পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বিজেপির পঞ্চায়েতকে কাজ করতে দিচ্ছেন না বিডিও ! ঘাটালে তোপ শুভেন্দুর - Suvendu Adhikari

Suvendu Adhikari: বিজেপির পঞ্চায়েতকে বিডিও কাজ করতে দিচ্ছেন না বলে ঘাটালে গিয়ে অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী ৷ এক মাসের মধ্যে এই পরিস্থিতির পরিবর্তন না-হলে নাগরিক জমায়েত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি ৷

By ETV Bharat Bangla Team

Published : Jul 21, 2024, 5:27 PM IST

ETV BHARAT
ঘাটালে বিডিও-কে তোপ শুভেন্দুর (নিজস্ব চিত্র)

ঘাটাল, 20 জুলাই:ঘাটালেপঞ্চায়েতে বিজেপির নির্বাচিত জনপ্রতিনিধিদের কাজ করতে দিচ্ছেন না বিডিও ৷ ঘাটালে বিজেপির পঞ্চায়েত কর্মশালায় গিয়ে এমনই অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । তিনি বলেন, ঘাটালে বিজেপির পঞ্চায়েত সদস্য থেকে গ্রাম পঞ্চায়েতে বিরোধী দলনেতাদের স্বীকৃতি দেওয়া হয়নি ৷ বিজেপির নির্বাচিত জনপ্রতিনিধিদের জনগণের কাছে অপদস্ত করা হচ্ছে বলে অভিযোগ করে তিনি বলেন, এটা প্রতিহত করতে কর্মসুচি গ্রহণ করছে বিজেপি ৷

ঘাটালে বিডিও-কে তোপ শুভেন্দুর (নিজস্ব ভিডিয়ো)

পাশাপাশি ঘাটালের সাংসদ দেবকে ছাপ্পা ভোটে জয়ী সাংসদ বলে কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী ৷ তাঁর হুঁশিয়ারি, ঘাটালে রেলপথ ও মাস্টারপ্ল্যান না হলে প্রশাসনিক দফতরে নাগরিক জমায়েত হবে ৷

শনিবার নির্দিষ্ট কর্মসূচি অনুযায়ী পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালে বিজেপির পঞ্চায়েত কর্মশালায় উপস্থিত হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । ছিলেন বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি তন্ময় দাস, ঘাটালের বিধায়ক শীতল কপাট ও একাধিক নেতৃত্ব-সহ বিজেপির কর্মী সমর্থকরা ।কর্মশালা শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হন শুভেন্দু অধিকারী । তিনি ঘাটালে বিজেপির জয়ী পঞ্চায়েত সদস্য ও জনপ্রতিনিধিদের বঞ্চিত করা ও জনগণের কাছে অপদস্ত করার অভিযোগ তুলেছেন ৷ তাঁর অভিযোগের আঙুল ওঠে প্রশাসনের বিরুদ্ধে ।

এরপর জয়ী পঞ্চায়েত নিয়ে শুভেন্দু বলেন, "ঘাটালে একাধিক জয়ী পঞ্চায়েত সদস্য ও গ্রাম পঞ্চায়েতে বিরোধী দলনেতাদের এখনও স্বীকৃতি দেওয়া হয়নি ।" পাশাপাশি বিজেপির দখলে থাকা গ্রাম পঞ্চায়েতে অর্থ বরাদ্দেও বৈষম্যর অভিযোগ তোলেন তিনি । তিনি বলেন, "আগামী একমাস এখানকার বিডিওকে সময় দিলাম । তার মধ্যে যদি কাজ কিছু না হয়, তাহলে বিডিও অফিসের বাইরে নাগরিক জমায়েত হবে । তাতে বিজেপি নেতৃত্ব দেবে এবং সেখানে আমি উপস্থিত হয়ে বক্তব্য রাখব ।"

এদিন ঘাটালের তৃণমূল সাংসদ দেবকে ফের কটাক্ষ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । তিনি বলেন, ঘাটালে ছাপ্পা ভোটে জয়ী সাংসদ যিনি এনামুল হকের ভাইয়ের কাছ থেকে নামী-দামি জিনিস ঘুষ হিসাবে নিয়েছিলেন, তিনি বলেছেন এবারে পাঁশকুড়া থেকে ঘাটাল হয়ে ইড়পালা রেললাইন হয়ে যাবে । আর এবারে ঘাটালে বন্যার জল জমবে না । আগামী সেপ্টেম্বর মাসে ঘাটালে যদি জল জমে, তাহলে ঘাটালে প্রশাসনিক দফতরে নাগরিক জমায়েত হবে ।

এরপর তৃণমূলের সমাবেশ প্রসঙ্গে প্রশ্ন করা হলে শুভেন্দু অধিকারী বলেন, "21 থেকে 26 জুলাই রাজ্যব্যাপী গণতন্ত্র হত্যা দিবস পালন করবে ভারতীয় জনতা পার্টি । আমার আহ্বানে সাড়া দিয়ে যাঁরা পালন করবেন তাঁরা করবেন আর আমার দলও আমার এই ঘোষণাকে স্বীকৃতি দিয়েছে ।"

যদিও এইদিন সাংবাদিক সম্মেলনে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের মন্তব্যর প্রতিক্রিয়া দিতে চাননি বিরোধী দলনেতা ৷

ABOUT THE AUTHOR

...view details