কলকাতা, 15 ফেব্রুয়ারি: এবার মিড ডে মিলে পড়ুয়াদের পাতে পড়বে ফল ও ডিম ৷ পড়ুয়াদের পুষ্টিকর খাবার দিতে টাকা বরাদ্দ করল সরকার। মিড ডে মিলে অতিরিক্ত 7562.53 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে ৷ এর ফলে প্রতি মাসে মোট 11 দিন পুষ্টিকর খাবার দেওয়া হবে পড়ুয়াদের। যার অর্থ হল সপ্তাহে দু'দিন ডিম ও ফল খাওয়াতে হবে পড়ুয়াদের। এর জন্য পড়ুয়াদের মাথাপিছু 8 টাকা করে বরাদ্দ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এই ভাবনাকে ইতিমধ্যেই স্বাগাত জানিয়েছে রাজ্যের শিক্ষক সংগঠনগুলি।
2024-25 অর্থবর্ষের শেষের দিকে বরাদ্দ বৃদ্ধির পর অর্থ রয়ে গিয়েছিল। সেখান থেকেই এই পুষ্টিকর খাবার দেওয়ার সিদ্ধান্ত সরকারে। এ প্রসঙ্গে রাজ্যের মিড ডে মিলের প্রজেক্ট ডিরেক্টর পারমিতা রায় বলেন, "বাড়তি অর্থ থেকে বাচ্চাদের সাপ্লিমেন্টারি নিউট্রেশনের ব্যবস্থা করা হয়েছে ৷ এই অর্থবর্ষের যেহেতু সময় কম আছে, তাই 11 দিনের কথা উল্লেখ করা হয়েছে ৷ তৃতীয় কোয়াটারের শেষে যে ব্যালেন্স টাকা পড়ে আছে, তা দিয়ে এই সাপ্লিমেন্টারি ফুডের ব্যবস্থা করা হয়েছে ।"
কেন্দ্রীয় শিক্ষা দফতর 2024 সালের 27 নভেম্বর একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। সেখানে মিড ডে মিলে বরাদ্দ হিসেবে প্রাথমিকের জন্য 74 পয়সা এবং উচ্চপ্রাথমিকে 12 পয়সা বৃদ্ধি করা হয়েছিল ৷ প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের মাথাপিছু মিড ডে মিলের জন্য বরাদ্দ করা হয়েছে 6 টাকা 19 পয়সা ৷ যার মধ্যে কেন্দ্র সরকার দিচ্ছে 3 টাকা 71 পয়সা। যদিও ডিসেম্বর মাসে আরও একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। স্কুল শিক্ষা দফতরের তরফে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। সেখানে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির পড়ুয়াদের মাথাপিছু বরাদ্দ করা হয়েছিল 9 টাকা টাকা 29 পয়সা। এর মধ্যে কেন্দ্র দেবে 5 টাকা 57 পয়সা এবং রাজ্য দেবে 3 টাকা 72 পয়সা।