ঘাটাল, 3 সেপ্টেম্বর: বেহাল স্কুল বিল্ডিং সংস্কারের দাবিতে রাজ্য সড়কের উপর বসে অভিভাবকদের সঙ্গে বিক্ষোভ দেখাল পড়ুয়ারা ৷ তাদের দাবি, অবিলম্বে নতুন ভবন করে দিতে হবে না হলে এ আন্দোলন অব্যাহত থাকবে । বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন পরিদর্শক ।
দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা ৷ আর এই ভগ্নপ্রায় স্কুলকে সারিয়ে তোলার দাবিতে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল-পাঁশকুড়া রাজ্য সড়কের অবরোধ করে বিক্ষোভে সামিল খুদে পড়ুয়ারা ৷ দীর্ঘক্ষণ অবরোধের জেরে যানজটের সৃষ্টি হয় ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন স্কুল পরিদর্শক ও ঘাটাল থানার পুলিশ । ঘাটাল কোন্নগর এলাকায় প্রসন্নময়ী প্রাথমিক স্কুলের বেহাল দশা । বছরের পর বছর ধরে প্রশাসনকে জানিয়েও কোনও কাজ হয়নি । গত বছর বিল্ডিং সংস্কারের জন্য অবরোধ করেছিলেন পড়ুয়ারা । পরে প্রশাসনের প্রতিশ্রুতি পেয়ে অবরোধ উঠেছিল কিন্তু অভিযোগ, এক বছর কেটে গেলেও এখনও স্কুল বিল্ডিংয়ে কোনওরকম সংস্কার হয়নি । যার ফলে যে কোনও সময় স্কুলের মধ্যে ঘটতে পারে দুর্ঘটনা । অভিভাবকদের দাবি, প্রশাসনকে এসে দ্রুত স্কুল বিল্ডিং সংস্কারের প্রতিশ্রুতি দিতে হবে তবেই উঠবে অবরোধ ।