ETV Bharat / international

পাকিস্তানকে বদলাতে পারবে না ভারত, ভালো প্রতিবেশী হওয়ার বার্তা নওয়াজের - EX PAK PM NAWAZ SHARIF TO INDIA

সদ্য পাকিস্তানে গিয়েছিলেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর ৷ তাঁর এই সফরের পরেই নতুন করে ভারত-পাক সম্পর্ক গড়ে তোলার কথা জানালেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ৷

Ex Pakistan PM Nawaz Sharif and Indian PM Narendra Modi
2015 সালে প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে সৌজন্য বিনিময় করছেন প্রধানমন্ত্রী মোদি (ছবি সৌজন্য: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফেসবুক পেজ)
author img

By PTI

Published : Oct 18, 2024, 11:12 AM IST

লাহোর, 17 অক্টোবর: অতীত ভুলে ভবিষ্যতে ভালো প্রতিবেশী হিসেবে এগিয়ে যাওয়ার বার্তা দিলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ৷ মঙ্গলবার এসসিও বৈঠকে যোগ দিতে প্রতিবেশী দেশে গিয়েছিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ৷ ইসলামাবাদে দাঁড়িয়েই তিনি পাকিস্তানের সন্ত্রাসবাদের কথা উল্লেখ করেছেন ৷ এরপর বৃহস্পতিবার নওয়াজ শরিফ ভারতীয় সাংবাদিকদের জানান, দু'দেশের পুরনো তিক্ততা ভুলে যাওয়া উচিত ৷ জয়শঙ্করের ইসলামাবাদ সফরকে 'ভালো সূচনা' বলেন শরিফ ৷

74 বছর বয়সি নেতা বলেন, "আমরা আমাদের প্রতিবেশীদের বদলাতে পারব না ৷ না পাকিস্তান আর না ভারত ৷ আমাদের দু'দেশেরই ভালো প্রতিবেশী হিসেবে থাকা উচিত ৷" 2015 সালের 25 ডিসেম্বর আফগানিস্তান থেকে ফেরার পথে হঠাৎ লাহোরে পৌঁছেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেদিন তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের জন্মদিন ছিল ৷ প্রধানমন্ত্রী তাঁকে শুভেচ্ছা জানান ৷

এই ঘটনা উল্লেখ করে পাকিস্তান মুসলিম লিগ(এন)-এর সভাপতি নওয়াজ শরিফ আক্ষেপ করেন, দীর্ঘসময় ধরে দু'দেশের মধ্যে সম্পর্ক থমকে রয়েছে ৷ তবে পাকিস্তানের তিন বারের প্রধানমন্ত্রী শরিফের আশা করেন, দু'দেশেরই সদর্থক মনোভাব নিয়ে এগিয়ে যাওয়া উচিত ৷

নওয়াজ শরিফকে সাংবাদিকরা জিজ্ঞাসা করেন এই পরিস্থিতিতে দু'টি দেশের মধ্যে একটি সেতু বন্ধনের প্রয়োজন আছে কি না ৷ এর উত্তরে তিনি বলেন, "আমি তো সেই ভূমিকা পালনেরই চেষ্টা করছি ৷" 2015 সালে ভারতের তৎকালীন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ পাকিস্তানে গিয়েছিলেন ৷ এর 9 বছর পর বিদেশমন্ত্রী জয়শঙ্কর ইসলামাবাদে পা রাখলেন ৷ তিনিই প্রথম ভারতীয় বিদেশমন্ত্রী, যিনি সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন-এর (এসসিও) বৈঠকে যোগ দিলেন ৷

পাকিস্তানের প্রবীণ নেতা নওয়াজ শরিফ বলেন, "প্রধানমন্ত্রী মোদি এলে আমাদের আরও ভালো লাগত ৷ কিন্তু ভারতের বিদেশমন্ত্রী এসেছিলেন ৷ সেটাও ভালো হয়েছে ৷ আমরা 70 বছর এভাবে (যুদ্ধ) কাটিয়েছি ৷ আগামী 70 বছরও এভাবে কাটতে দেওয়া যায় না ৷ আমরা (পিএমএল-এন সরকার) সম্পর্ক ঠিক করার জন্য অনেক পরিশ্রম করেছি ৷ এবার দু'পক্ষেরই মুখোমুখি বসে আগামী দিনের সম্পর্ক নিয়ে আলোচনা করা উচিত ৷"

