান্ত অসাধারণ সাহসের পরিচয় দিয়েছে ৷ জঙ্গি নেতা হিসেবে ওর রূপান্তর হয়েছে ৷ সুকান্তকে আমাদের দল প্রেসিডেন্ট করেছিল ৷ বিচক্ষণ, অল্পবয়সি কার্যকর্তা হিসেবে ৷ কিন্তু আজ ওর অন্য একটা পরিচয় পাওয়া গিয়েছে ৷ দলদাস পুলিশের সামনে বুক চিতিয়ে দাঁড়ানো, এটা খুব বেশি লোকের সাহস থাকে না ৷"

বৃহস্পতিবার রাতে বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারকে নিউরো আইসিইউ থেকে ডে-কেয়ার বিভাগে স্থানান্তরিত করা হয় ৷ দুপুরে তাঁকে দেখতে বেসকারি হাসপাতালে আসেন তথাগত রায় ৷ তিনি আরও বলেন, "এটা নিয়ে সবাই ধন্য ধন্য করছে ৷ আমিও করছি ৷ আগামিদিনে এটা বিজেপির সব কার্যকর্তাদের, বিজেপির সমর্থক, সবাইকে সাহস দেবে ৷"

তথাগত রায় ছাড়াও সুকান্ত মজুমদারকে দেখতে এদিন হাসপাতালে আসেন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি তথা বিজেপি নেতা কল্যাণ চৌবে ৷ বিজেপির রাজ্য সভাপতিকে দেখে তিনি বলেন, "সুকান্ত খুব দুর্বল ৷ ওষুধের ঘোরের মধ্যে রয়েছেন ৷ তিনি আইসিইউতে রয়েছেন ৷ তাই চিকিৎসকরাও বলছেন যাতে বেশি লোক না আসে ৷ তাঁকে যাতে কথা বেশি না বলানো হয় ৷ তাঁকে সামান্য খাবার দেওয়া হচ্ছে ৷ অল্প কিছুক্ষণ কথা হয়েছে ৷ আমার মনে হয়, তাঁকে বিশ্রাম দেওয়ার প্রয়োজন ৷"

আরও পড়ুন:

  1. কেমন আছেন সুকান্ত? ফোনে খোঁজ নিলেন লোকসভার স্পিকার
  2. টাকিতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে সংজ্ঞাহীন সুকান্ত, বসিরহাট থেকে নিয়ে আসা হচ্ছে কলকাতায়
  3. সুকান্তর উপর 'হামলা', রাজীব কুমারকে তলব লোকসভার প্রিভিলেজ কমিটির

ABOUT THE AUTHOR

...view details