কলকাতা, 20 জুন: ডায়মন্ড হারবারের নির্বাচন তিনি মানেন না। পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠান থেকে এমনটাই দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ একই সঙ্গে তিনি এও বলেন, "একজনও যদি ডায়মন্ড হারবারের নির্বাচনের বিরুদ্ধে ইলেকশন পিটিশন করেন, তাহলে আমি তাঁকে সাহায্য করব।"
বৃহস্পতিবার কলকাতায় রেড রডে বিজেপির তরফে 'পশ্চিমবঙ্গ দিবস' উদযাপন করা হয় ৷ আর সেই উপলক্ষ্যে ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান ও শ্রদ্ধাজ্ঞাপন করেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এরপর রাজ্য বিধানসভাতেও দলের বিধায়কদের নিয়ে পশ্চিমবঙ্গ দিবস পালন করেন শুভেন্দু অধিকারী। আর সেখানেই সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবারের ভোট নিয়ে বিস্ফোরক অভিযোগ করেন তিনি ৷ ডায়মন্ড হারবার থেকে এবার প্রায় সাড়ে 9 লক্ষ ভোটে বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ববিকে হারান তৃণমূলের 'সেকেন্ড ইন কমান্ড' অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ৷ এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, "ডায়মন্ড হারবার কেন্দ্রে ভোট লুট হয়েছে। সব বুথে ওয়েব ক্যামরাগুলিকে ঘুরিয়ে রাখা হয়েছিল।"