কলকাতা, 18 অক্টোবর: আগুন লেগে বিপত্তি শিয়ালদা ইএসআই হাসপাতালে ৷ শুক্রবার ভোর 5টা নাগাদ হাসপাতালের দ্বিতলে মেল সার্জিক্যাল বিভাগে আগুন লাগে ৷ আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের 10টি ইঞ্জিন ৷ তড়িঘড়ি 80 জন রোগীকে উদ্ধার করেন দমকল কর্মীরা ৷ এর আগে 2018 সালের অক্টোবরেই শিয়ালদা ইএসআই হাসপাতালের মেডিসিন স্টোররুমে আগুন লেগেছিল ৷
ওই হাসপাতালের অন্য বিভাগে অস্থায়ী ভাবে রাখা হয়েছে ৷ দমকল মন্ত্রী সুজিত বসু জানিয়েছেন, তাঁদের অন্য ইএসআই হাসপাতালে স্থানান্তরিত করা হবে ৷ ধোঁয়ায় ভরে যায় পুরো হাসপাতাল ৷ প্রায় আড়াই ঘণ্টা চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকল কর্মীরা ৷ এখন আগুন নিয়ন্ত্রণে বলে জানিয়েছেন দমকল আধিকারিকরা ৷ দমকলের তরফে এখন কুলিং প্রসেস চলছে ৷
খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছন দমকল মন্ত্রী সুজিত বসু ৷ তিনি বলেন, "এখন আগুন নিয়ন্ত্রণে আছে ৷ 80 জন রোগীকে সরানো হয়েছে ৷ কয়েকজন রোগীকে আপাতত মানিকতলা ইএসআই হাসপাতালে স্থানান্তরিত করা হবে ৷ প্রাথমিকভাবে অনুমান শর্ট সার্কিট থেকে আগুন ৷ তবে কীভাবে আগুন লাগল, তার নির্দিষ্ট কারণ খতিয়ে দেখা হবে ৷ দমকল ও পুলিশের তরফে তদন্ত হবে ৷"
এদিকে দ্বিতলে মেল সার্জারি বিভাগের আগুনের ধোঁয়ায় এক রোগীর মৃত্যু হয়েছে বলে খবর ৷ পরিবার সূত্রে জানা গিয়েছে, তিনি ক্যানসার আক্রান্ত ছিলেন ৷ ধোঁয়ার শ্বাসকষ্টের কারণে ওই রোগীর মৃত্যু হয়েছে ৷ দীর্ঘ একমাস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ৷
এই ঘটনায় ভোরে ব্যাপক আতঙ্ক ছড়ায় রোগী ও তাঁদের পরিবারের মধ্যে ৷ হাসপাতালে ভর্তি থাকা রোগীদের পরিবার-পরিজনরা ছুটে আসে ৷ এই অগ্নিকাণ্ডের জেরে বহির্বিভাগ পরিষেবা বন্ধ থাকবে বলে জানা গিয়েছে ৷ ফলে অনেককেই ফিরে যেতে হচ্ছে ৷