পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কয়েক পশলা বৃষ্টিতে 'বানভাসি' ট্যাংরায় দোসর বেহাল নিকাশি; দুর্ভোগে বাসিন্দারা - Tangra Water Logging

Water Logging: লোকসভার ভোটের আবহে চরম অব্য়বস্থার ছবি ধরা পড়ল কলকাতার ট্যাংরায় ৷ দু-এক পশলার বৃষ্টিতেই চারিদিকে জল থৈ থৈ ! নিকাশির বেহাল অবস্থার জেরে বাসিন্দাদের বাড়িতেও জল ঢুকে গিয়েছে ৷ তাই চরম দুর্ভোগের মুখে এলাকাবাসী ৷

Water Logging at Tangra
বানভাসি ট্যাংরা (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : May 19, 2024, 4:46 PM IST

কলকাতা, 19 মে: বর্ষাকালে কলকাতার যে সব এলাকা জলমগ্ন হয়ে পড়ে, ট্যাংরা তাদের মধ্যে অন্যতম। পূর্ব কলকাতার এই অঞ্চলটির একটা বড় অংশ বর্ষায় জলের নীচে চলে যায় ৷ ফলে দুর্ভোগ পোহাতে হয় স্থানীয়দের। কিন্তু, এখনই ছবিটা এরকম হলে বর্ষার বৃষ্টি শুরু হলে কী হবে ! প্রশ্ন তুলছেন অনেকেই ৷

দু'দিন আগে পর্যন্ত তীব্র গরমে নাজেহাল হতে হয়েছে কলকাতাবাসীকে। আর শুকনো খটখটে রোদে পোড়া পরিস্থিতিতেও বাইপাস লাগোয়া 58 নম্বর ওয়ার্ডের একাংশ ছিল জলমগ্ন ! ট্যাংরা থানার পুলিন খটিক রোডে দিন কয়েক ধরেই নিকাশির নোংরা, পচা জমে থাকা জলে চরম দুর্ভোগের মুখে পড়তে হয়েছে বাসিন্দাদের।

বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিনের এই সমস্যা কলকাতা কর্পোরেশনের অন্তর্গত 58 নম্বর ওয়ার্ডে। সমস্যার কথা স্বীকার করেছেন, স্থানীয় তৃণমূল কাউন্সিলর, কলকাতা কর্পোরেশনের মেয়ের পরিষদ সদস্য সন্দীপন সাহা। নিকাশি ব্যবস্থা এতটাই খারাপ অবস্থা যে, বড় ড্রেন থেকে ছোট গালিপিট, সবটাই পলি জমে লাইন বন্ধ হয়ে রয়েছে । এলাকাজুড়ে রাস্তায় জল জমে রয়েছে। বেশকিছু স্থানীয়দের বাড়িতেও জল ঢুকে গিয়েছে। এই এলাকায় রাস্তার মাঝে গর্ত করে পানীয় জলের স্ট্যান্ড-পোস্ট রয়েছে। সেগুলি নিকাশির দুর্গন্ধযুক্ত জলের তলায় চলে গিয়েছে। ফলে পানীয় জলের মধ্যে মিশে যাওয়ায় পানীয় জল খেতেও সমস্যা হচ্ছে এলাকাবাসীদের।

কলকাতা কর্পোরেশন সূত্রে খবর, ইতিমধ্যে পৌরনিগমের তরফে অস্থায়ীভাবে পাম্প বসিয়ে জল বের করার ব্যবস্থা করেছে। কিছুটা সুরাহা হলেও পুরোপুরিভাবে সমাধান হয়নি। এই প্রসঙ্গে স্থানীয় কাউন্সিলর সন্দীপন সাহা বলেন, "এই সমস্যা সত্যি আমাদের নিকাশি বিভাগের। মানুষকে দুর্ভোগের শিকার হতে হচ্ছে। তবে আমরা ব্যবস্থা নিয়েছি। এই সমস্যা এখন সাময়িক সমাধান করে পুরো নিকাশি ব্যবস্থার কাজ শুরু হবে। এখন পানীয় জলের জন্য আলাদা ট্যাঙ্কের ব্যবস্থা করেছি ৷ সেখান থেকেই এলাকার মানুষজন প্রয়োজন মেটাচ্ছেন।"

আরও পড়ুন:

  1. সাত ঘণ্টার মধ্যেই মহানগরের বৃষ্টির জমা জল নামানোর চ্যালেঞ্জ তারক সিংয়ের
  2. 24 ঘণ্টায় 118 মিলিমিটার বৃষ্টি! বানভাসি মালদা
  3. ঘনাচ্ছে ঘূর্ণাবর্ত, ভোটের বঙ্গে বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের

ABOUT THE AUTHOR

...view details