বিজেপি রাজ্য সভাপতি সুকান্তকে দেখে তাঁর প্রশংসা করলেন বিজেপি নেতা তথাগত রায় কলকাতা, 16 ফেব্রুয়ারি: 'জঙ্গি নেতা'য় রূপান্তরিত হয়েছেন সুকান্ত মজুমদার ৷ এমনটাই মনে করছেন প্রবীণ বিজেপি নেতা তথাগত রায় ৷ বুধবার সন্দেশখালি যাওয়ার ফলে পুলিশের গাড়ির বনেটের উপর উঠে পড়েন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত ৷ তারপরই তিনি অসুস্থ হয়ে পড়েন ৷ বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন ত্রিপুরা ও মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় ৷
হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের কাছে তিনি সন্দেশখালিতে সুকান্ত মজুমদারের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন ৷ তথাগত বলেন, "এই বিষয়ে বিশেষ করে বলতে চাই, সুকান্ত অসাধারণ সাহসের পরিচয় দিয়েছে ৷ জঙ্গি নেতা হিসেবে ওর রূপান্তর হয়েছে ৷ সুকান্তকে আমাদের দল প্রেসিডেন্ট করেছিল ৷ বিচক্ষণ, অল্পবয়সি কার্যকর্তা হিসেবে ৷ কিন্তু আজ ওর অন্য একটা পরিচয় পাওয়া গিয়েছে ৷ দলদাস পুলিশের সামনে বুক চিতিয়ে দাঁড়ানো, এটা খুব বেশি লোকের সাহস থাকে না ৷"
বৃহস্পতিবার রাতে বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারকে নিউরো আইসিইউ থেকে ডে-কেয়ার বিভাগে স্থানান্তরিত করা হয় ৷ দুপুরে তাঁকে দেখতে বেসকারি হাসপাতালে আসেন তথাগত রায় ৷ তিনি আরও বলেন, "এটা নিয়ে সবাই ধন্য ধন্য করছে ৷ আমিও করছি ৷ আগামিদিনে এটা বিজেপির সব কার্যকর্তাদের, বিজেপির সমর্থক, সবাইকে সাহস দেবে ৷"
তথাগত রায় ছাড়াও সুকান্ত মজুমদারকে দেখতে এদিন হাসপাতালে আসেন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি তথা বিজেপি নেতা কল্যাণ চৌবে ৷ বিজেপির রাজ্য সভাপতিকে দেখে তিনি বলেন, "সুকান্ত খুব দুর্বল ৷ ওষুধের ঘোরের মধ্যে রয়েছেন ৷ তিনি আইসিইউতে রয়েছেন ৷ তাই চিকিৎসকরাও বলছেন যাতে বেশি লোক না আসে ৷ তাঁকে যাতে কথা বেশি না বলানো হয় ৷ তাঁকে সামান্য খাবার দেওয়া হচ্ছে ৷ অল্প কিছুক্ষণ কথা হয়েছে ৷ আমার মনে হয়, তাঁকে বিশ্রাম দেওয়ার প্রয়োজন ৷"
আরও পড়ুন:
- কেমন আছেন সুকান্ত? ফোনে খোঁজ নিলেন লোকসভার স্পিকার
- টাকিতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে সংজ্ঞাহীন সুকান্ত, বসিরহাট থেকে নিয়ে আসা হচ্ছে কলকাতায়
- সুকান্তর উপর 'হামলা', রাজীব কুমারকে তলব লোকসভার প্রিভিলেজ কমিটির