খড়গপুর, 17 জুন:ফের আইআইটি খড়গপুরের হস্টেল চত্বর থেকে মিলল ছাত্রীর ঝুলন্ত দেহ ৷ সোমবার সকালে সরোজিনী নাইডু ও ইন্দিরা গান্ধি হলের পড়ুয়াদের প্রথম চোখে পড়ে ছাত্রীর দেহটি ৷ তাঁরাই খবর দেয় আইআইটি কর্তৃপক্ষকে ৷ খবর পেয়েই ঘটনাস্থলে হাজির হয় পুলিশ ৷ দেহটি উদ্ধার করে খড়গপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য ৷
জানা গিয়েছে, মৃত পড়ুয়ার নাম দেবিকা পিল্লাই । বাড়ি কেরলের উত্তর এভুর এলাকায় । তিনি বায়োটেকনোলজি ও বায়োকেমিস্ট্রি ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয় বর্ষের পড়ুয়া ছিলেন ৷ পুলিশ সূত্রে খবর, দিন কয়েক আগেই ছুটিতে বাড়ি গিয়েছিলেন ওই ছাত্রী । বাড়ি থেকে ফেরার পরেই এই ঘটনা ঘটে ৷ এটি আত্মহত্যা নাকি এই মৃত্যুর পিছনে অন্য কোনও রহস্য রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ ৷
প্রসঙ্গত, 2022 সালের 14 অক্টোবর খড়গপুর আইআইটিতে তৃতীয় বর্ষের পড়ুয়া ফাইজান আহমেদের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল । যদিও সেই ঘটনায় ফাইজানকে 'খুন' করা হয়েছে বলেই পরিবারের পক্ষ থেকে অভিযোগ হয় । পরপর দু‘বার তাঁর ময়নাতদন্ত হয় ৷ সদ্য মৃত ফাইজানের তদন্ত নিয়ে নতুন রিপোর্ট সামনে এসেছে । দ্বিতীয়বার ময়নাতদন্তের রিপোর্টে সামনে এসে খুনের তত্ত্ব ৷