কলকাতা, 22 মে: এসএসসি নিয়োগ দুর্নীতিকাণ্ডে কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে রাজ্যের সমস্ত শিক্ষকদের নথি চেয়েছে শিক্ষা দফতর ৷ এই নিয়ে শিক্ষকদের পাশে দাঁড়ালেন পেশায় অধ্যাপক ও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ বুধবার শিক্ষকদের হয়ে সওয়াল করে তিনি বলেন, "বারবার যোগ্য ও অযোগ্যদের মিলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে রাজ্যে সরকারের তরফে ৷ যোগ্যদের ঘারে বন্দুক রেখে অযোগ্যদের পার করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে ৷ শিক্ষা দফতরের কাছে কেন শিক্ষকদের তথ্য নেই ৷ এসএসসি কাছে তো সুপারিশের চিঠি থাকা দরকার ৷"
তাঁর কথায়, "কারা অযোগ্য বের করতে তদন্ত হোক ৷ তবে বারবার কেন সকল শিক্ষক ও শিক্ষাকর্মীদের কাঠগড়ায় তোলা হচ্ছে ৷ জনমানসে ছোট করা হচ্ছে তাঁদের ৷ দেড় লক্ষ শিক্ষক ও শিক্ষাকর্মীদের সঙ্গে অযোগ্যদের তালিকায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে ৷ তৃণমূল নোংরা রাজনীতি করছে ৷" সুকান্ত দাবি করেন, "সিপিএম আমলে যদি রাজ্যে চাকরিতে দুর্নীতি হয়েছে, তাহলে অভিযুক্তদের ধরুন ৷ সিপিএম ধোয়া তুলসি পাতা নয় ৷ যেমন, তাপস চট্টোপাধ্যায় ও উদয়ন গুহ ৷ তাঁরা জনসমক্ষে স্বীকার করেছেন যে, সিপিএম আমলে দুর্নীতি করে চাকরি দেওয়া হয়েছে ৷ দেড় লক্ষ শিক্ষকদের ছোট না করে তাপস চট্টোপাধ্যায় ও উদয়ন গুহকে ডেকে জিজ্ঞাসাবাদ করুন ৷ তবেই জলের মতো সব পরিষ্কার হয়ে যাবে ৷"
কংগ্রেস নেতা রাহুল গান্ধি দাবি করেছেন বিজেপি লোকসভা নির্বাচনে হারবে ৷ এই নিয়ে রাহুল গান্ধিকে তোপ দেগে সুকান্ত মজুমদার বলেন, "রাহুল গান্ধিও জানে উনি জিততে পারবেন না ৷ সকল ইন্ডিয়া জোটের সদস্যরা তাঁদের কর্মীদের অনুপ্রাণিত করার জন্য মিথ্যা কথা বলছেন ৷ সরকার গঠনের জন্য 272 বেশি আসনের প্রয়োজন ছিল তা বিজেপি ইতিমধ্যে পেয়ে গিয়েছে ৷" তাঁর সংযোজন, "কংগ্রেসের সময় দেশে কোনও গণতন্ত্র ছিল না ৷ কংগ্রসের মুখে গণতন্ত্র কথাটা মানায় না ৷"