লাহোর, 17 অক্টোবর: অতীত ভুলে ভবিষ্যতে ভালো প্রতিবেশী হিসেবে এগিয়ে যাওয়ার বার্তা দিলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ৷ মঙ্গলবার এসসিও বৈঠকে যোগ দিতে প্রতিবেশী দেশে গিয়েছিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ৷ ইসলামাবাদে দাঁড়িয়েই তিনি পাকিস্তানের সন্ত্রাসবাদের কথা উল্লেখ করেছেন ৷ এরপর বৃহস্পতিবার নওয়াজ শরিফ ভারতীয় সাংবাদিকদের জানান, দু'দেশের পুরনো তিক্ততা ভুলে যাওয়া উচিত ৷ জয়শঙ্করের ইসলামাবাদ সফরকে 'ভালো সূচনা' বলেন শরিফ ৷

74 বছর বয়সি নেতা বলেন, "আমরা আমাদের প্রতিবেশীদের বদলাতে পারব না ৷ না পাকিস্তান আর না ভারত ৷ আমাদের দু'দেশেরই ভালো প্রতিবেশী হিসেবে থাকা উচিত ৷" 2015 সালের 25 ডিসেম্বর আফগানিস্তান থেকে ফেরার পথে হঠাৎ লাহোরে পৌঁছেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেদিন তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের জন্মদিন ছিল ৷ প্রধানমন্ত্রী তাঁকে শুভেচ্ছা জানান ৷

এই ঘটনা উল্লেখ করে পাকিস্তান মুসলিম লিগ(এন)-এর সভাপতি নওয়াজ শরিফ আক্ষেপ করেন, দীর্ঘসময় ধরে দু'দেশের মধ্যে সম্পর্ক থমকে রয়েছে ৷ তবে পাকিস্তানের তিন বারের প্রধানমন্ত্রী শরিফের আশা করেন, দু'দেশেরই সদর্থক মনোভাব নিয়ে এগিয়ে যাওয়া উচিত ৷

নওয়াজ শরিফকে সাংবাদিকরা জিজ্ঞাসা করেন এই পরিস্থিতিতে দু'টি দেশের মধ্যে একটি সেতু বন্ধনের প্রয়োজন আছে কি না ৷ এর উত্তরে তিনি বলেন, "আমি তো সেই ভূমিকা পালনেরই চেষ্টা করছি ৷" 2015 সালে ভারতের তৎকালীন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ পাকিস্তানে গিয়েছিলেন ৷ এর 9 বছর পর বিদেশমন্ত্রী জয়শঙ্কর ইসলামাবাদে পা রাখলেন ৷ তিনিই প্রথম ভারতীয় বিদেশমন্ত্রী, যিনি সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন-এর (এসসিও) বৈঠকে যোগ দিলেন ৷

পাকিস্তানের প্রবীণ নেতা নওয়াজ শরিফ বলেন, "প্রধানমন্ত্রী মোদি এলে আমাদের আরও ভালো লাগত ৷ কিন্তু ভারতের বিদেশমন্ত্রী এসেছিলেন ৷ সেটাও ভালো হয়েছে ৷ আমরা 70 বছর এভাবে (যুদ্ধ) কাটিয়েছি ৷ আগামী 70 বছরও এভাবে কাটতে দেওয়া যায় না ৷ আমরা (পিএমএল-এন সরকার) সম্পর্ক ঠিক করার জন্য অনেক পরিশ্রম করেছি ৷ এবার দু'পক্ষেরই মুখোমুখি বসে আগামী দিনের সম্পর্ক নিয়ে আলোচনা করা উচিত ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.