বেলদা, 5 সেপ্টেম্বর: আরজি করের নির্যাতিতার তদন্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোন তদন্ত করে দেখুক সিবিআই ৷ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সাফ জানালেন, মুখ্যমন্ত্রীর ফোন থেকে 9-10 অগস্ট কাকে কোথায় ফোন করা হয়েছে, তা তদন্ত করে দেখলেই সব জানা যাবে ৷ পশ্চিম মেদিনীপুরের বেলদায় সাংবাদিকদের বলেন বঙ্গ বিজেপির অন্যতম শীর্ষ নেতা ৷
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোন নিয়ে তদন্তের দাবি জানালেন শুভেন্দু অধিকারী (ইটিভি ভারত) আরজি কর হাসপাতালে সংস্কারের কাজ প্রসঙ্গে শুভেন্দু বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর চ্যাংরা বলছিল যে, আরজি করে সংস্কারের কাজের অর্ডার পিডব্লিউডি-কে দিয়েছিল 9 তারিখের আগে ৷ আজ তো বেরিয়ে গিয়েছে যে, 10 তারিখে বৈঠক হয়েছে ৷ ওই জন্যই তো বিরোধী দলনেতার যে সংশোধন ছিল, ধর্ষকদের ফাঁসিকে স্বাগত, কিন্তু ধর্ষণে প্রমাণ লোপাটে কী ব্যবস্থা হবে ? আমার সংশোধন এটাই ছিল ৷ আমার সংশোধন মানেনি ৷ প্রমাণ লোপাটে নেতৃত্ব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷"
মৃতদেহ তড়িঘড়ি দাহ করা নিয়ে নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু বলেন, "সেমিনার রুম চেঞ্জ হয়েছে, ডিসি নর্থ অভিষেক গুপ্তা ওখানে দাঁড়িয়ে ছিলেন ৷ শ্মশানে নির্যাতিতার মৃতদেহ তিন নম্বর সিরিয়ালে থাকলেও নির্মল ঘোষ টাকা দিয়ে তড়িঘড়ি সৎকার করিয়েছেন ৷"
মুখ্যমন্ত্রীর ফোন নিয়ে শুভেন্দুর দাবি, "মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোনগুলো শুধু নিক ৷ ফেজ টাইম থেকে বের করুক 9 ও 10 অগস্ট কার কার সঙ্গে কথা বলেছেন, সব বেরিয়ে যাবে ৷ আর কোথাও যেতে হবে না ৷"
পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদক কেড়ে নেওয়া প্রসঙ্গেও তাঁর মন্তব্য ও পদক কেড়ে নেওয়া যেতে পারে ৷ আইনও আছে, জানান শুভেন্দু অধিকারী । তিনি আরও দাবি করেন, গত কয়েকদিন ধরে বিরোধী দলনেতা তাঁর সোশাল মিডিয়ায় যা লিখেছেন, সেই সবই এখন সামনে আসছে ৷ আরজি করের চারতলায় সেমিনার রুম সংস্কার থেকে শুরু করে পুলিশ ডিসি নর্থের টাকার প্রস্তাব দেওয়া- এই সবই তিনি আগে জানিয়েছিলেন ৷ এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোন তদন্ত করে দেখার কথা বললেন ৷