ভোটারদের প্রভাবিত করছে রাজ্য পুলিশ (ইটিভি ভারত) মালদা, 7 মে: সকালে বাড়ি থেকে বেরিয়ে ভোট না-দিয়ে বুথে বুথে ঘুরে বেড়ালেন দক্ষিণ মালদার বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী ৷ যেখানে গিয়েছেন, সেখানেই বেআইনি কাজকর্মের অভিযোগ তুলেছেন তিনি ৷ প্রতিপক্ষ কোনও রাজনৈতিক দল নয়, মালদা শহরে তিনি ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তুলেছেন রাজ্যের পুলিশের বিরুদ্ধে ৷ তাঁর অভিযোগ পেয়ে শহরের একটি বুথে ছুটে আসেন কমিশন নিযুক্ত পুলিশ পর্যবেক্ষক ৷ সমস্ত অভিযোগ খতিয়ে দেখেন তিনি ৷
ইটিভি ভারতকে শ্রীরূপা বলেন, "ইংরেজবাজার পৌরসভার 26 ও 27 নম্বর ওয়ার্ডে একই ছবি আমার চোখে ধরা পড়েছে ৷ রাজ্য পুলিশের কনস্টেবলরা বুথের ভিতর ভোটারদের প্রভাবিত করছেন ৷ ভোটাদের সঙ্গে কথা বলছেন ৷ 26 নম্বর ওয়ার্ডের 91 নম্বর বুথে আমাদের মহিলা পোলিং এজেন্টকে ঢুকতে দেওয়া হয়নি ৷ আমি নিজে সেখানে গিয়ে সেটা দেখেছি ৷ রাজ্য পুলিশের পোশাক পরিহিত এক কনস্টবল ভোটারদের ঘিরে দাঁড়িয়ে রয়েছেন ৷ ভোটারদের সঙ্গে কথা বলে প্রভাবিত করছেন ৷
তিনি আরও বলেন, "সেখানে একটি প্লাস্টিক টাঙানো ছিল যাতে সহজে সেই ছবি ধরা না-পড়ে ৷ আমি যাওয়ার পর এসব বন্ধ করা হয়েছে ৷ প্লাস্টিক খুলে দেওয়া হয়েছে ৷ পরবর্তীতে পুলিশের উচ্চপদস্থ কর্তারা এসে ওই কনস্টেবলকে সেখানকার ডিউটি থেকে সরিয়ে দেন ৷ মালদা শহরের বিভূতিভূষণ হাইস্কুলে চারটি বুথ রয়েছে ৷ স্কুলের বাইরে ভোটারদের কোনও লাইন নেই, কোনও অশান্তিও নেই ৷ মানুষ নিজেদের ইচ্ছেমতো ভোট দিচ্ছিলেন ৷ এখানেও রাজ্য পুলিশের একদল কনস্টেবল ভোটারদের প্রভাবিত করছিলেন ৷ সেই কাজ পুলিশের নয় ৷"
শ্রীরূপের সংযোজন, "আমি প্রতিবাদ করলে তারা সেখান থেকে বেরিয়ে যায় ৷ আমি নির্বাচন কমিশনে এনিয়ে অভিযোগ জানিয়েছি ৷ পুলিশ পর্যবেক্ষক এখানে এসেছিলেন ৷ তিনি আমার অভিযোগ গ্রহণ করে পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন যে, রাজ্য পুলিশের কনস্টেবলদের যেন তাঁদের কাজের পরিধি বুঝিয়ে দেওয়া হয় ৷ তাঁরা বুথের বাইরে আইনশৃঙ্খলা রক্ষা করবেন ৷ কিন্তু তাঁরা বুথের ভিতরে ঢুকে ভোটারদের প্রভাবিত করতে পারেন না ৷"
আরও পড়ুন:
- ভোটের দিন মুর্শিদাবাদে 'সন্ত্রাস' ! ইভিএম খারাপ, একাধিক বোমাবাজির ঘটনায় কাঠগড়ায় তৃণমূল
- ভোটারদের প্রভাবিত করার অভিযোগ, বিজেপি প্রার্থীর সঙ্গে হাতাহাতি তৃণমূলের ব্লক সভাপতির
- ভোট দিলেন মোদি-শাহ, বুথের বাইরে অটোগ্রাফ প্রধানমন্ত্রীর