ETV Bharat / entertainment

5 কোটি না-দিলে সলমনের পরিণতি ভয়ানক হবে, হুমকি বিষ্ণোই গ্যাংয়ের - SALMAN KHAN GETS FRESH THREAT

বাবা সিদ্দিকীর মৃত্যুর এক সপ্তাহের মধ্যে নতুন হুমকি ৷ সলমন খানকে 5 কোটি দেওয়ার কথা জানিয়ে মেসেজ করল বিষ্ণোই গ্যাংয়ের সদস্য ৷

Salman Khan
বাবা সিদ্দিকীকে দেখতে গিয়েছেন সলমন খান (ছবি সৌজন্য: সামাজিক মাধ্যম)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 18, 2024, 10:02 AM IST

মুম্বই, 18 অক্টোবর: বাবা সিদ্দিকী খুনের সাতদিনের মাথায় হুমকি ! লরেন্স বিষ্ণোইয়ের সঙ্গে বিবাদ মেটাতে হলে অভিনেতা সলমন খানকে পাঁচ কোটি টাকা দিতে হবে ৷ এমনই হুমকি পেল মুম্বইয়ের ট্রাফিক পুলিশ ৷ জানা গিয়েছে, হোয়্যাটসঅ্যাপে এই বার্তা পাঠানো হয়েছে ৷ যে এই বার্তা পাঠিয়েছে, সে নিজেকে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য হিসেবে দাবি করেছে ৷ আর এই অর্থ না-দিলে সলমনের পরিণতি বাবা সিদ্দিকীর থেকেও খারাপ হবে ৷

এই বার্তা যেন হালকাভাবে নেওয়া না-হয়, হোয়্যাটসঅ্যাপ মেসেজে তাও পরিষ্কার জানানো হয়েছে ৷ সলমন খান যদি বেঁচে থাকতে চান এবং লরেন্স বিষ্ণোইয়ের সঙ্গে শত্রুতা মেটাতে চান, তাহলে তাঁকে 5 কোটি টাকা দিতে হবে ৷ আর টাকা না-দিলে, বাবা সিদ্দিকীর থেকেও খারাপ কিছু রয়েছে ভাইজানের ভাগ্যে ৷ হুমকি দেওয়া হয়েছে ওই বার্তায় ৷

গত 12 অক্টোবর মুম্বইয়ের বান্দ্রায় দুষ্কৃতীদের গুলিতে ঝাঁঝরা হয়ে মৃত্যু হয়েছে এনসিপি (অজিত পাওয়ার) নেতা বাবা সিদ্দিকীর ৷ তিনি সলমন খানের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন ৷ সেই মৃত্যুর দায় নিয়েছে বিষ্ণোই গ্যাং ৷ সেদিন রাতে সিদ্দিকী তাঁর ছেলে বিধায়ক জিশান সিদ্দিকীর কার্যালয়ের সামনে দাঁড়িয়েছিলেন ৷ হঠাৎ তিনজন দুষ্কৃতী এসে তাঁকে গুলি করে চলে যায় ৷ পুলিশ এই ঘটনায় 4 জনকে গ্রেফতার করেছে ৷

এই ঘটনার সাতদিনের মাথায় হুমকি পেলেন সলমন ৷ বাবা সিদ্দিকীর খুনের ঘটনার পরপরই ভাইজান সলমনের জন্য ওয়াই প্লাস নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে ৷ এর আগে চলতি বছরের 14 এপ্রিল বান্দ্রাতেই সলমনের বাড়ি গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের সামনে দু'জন দুষ্কৃতী গুলি চালিয়ে চলে যায় ৷ পরে জানা যায়, তারা লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য ছিল ৷

