মালদা, 3 জুন: পুকুর গভীর করার জন্য মাটি কেটে ফেলা হচ্ছিল জমিতে ৷ সেই জমি থেকেই উদ্ধার হল প্রাচীন ইতিহাস ৷ জমির মাটি সমান করার সময় বেরিয়ে এল কষ্টিপাথরের এক প্রাচীন মূর্তি ৷ প্রাথমিকভাবে মূর্তিটি দেবী দুর্গার বলেই মনে করা হচ্ছে ৷ যদি তাই হয়, তবে এই মূর্তি এই এলাকার ইতিহাসের আরেকটি অধ্যায়ের সূচনা করবে বলেই মনে করছেন সবাই ৷ কারণ, মূর্তিটির দুটি হাত ৷ দ্বিভূজা দুর্গামূর্তি এর আগে মালদা জেলায় উদ্ধার হয়নি বলে জানা যাচ্ছে ৷ রবিবার ঘটনাটি ঘটেছে গাজোল ব্লকের দেওতলা গ্রাম পঞ্চায়েতের দোহিল গ্রামে ৷
গ্রামবাসীরা জানাচ্ছেন, কয়েকদিন ধরে গ্রামের একটি পুকুর গভীর করার কাজ চলছিল ৷ সেই মাটি ফেলা হচ্ছিল আশেপাশের জমিতে ৷ রবিবার সন্ধেয় একটি জমির মাটি সমান করার সময় তিন ফুট উচ্চতাবিশিষ্ট একচালার মূর্তিটি বেরিয়ে আসে ৷ এই খবর চাউর হতেই হইচই পড়ে যায় গোটা গ্রামে ৷
গ্রামবাসীরা সাবমার্সিবল পাম্প চালিয়ে মূর্তিটি পরিষ্কার করেন ৷ তারপর দেখা যায়, মূর্তিটি প্রায় দু'ফুট চওড়া ৷ মুখ নষ্ট হয়ে গিয়েছে ৷ দুটো হাত ৷ নীচের একদিকে গণেশ, আরেকদিকে লক্ষ্মী ৷ ওই চালার মধ্যে সরস্বতী, বিষ্ণু, কার্তিক, নারায়ণেরও মূর্তি রয়েছে ৷ তাতেই সবার অনুমান, মূর্তিটি দুর্গার হতে পারে ৷ খবর পেয়ে রবিবার রাতেই সেটি উদ্ধার করে থানায় নিয়ে আসে গাজোল থানার পুলিশ ৷