কলকাতা, 18 অক্টোবর: রাজ্যে থেকে বর্ষা বিদায় নিলেও বৃষ্টি নাছোড়বান্দা ! বুধ ও বৃহস্পতিবার বিকেলে প্রায় নির্দিষ্ট সময়ে ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে। প্রায় এক সপ্তাহ হতে চলল বঙ্গ থেকে বর্ষা বিদায় নিয়েছে। তা সত্ত্বেও বৃষ্টি কেন হঠাৎ হঠাৎ ঝোড়ো ইনিংস খেলছে ? জানাল আলিপুর আবহাওয়া দফতর ৷
আবহবিদরা জানাচ্ছেন, গাঙ্গেয় বঙ্গের বায়ুমণ্ডলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পের উপস্থিতি রয়েছে। তা থেকেই বজ্রগর্ভ মেঘের সৃষ্টি ও জোরালো বৃষ্টি হচ্ছে ৷ গভীর রাত এবং খুব ভোরে কুয়াশা দেখা যাচ্ছে ৷ এই পরিস্থিতি আরও কিছুদিন চলবে বলে মনে করা হচ্ছে ৷ আবহাওয়া পরিবর্তনের মাঝের সময় এই ধরনের খামখেয়ালিপনা দেখা যায়। যা এখন চলছে ৷ শুক্রবার দিনের আকাশ সাধারণত মেঘলা থাকবে ৷ বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা ৷ কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি এবং সর্বনিম্ন 25 ডিগ্রির আশেপাশে থাকবে ৷
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে আজ দুই মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ দক্ষিণবঙ্গের বাকি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷ তবে বাকি জেলায় আবহাওয়া সাধারণত শুকানো থাকবে।
19 অক্টোবর অর্থাৎ শনিবার উত্তরবঙ্গের ওপরে পাঁচটি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর, দুই 24 পরগনা, নদীয়া, হুগলি, হাওড়া, কলকাতা ও পূর্ব বর্ধমানে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। রবিবার উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং দক্ষিণবঙ্গের দুই মেদিনীপুর, দুই চব্বিশ পরগনাতে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷ 21 অক্টোবর অর্থাৎ সোমবার দুই মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে ৷ তবে বাকি জেলা শুষ্ক থাকবে ৷ মঙ্গলবার দুই 24 পরগনা, দুই মেদিনীপুর, হুগলি, হাওড়া ও কলকাতায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। বাকি জেলাতে বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গেও শুষ্ক আবহাওয়া থাকবে।
বৃহস্পতিবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি কম ৷ সর্বনিম্ন তাপমাত্রা 24.4 ডিগ্রি সেলসিয়াস ৷ স্বাভাবিকের চেয়ে 0.4 ডিগ্রি কম ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ 98 শতাংশ এবং সর্বনিম্ন 68 শতাংশ ।