পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

এপ্রিলের বেতন পেলেন সদ্য চাকরিহারারা, স্বস্তি মিললেও কাটছে না আশঙ্কা - SSC Recruitment Scam - SSC RECRUITMENT SCAM

SSC Recruitment Scam: কলকাতা হাইকোর্টের নির্দেশের ফলে চাকরি বাতিল হয়েছে 25 হাজার 753 জনের। তারপরেই শুরু হয়েছে বিতর্ক। যদিও প্রত্যেকেই বেতন পেলেন চলতি মাসের ৷

Etv Bharat
এপ্রিলের বেতন পেলেন সদ্য চাকরিহারারা

By ETV Bharat Bangla Team

Published : Apr 30, 2024, 8:03 PM IST

কলকাতা, 30 এপ্রিল: বেতন পেলেন সদ্য চাকরিহারা যোগ্য শিক্ষকরা। এপ্রিল মাসের বেতন মাসের শেষে পেলেন 25 হাজার 753 জন। কিছুটা স্বস্তি হলেও এখনও অস্বস্তিতেই সদ্য চাকরি হারানোরা। কারণ, এই মাসের বেতন পেলেও আগামী মাসে কী হবে, তা এখনও সুনিশ্চিত নয়। সকলেই তাকিয়ে আছে সোমবার সুপ্রিম কোর্টের শুনানির দিকে। সেখানে এসএসসি যোগ্য প্রার্থীদের চিনিয়ে দেয় কি না, তাই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।

কলকাতা হাইকোর্টের নির্দেশের ফলে চাকরি বাতিল হয়েছে প্রায় 26 হাজার জনের। তারপরেই শুরু হয়েছে বিতর্ক। তার কারণ, এই 25 হাজার 753 জনের মধ্যে প্রায় 19 হাজার জন এমনও রয়েছেন, যারা যোগ্য প্রার্থী। অপরদিকে প্রায় 5 হাজার জনের কাছাকাছি প্রার্থী অযোগ্য। কিন্তু, এই পাঁচ হাজার জনের জন্য কেন ভুগতে হবে 19 হাজার জনকে ? সেই প্রশ্ন তুলেই এবার সুপ্রিমকোর্টের দ্বারস্থ হয়েছেন চাকরিহারা যোগ্য প্রার্থীরা। কিন্তু সেখানে দাঁড়িয়ে প্রশ্ন উঠেছিল বেতন নিয়ে। যদিও শিক্ষা দফতর সূত্রের আগে জানা গিয়েছিল, এই মাসের বেতন পাবেন সকলে। ঠিক তেমনটাই হয়েছে ৷ এপ্রিলের পুরো মাসের বেতন চাকরিরত শিক্ষকদের দিয়েছে রাজ্য সরকার।

এই প্রেক্ষিতে সদ্য চাকরিহারা শিক্ষক আজহারউদ্দিন হালদার বলেন, "বেতন নিয়ে আমাদের কোনও সমস্যা নেই। এখন আমরা তাকিয়ে আছি সোমবারের দিকে। ওইদিন সুপ্রিম কোর্ট কী বলে সেটাই দেখার।" অপরটিকে আরও একজন চাকরিহারা শিক্ষক বৃন্দাবন ঘোষ বলেন, "এই মাসে আমরা সকলে চাকরি করেছি তাই বেতন পেয়েছি। আগামী মাসে কী হবে সেটা নির্ভর করছে সম্পূর্ণ সোমবারের ওপর। কমিশন সুপ্রিম কোর্টে জমা দিক যোগ্যদের তালিকা। তাদের কাছে যথাযথ তথ্য রয়েছে। সেই তথ্য তারা জমা দিলেই আমাদের চাকরিটা বেঁচে যাবে।"

ABOUT THE AUTHOR

...view details