এই হোয়্যাটসঅ্যাপ মেসেজের উৎস জানতে তদন্তে নেমেছে মুম্বই পুলিশ ৷ বৃহস্পতিবারই লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের এক মাথাকে গ্রেফতার করেছে নবি মুম্বই পুলিশ ৷ সুখা ওরফে সুখবীর বলবীর সিংকে হরিয়ানার পানিপত থেকে গ্রেফতার করা হয়েছে ৷ সলমন খান খুনের ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে ৷ এদিকে অভিনেতার বাড়ির সামনে হাই রেজোলিউশনের এআই সিসি ক্যামেরা লাগিয়েছে মুম্বই পুলিশ ৷

মুম্বই, 18 অক্টোবর: বাবা সিদ্দিকী খুনের সাতদিনের মাথায় হুমকি ! লরেন্স বিষ্ণোইয়ের সঙ্গে বিবাদ মেটাতে হলে অভিনেতা সলমন খানকে পাঁচ কোটি টাকা দিতে হবে ৷ এমনই হুমকি পেল মুম্বইয়ের ট্রাফিক পুলিশ ৷ জানা গিয়েছে, হোয়্যাটসঅ্যাপে এই বার্তা পাঠানো হয়েছে ৷ যে এই বার্তা পাঠিয়েছে, সে নিজেকে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য হিসেবে দাবি করেছে ৷ আর এই অর্থ না-দিলে সলমনের পরিণতি বাবা সিদ্দিকীর থেকেও খারাপ হবে ৷

এই বার্তা যেন হালকাভাবে নেওয়া না-হয়, হোয়্যাটসঅ্যাপ মেসেজে তাও পরিষ্কার জানানো হয়েছে ৷ সলমন খান যদি বেঁচে থাকতে চান এবং লরেন্স বিষ্ণোইয়ের সঙ্গে শত্রুতা মেটাতে চান, তাহলে তাঁকে 5 কোটি টাকা দিতে হবে ৷ আর টাকা না-দিলে, বাবা সিদ্দিকীর থেকেও খারাপ কিছু রয়েছে ভাইজানের ভাগ্যে ৷ হুমকি দেওয়া হয়েছে ওই বার্তায় ৷

গত 12 অক্টোবর মুম্বইয়ের বান্দ্রায় দুষ্কৃতীদের গুলিতে ঝাঁঝরা হয়ে মৃত্যু হয়েছে এনসিপি (অজিত পাওয়ার) নেতা বাবা সিদ্দিকীর ৷ তিনি সলমন খানের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন ৷ সেই মৃত্যুর দায় নিয়েছে বিষ্ণোই গ্যাং ৷ সেদিন রাতে সিদ্দিকী তাঁর ছেলে বিধায়ক জিশান সিদ্দিকীর কার্যালয়ের সামনে দাঁড়িয়েছিলেন ৷ হঠাৎ তিনজন দুষ্কৃতী এসে তাঁকে গুলি করে চলে যায় ৷ পুলিশ এই ঘটনায় 4 জনকে গ্রেফতার করেছে ৷

এই ঘটনার সাতদিনের মাথায় হুমকি পেলেন সলমন ৷ বাবা সিদ্দিকীর খুনের ঘটনার পরপরই ভাইজান সলমনের জন্য ওয়াই প্লাস নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে ৷ এর আগে চলতি বছরের 14 এপ্রিল বান্দ্রাতেই সলমনের বাড়ি গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের সামনে দু'জন দুষ্কৃতী গুলি চালিয়ে চলে যায় ৷ পরে জানা যায়, তারা লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য ছিল ৷

এই হোয়্যাটসঅ্যাপ মেসেজের উৎস জানতে তদন্তে নেমেছে মুম্বই পুলিশ ৷ বৃহস্পতিবারই লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের এক মাথাকে গ্রেফতার করেছে নবি মুম্বই পুলিশ ৷ সুখা ওরফে সুখবীর বলবীর সিংকে হরিয়ানার পানিপত থেকে গ্রেফতার করা হয়েছে ৷ সলমন খান খুনের ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে ৷ এদিকে অভিনেতার বাড়ির সামনে হাই রেজোলিউশনের এআই সিসি ক্যামেরা লাগিয়েছে মুম্বই পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.