পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সরকারিভাবে তৃণমূল ক্যাডারদের টাকা দেওয়ার ব্যবস্থা, একশো দিনের কাজের বকেয়া নিয়ে কটাক্ষ সুকান্তর - বকেয়া টাকা

Sukanta Majumdar: রাজ্যের তরফে একশো দিনের কর্মীদের বকেয়া মিটিয়ে দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী ৷ এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন সুকান্ত মজুমদার ৷ তাঁর দাবি, এই টাকাগুলি সরকারিভাবে তৃণমূল ক্যাডারদের অ্যাকাউন্টে যাবে ৷

Sukanta Majumdar
সুকান্ত মজুমদার

By ETV Bharat Bangla Team

Published : Feb 4, 2024, 4:23 PM IST

একশো দিনের কাজের বকেয়া নিয়ে কটাক্ষ সুকান্ত মজুমদারের

মালদা, 4 ফেব্রুয়ারি: 21 ফেব্রুয়ারি 21 লক্ষ একশো দিনের কর্মীদের সব বকেয়া টাকা মিটিয়ে দেবে রাজ্য ৷ এমনটাই ঘোষণা করেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মালদায় এসে মুখ্যমন্ত্রীর এই ঘোষণার তীব্র কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ তাঁর কথায়, "এই ঘোষণা আসলে তৃণমূলের ক্যাডারদের সরকারিভাবে টাকা পাইয়ে দেওয়ার ব্যবস্থা ৷"

নাবালিকার মুণ্ড কেটে নৃশংস খুনের ঘটনায় নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে রবিবার মালদায় আসেন সুকান্ত মজুমদার ৷ পরিবারের সঙ্গে দেখা করার পর বিজেপি জেলা কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন তিনি ৷ বৈঠকে সুকান্ত বলেন, "মুখ্যমন্ত্রী 100 দিনের কাজের টাকা দেওয়ার যে কথা বলেছেন সেটা পুরোপুরি মিথ্যা ৷ প্রথমত, আইনত তিনি এই টাকা দিতে পারেন না ৷ 21 ফেব্রুয়ারির মধ্যে যে 21 লক্ষ মানুষকে টাকা দেওয়ার কথা বলা হচ্ছে, তাঁদের বেশিরভাগই তৃণমূলের ক্যাডার ৷ সরকারিভাবে তৃণমূল ক্যাডারদের টাকা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে ৷ দ্বিতীয়ত, এই টাকা দিতে ভরসা ডিয়ার লটারি অথবা মদের পাউচ বিক্রি থেকে আসা টাকা ৷ অথবা কেন্দ্রীয় সরকারের কোনও ফান্ডকে ডাইভার্ট করে টাকা দিয়ে দেবেন ৷ রাজ্য সরকারের কাছে তো টাকা নেই ৷"

শিক্ষক নিয়োগ দুর্নীতিতে তৃণমূলের ছাত্রনেতা তৃণাঙ্কুর ভট্টাচার্যের নাম জড়িয়েছে ৷ তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গেই ধরনা মঞ্চে রয়েছেন ৷ এ প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি বলেন, "তৃণাঙ্কুর নতুন চোর ৷ পুরোনোদের দেখেই শিখেছেন ৷ পার্থ চট্টোপাধ্যায় ও ভাইপোদের থেকে চুরি শিখেছেন ৷ চোরেদের একটাই জায়গা তৃণমূলের মঞ্চ ৷ চোরেদের কোনও অল ইন্ডিয়া ফেডারেশন তৈরি হলে মুখ্যমন্ত্রীই তার সভাপতি হবেন ৷"

আগামী লোকসভা নির্বাচনের আগে বিরোধী জোট নিয়ে সুকান্ত বলেন, "কংগ্রেসের কোনো ভবিষ্যৎ নেই ৷ 2024 সালের লোকসভা নির্বাচনে কংগ্রেসের ঝুলিতে 24টি আসন আসবে কি না সেই প্রতিযোগিতা চলছে ৷ কংগ্রেস শতাব্দী প্রাচীন দল লোকসভায় ভালো করুক আমরা সেটা চাই ৷ কংগ্রেসের উচিত নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করা ৷ এই জোট হওয়ারই ছিল না ৷ জোটের নামে হ য ব র ল হচ্ছে ৷"

আরও পড়ুন:

  1. 21 ফেব্রুয়ারি 21 লক্ষ একশো দিনের কর্মীর অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেব, বড় ঘোষণা মমতার
  2. গেরুয়া রং ব্যবহার করে দলতন্ত্র কায়েমের চেষ্টা চলছে, বিজেপিকে আক্রমণ কীর্তি আজাদের
  3. 300 আসনে লড়লেও গোটা দেশে কংগ্রেস 40 আসন পাবে কি না সন্দেহ: মমতা

ABOUT THE AUTHOR

...view details