ETV Bharat / state

লক্ষ্মী বিসর্জন হয়েছে ! কৃষ্ণনগরের পুজো মণ্ডপে মাইকের শব্দ নেই, জ্বলছে না আলো - KRISHNANAGAR MURDER CASE

কৃষ্ণনগরে আশ্রমপাড়ায় ছাত্রী খুনের পর অন্ধকারেই থাকল পুজো মণ্ডপ ৷ এবারের লক্ষ্মী পুজোয় জ্বলল না আলো, বাজল না ঢাক ৷

Krishnanagar Girl Murder Case
কৃষ্ণনগরে অন্ধকারেই লক্ষ্মীপুজো মণ্ডপ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 18, 2024, 11:42 AM IST

কৃষ্ণনগর, 18 অক্টোবর: ঘরের লক্ষ্মীর বিসর্জন আগেই হয়েছে ! তাই লক্ষ্মী পুজোয় আর মাইক বাজানো হল না ৷ পুজো মণ্ডপে জ্বলল না আলো ৷ নদিয়ার কৃষ্ণনগরে অন্ধকারে শোকের আবহেই পূজিত হলেন দেবী লক্ষ্মী ৷ এলাকার তরুণী খুন হওয়ার পর এভাবেই লক্ষ্মীপুজোয় সামিল হলেন এলাকাবাসী ৷ প্যান্ডেলে পোস্টারে লেখা, "লক্ষ্মী পুজোয় লক্ষ্মী ভাসান !"

প্রতি বছর ওই পাড়ার বারোয়ারির পক্ষ থেকে লক্ষ্মীপুজো করা হয় ৷ বেশ ধুমধাম করেই পুজোর আয়োজন হয় ৷ প্যান্ডেলে থাকে আলোর কারসাজি ৷ এলাকার সবাইই আনন্দে মেতে ওঠেন ৷ এবার পরিস্থিতি অন্যরকম ৷ এবারের লক্ষ্মীপুজোর বারোয়ারি প্যান্ডেল অন্ধকারাচ্ছন্ন ৷

16 অক্টোবর সকালে কৃষ্ণনগরের আশ্রমপাড়া এলাকায় একটি পুজো মণ্ডপের কাছে এক তরুণীর দেহ পড়ে থাকতে দেখা যায় ৷ তাঁর দেহ অর্ধদগ্ধ এবং অর্ধনগ্ন অবস্থায় ছিল ৷ ভোরে প্রাতঃভ্রমণ করতে এসে কয়েকজন দেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়দের বিষয়টি জানান ৷ তাঁরা পুলিশকে খবর দিলে পুলিশ এসে দেহ উদ্ধার করে ৷ জানা যায়, ওই তরুণী একাদশ শ্রেণির ছাত্রী ৷

তরুণীর পরিবারের অভিযোগ, মেয়েকে ধর্ষণ করে খুন এবং তারপর পুড়িয়ে দেওয়া হয়েছে । নির্যাতিতার পরিবারের অভিযোগের ভিত্তিতে রাহুল বসু নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ ৷ এর তদন্তে ধৃতের মা-বাবা এবং দুই বন্ধুকেও জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ । ইতিমধ্যে এই ঘটনার তদন্তে বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করা হয়েছে ৷ মেয়েটির বাড়ি থেকে সিবিআই তদন্তের দাবি করেছে ৷

বৃহস্পতিবার কল্যাণী জেএনএম হাসপাতালে ময়নাতদন্তের পর তার মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয় ৷ নবদ্বীপ শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয় ৷ বাড়ির সামনে যেখানে দেহটি রাখা ছিল, তার দশ পা দূরত্বে লক্ষ্মীপুজোর বারোয়ারি প্যান্ডেল এবার আলো জ্বলেনি ৷ প্যান্ডেলে বিভিন্ন পোস্টার ঝোলানো রয়েছে ৷ কোথাও লেখা রয়েছে বিচার চাই ৷ আবার কোথাও লেখা লক্ষ্মী পুজোয় লক্ষ্মী ভাসান ৷ ওই বারোয়ারি পুজোর এক সদস্য অর্ক বিশ্বাস বলেন, "আমরা এবছর আলো জ্বালাচ্ছি না ৷ অন্ধকারের মধ্য দিয়ে লক্ষ্মী পুজো করছি ৷ এবার মাইকও আমরা বাজাচ্ছি না ৷ বোন আমাদের পুজোর আগেই ছেড়ে চলে গেল ৷ সেই বোনের খুনিদের শাস্তি চাই আমরা ৷"

