জলপাইগুড়ি, 19 অগস্ট: জেলা থেকে শহর, চলছে আরজি কর-কান্ডের প্রতিবাদ ৷ এরই মাঝে বিনোদনের অনুষ্ঠান করতে গিয়ে মুখ পুড়ল রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দফতরের ৷ কলকাতা থেকে স্বনামধন্য শিল্পীদের অনুষ্ঠানে গান পরিবেশন করতে আমন্ত্রণ করা হলেও ফাঁকা রইল দর্শকাসন৷ হতাশ শিল্পীরা ৷ শহরজুড়েই চলছে বিক্ষোভ ৷ সরকারি অনুষ্ঠানস্থলে যাতে প্রতিবাদের আঁচ না পড়ে, সেই কারণে অতি সক্রিয়তা পুলিশের ৷ ব্যারিকেড করে অনুষ্ঠানস্থলকে আগলে রাখা হলেও, কলাকেন্দ্রে এলেন না জলপাইগুড়ির সংস্কৃতিপ্রেমী নাগরিকরাও ৷
রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দফতরের পক্ষ থেকে জলপাইগুড়ি সরোজেন্দ্র দেব রায়কত কলাকেন্দ্রে 'শ্রদ্ধাঞ্জলি' শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল দুটদিন ধরে ৷ 17 অগস্ট জলপাইগুড়ি হাকিমপাড়ার সরোজেন্দ্র দেব রায়কত কলাকেন্দ্রের মুল গেটের সামনে আরজি কর ঘটনার প্রতিবাদ করার বেশ কয়েকজনকে আটক করে জলপাইগুড়ি কোতয়ালি থানার পুলিশ ৷ এতেই শহরবাসী ক্ষিপ্ত হয়ে ওঠে ৷ বিজ্ঞানী সুবির সরকার, চিকিৎসক সায়ন পাল, সৌভিক কুন্ডা, জয়দেব মুখোপাধ্যায়, সম্পা সরকার-সহ বেশ কয়েকজনকে আটক করা হয় ৷ পরে ছেড়ে দেওয়া হলেও প্রতিবাদ চলে দিনভর ৷ কোথায় শিল্পীরা ছবি এঁকে প্রতিবাদ করেন ৷ কোথাও আবার ইস্ট-মোহন সমর্থকরা শহরে প্রতিবাদ মিছিল করেন । শহরে নানা দিক থেকে প্রতিবাদ মিছিলের ফলে নাজেহাল আবস্থা হয় পুলিশের ৷