পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বেশি ক্ষতির আশঙ্কা পূর্ব মেদিনীপুরে, এলাকা পরিদর্শনে মন্ত্রী

ঘূর্ণিঝড় আছড়ে পড়ার প্রাক্কালে কী অবস্থা পূর্ব মেদিনীপুরের সমুদ্র তীরবর্তী এলাকায় ? তুলে ধরল ইটিভি ভারত ৷ দেখুন ভিডিয়ো ৷

Digha Situation on Dana
দানার প্রভাবে দিঘায় উত্তাল সমুদ্র (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : 14 hours ago

দিঘা, 24 অক্টোবর: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ৷ সমুদ্র উপকূলবর্তী এলাকা পরিদর্শন করলেন বর্তমান ও প্রাক্তন মৎস্যমন্ত্রী ৷ ঘূর্ণিঝড় দানার প্রভাবে সাহায্য পেতে জনসাধারণের জন্য প্রশাসনের তরফে চালু করা হল ইমার্জেন্সি হেল্পলাইন ৷ আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, পূর্ব মেদিনীপুর জেলা বেশি ক্ষতিগ্রস্ত হবে ৷ সেই পরিস্থিতি মোকাবিলা করতে প্রস্তুত জেলা প্রশাসন ৷

সকাল থেকেই মেঘলা আকাশ ঝিরঝির বৃষ্টি ও দমকা ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছিল । বেলার দিকে একটু বন্ধ হলেও বিকেল হতেই ঘূর্ণিঝড় দানা নিজের শক্তি প্রদর্শন করতে শুরু করো । অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের তরফ থেকে সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে । একাধিক বৈঠকের পর বৃহস্পতিবার রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লব রায় চৌধুরী ও রামনগরের বিধায়ক তথা প্রাক্তন মৎস্যমন্ত্রী অখিল গিরি সমুদ্র উপকূলবর্তী এলাকা পরিদর্শন করেন । চূড়ান্ত সতর্কতা জারি করা এলাকা তাজপুর, শংকরপুর, দিঘা ও চাঁদপুর-সহ উপকূলবর্তী এলাকার দুর্বল বাঁধগুলি ঘুরে দেখেন ।

সমুদ্র উপকূলবর্তী এলাকার দোকানগুলি সরানো হয়েছে । উপকূলবর্তী এলাকা থেকে প্রায় পাঁচ হাজার মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে স্কুলঘর ও ফ্লাড সেন্টারগুলোতে । মৎস্যজীবীরা ইতিমধ্যেই ফিরে এসেছেন ৷ কেউ যেন গভীর সমুদ্রে থেকে না যায় তাদের খোঁজ নেওয়ার জন্য হলদিয়া কোস্ট গার্ড থেকে নজরদারি চালানো হচ্ছে ।

ঘূর্ণিঝড় দানা নিয়ে রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লব রায় চৌধুরী বলেন, "আগে থেকে সমুদ্র উপকূলবর্তী এলাকায় সতর্কবার্তা জারি করা হয়েছিল । নিচু জায়গায় বসবাসকারীদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে । ঘূর্ণিঝড় দানার মোকাবিলা করতে আমরা সবরকম ভাবে প্রস্তুত রয়েছি । জেলায় হেল্পলাইন নম্বর চালু হয়েছে ।"

যে কোনও সমস্যা জানাতে ফোন করুন কন্ট্রোল রুমে : 2286-1212, 2286-1313, 2286-1414

ঘূর্ণিঝড়ের জন্য বিশেষ সহায়তা নম্বর :112

পূর্ব মেদিনীপুর জেলার হেল্পলাইন নম্বর : 03228-262728

WBSEDCL এর হেল্পলাইন নম্বর : 8900793503 / 8900793504

টোল ফ্রি সহায়তা নম্বর : 19221

হোয়াটসঅ্যাপ নম্বর : 8433719121 / 7439001912

CESC হেল্পলাইন নম্বর : 033 35011912 / 033 44031912 / 18605001912 / 1912

বিশেষ হেল্পলাইন নম্বর : 9831079666 / 9831083700

সাগরদ্বীপকে রক্ষা করবেন কপিলমুনি, বন্ধ দরজার ভিতরে চলছে প্রার্থনা

ABOUT THE AUTHOR

...view details