কৃষ্ণনগর, 18 অক্টোবর: ঘরের লক্ষ্মীর বিসর্জন আগেই হয়েছে ! তাই লক্ষ্মী পুজোয় আর মাইক বাজানো হল না ৷ পুজো মণ্ডপে জ্বলল না আলো ৷ নদিয়ার কৃষ্ণনগরে অন্ধকারে শোকের আবহেই পূজিত হলেন দেবী লক্ষ্মী ৷ এলাকার তরুণী খুন হওয়ার পর এভাবেই লক্ষ্মীপুজোয় সামিল হলেন এলাকাবাসী ৷ প্যান্ডেলে পোস্টারে লেখা, "লক্ষ্মী পুজোয় লক্ষ্মী ভাসান !"

প্রতি বছর ওই পাড়ার বারোয়ারির পক্ষ থেকে লক্ষ্মীপুজো করা হয় ৷ বেশ ধুমধাম করেই পুজোর আয়োজন হয় ৷ প্যান্ডেলে থাকে আলোর কারসাজি ৷ এলাকার সবাইই আনন্দে মেতে ওঠেন ৷ এবার পরিস্থিতি অন্যরকম ৷ এবারের লক্ষ্মীপুজোর বারোয়ারি প্যান্ডেল অন্ধকারাচ্ছন্ন ৷

16 অক্টোবর সকালে কৃষ্ণনগরের আশ্রমপাড়া এলাকায় একটি পুজো মণ্ডপের কাছে এক তরুণীর দেহ পড়ে থাকতে দেখা যায় ৷ তাঁর দেহ অর্ধদগ্ধ এবং অর্ধনগ্ন অবস্থায় ছিল ৷ ভোরে প্রাতঃভ্রমণ করতে এসে কয়েকজন দেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়দের বিষয়টি জানান ৷ তাঁরা পুলিশকে খবর দিলে পুলিশ এসে দেহ উদ্ধার করে ৷ জানা যায়, ওই তরুণী একাদশ শ্রেণির ছাত্রী ৷

তরুণীর পরিবারের অভিযোগ, মেয়েকে ধর্ষণ করে খুন এবং তারপর পুড়িয়ে দেওয়া হয়েছে । নির্যাতিতার পরিবারের অভিযোগের ভিত্তিতে রাহুল বসু নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ ৷ এর তদন্তে ধৃতের মা-বাবা এবং দুই বন্ধুকেও জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ । ইতিমধ্যে এই ঘটনার তদন্তে বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করা হয়েছে ৷ মেয়েটির বাড়ি থেকে সিবিআই তদন্তের দাবি করেছে ৷

বৃহস্পতিবার কল্যাণী জেএনএম হাসপাতালে ময়নাতদন্তের পর তার মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয় ৷ নবদ্বীপ শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয় ৷ বাড়ির সামনে যেখানে দেহটি রাখা ছিল, তার দশ পা দূরত্বে লক্ষ্মীপুজোর বারোয়ারি প্যান্ডেল এবার আলো জ্বলেনি ৷ প্যান্ডেলে বিভিন্ন পোস্টার ঝোলানো রয়েছে ৷ কোথাও লেখা রয়েছে বিচার চাই ৷ আবার কোথাও লেখা লক্ষ্মী পুজোয় লক্ষ্মী ভাসান ৷ ওই বারোয়ারি পুজোর এক সদস্য অর্ক বিশ্বাস বলেন, "আমরা এবছর আলো জ্বালাচ্ছি না ৷ অন্ধকারের মধ্য দিয়ে লক্ষ্মী পুজো করছি ৷ এবার মাইকও আমরা বাজাচ্ছি না ৷ বোন আমাদের পুজোর আগেই ছেড়ে চলে গেল ৷ সেই বোনের খুনিদের শাস্তি চাই আমরা ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.