পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

তৃণমুল-বিজেপি বিরোধের জের ! তুফানগঞ্জে গ্রাম পঞ্চায়েতে তালা ঝুলিয়ে দিলেন ছাত্ররা - students lock panchayat office - STUDENTS LOCK PANCHAYAT OFFICE

Tufanganj students lock panchayat office: তৃণমুল-বিজেপি বিরোধের জেরে তুফানগঞ্জ গ্রাম পঞ্চায়েতে তালা ঝুলিয়ে দিলেন ছাত্ররা ৷ অভিযোগ, বেশ কয়েকদিন থেকে অঞ্চলে এসে প্রধানের শংসাপত্রের জন্য ঘুরে যাচ্ছেন ছাত্র-ছাত্রীরা ৷

students lock panchayat office
পঞ্চায়েতে তালা ঝুলিয়ে দিল ছাত্ররা (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Sep 20, 2024, 8:27 AM IST

কোচবিহার, 20 সেপ্টেম্বর: তৃণমুল-বিজেপি বিরোধের জের ! গ্রাম পঞ্চায়েত প্রধানের শংসাপত্র পেতে হয়রানির শিকার হতে হচ্ছে সাধারণ মানুষ থেকে ছাত্র-ছাত্রীদের ৷ এই অভিযোগ তুলে বৃহস্পতিবার তুফানগঞ্জ-2 নম্বর ব্লকের বারকোদালি 1 গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের প্রধানের ঘরে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন স্থানীয় ছাত্র-ছাত্রীরা।

পঞ্চায়েতে তালা ঝুলিয়ে দিল ছাত্ররা (ইটিভি ভারত)

অভিযোগ, বেশ কয়েকদিন থেকে অঞ্চলে এসে প্রধানের শংসাপত্রের জন্য ঘুরে যাচ্ছেন ছাত্র-ছাত্রীরা ৷ তাঁদের দাবি, যে কোনও স্কলারশিপের ফর্ম ফিলাপ করতে গেলে প্রথমেই যেটা দরকার পড়ে, সেটা প্রধানের শংসাপত্র। আর সেটার জন্যই তারা বারবার গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে এসেও ঘুরে যাচ্ছে পড়ুয়ারা। সে কারণেই প্রধান যদি গ্রাম পঞ্চায়েতে না-আসে, তাহলে অঞ্চল খোলা রাখার কোনও মানেই হয় না ৷ আর সে কারণেই প্রধানের ঘরে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাল ছাত্র-ছাত্রীরা।

স্নাতকের দ্বিতীয় বর্ষের ছাত্র শুভঙ্কর মণ্ডল অভিযোগ করে বলেন, "প্রধানকে পাওয়া যায় না। তাই তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে।" যদিও বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধান সুদর্শন রায়ের অভিযোগ, গত পঞ্চায়েত নির্বাচনে বারকোদালি গ্রাম পঞ্চায়েতের দখল নিয়েছিল বিজেপি। তিনি বলেন, "আমি প্রধান হয়েছিলাম। এরপর লোকসভা নির্বাচনের পর তৃণমূলের চাপে আমি বিজেপি ছেড়েছিলাম। সম্প্রতি আবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিতেই তৃণমূল এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করেছে। লাঠি-বাটাম নিয়ে এসে গ্রাম পঞ্চায়েতে হুমকি দিয়ে যাচ্ছে। ওরাই ছাত্র ও বাসিন্দাদের নিয়ে এসে এদিন তালা ঝুলিয়েছে।"

তাঁর আরও অভিযোগ, তৃণমূল ছাত্রছাত্রীদের দিয়ে ষড়যন্ত্র করছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তৃণমূলের অঞ্চল চেয়ারম্যান খগেন্দ্রনাথ বর্মন বলেন, "মানুষ দীর্ঘদিন ধরে পরিষেবা পাচ্ছে না। তাই হয়ত ক্ষোভ দেখিয়েছে।"

ABOUT THE AUTHOR

...view details