পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রাজভবনে চন্দ্রিমা ভট্টাচার্যর প্রবেশ নিষিদ্ধ করলেন রাজ্যপাল, মানহানির মামলার হুঁশিয়ারিও - CV Ananda Bose

Controversy on CV Ananda Bose: রাজভবনে রাজ্যের আইন এবং অর্থ দফতরের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করল রাজভবন এমনকী মন্ত্রীর যাবতীয় অনুষ্ঠানেরও বয়কটের ডাক দিয়েছে রাজভবন।

CV Ananda Bose
রাজ্যপাল (reporter)

By ETV Bharat Bangla Team

Published : May 2, 2024, 11:11 PM IST

হায়দরাবাদ, 2 মে: লোকসভা ভোটের আবহে বেনজির ঘটনার সাক্ষী বাংলা ৷ রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে উঠল শ্লীলতাহানির অভিযোগ ৷ এরপেরই রাজভবনে রাজ্যের আইন এবং অর্থ দফতরের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করল রাজভবন এমনকী মন্ত্রীর যাবতীয় অনুষ্ঠানেরও বয়কটের ডাক দিয়েছে রাজভবন ৷ একই সঙ্গে, নির্বাচন চলাকালীন রাজভবনে প্রবেশ করতে পারবে না রাজ্য পুলিশও এমনটাও রাজভবনের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে ৷

সোশাল মিডিয়ার এক্স হ্যান্ডেলে ইতিমধ্যেই ঘটনাটিকে মিথ্যা বলে উদ্বেগ জানানো হয়েছে রাজভবনের তরফে ৷ এদিন বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, "রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে সম্মানহানি ও অসাংবিধানিক বক্তব্যের জন্য রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে কলকাতা-সহ দার্জিলিং ও ব্যারাকপুরের রাজভবন চত্বরে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷ পাশাপাশি সংশ্লিষ্ট দফতরের মন্ত্রীর কোনও অনুষ্ঠানেও থাকবেন না রাজ্যপাল ৷"

সেই বিবৃতিতে আরও জানানো হয়েছে, ভারতের অ্যার্টনি জেনারেলের সঙ্গে এই বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ নেওয়া হচ্ছে রাজভবনের তরফে ৷ যে অভিযোগ উঠেছে রাজ্যপালের বিরুদ্ধে এবং তারপরই যেভাবে রাজ্যের মন্ত্রী সরাসরি রাজ্যপালের দিকে আঙুল তুলেছেন সেই বিষয়ে পরবর্তী আইনি পরামর্শও নেওয়া হচ্ছে রাজভবনের তরফে ৷ এরই সঙ্গে, নজির বিহীনভাবে রাজ্যপাল পুলিশকেও রাজভবন চত্বরে প্রবেশের উপরে নিষেধাজ্ঞা জারি করেছেন ৷ কারণ হিসাবে রাজভবনের তরফে জানানো হয়েছে, পুলিশ তাদের রাজনৈতিক প্রভুদের কথায় তাদের স্বার্থ চরিতার্থ করতে 'বেআইনি' কাজ করছে ৷ ঘটনায় প্রতিক্রিয়া দিয়েছে রাজনৈতিক মহলও।

ABOUT THE AUTHOR

...view details