পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার জন্য শনি-রবিতে স্পেশাল ট্রেন

পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার জন্য শনি ও রবিবার মোট 44টি স্পেশাল ট্রেন চলাবে পূর্ব রেল ৷ প্রতিবেদনে বিস্তারিত জেনে নিন ট্রেনের রুটগুলি ৷

SPECIAL TRAIN ON PSC EXAM
পূর্ব রেলের ঘোষণা স্পেশাল ট্রেনের (ফাইল ছবি)

By ETV Bharat Bangla Team

Published : 4 hours ago

হাওড়া, 15 নভেম্বর:সপ্তাহান্তে হাওড়া বিভাগে স্পেশাল ট্রেন চালানোর ঘোষণা করল পূর্ব রেল। ওই দুই দিন পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার্থীদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে যাতে কোনও সমস্যা না-হয় তাই এমন ভাবনা ৷ চলতি সপ্তাহের শনি, রবিবার হাওড়া বিভাগে স্পেশাল লোকাল ট্রেনে চালানোর বিজ্ঞপ্তিতে দিয়েছে পূর্ব রেল।

পূর্ব রেল সূত্রে খবর, শনি ও রবিবার মিলে মোট 44টি স্পেশাল ট্রেন চালানো হবে। তার মধ্যে শনিবার চলবে 12টি স্পেশাল ট্রেন ও রবিবার চলবে 32টি। আগামিকাল ও রবিবার পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা রয়েছে। ওই দু'দিন পরীক্ষার্থীদের কথা ভেবে এই স্পেশাল লোকাল ট্রেনগুলি চলবে বলে জানিয়েছে পূর্ব রেল ৷ মূলত হাওড়া-বর্ধমান মেন এবং কর্ড লাইনে এই স্পেশাল ট্রেন চলবে। এই লোকাল ট্রেনগুলি যাত্রাপথে প্রতিটি স্টেশনেই থামবে। পূর্ব রেলের একটি জারি করা বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার একথা জানানো হয়েছে।

হাওড়া থেকে বর্ধমান ভায়া (ডানকুনি/ব্যান্ডেল) স্পেশাল ট্রেন-

  • শনিবার হাওড়া-বর্ধমান (কর্ড) স্পেশাল ট্রেন ভায়া ডানকুনি হাওড়া থেকে ছাড়বে দুপুর 01.32 মিনিটে। ডানকুনিতে সেই ট্রেন ঢুকবে 01.54 মিনিটে। বর্ধমানে সেই ট্রেন ঢুকবে বিকেল 03.45 মিনিটে।
  • হাওড়া-বর্ধমান (মেন) আরও একটি স্পেশাল ট্রেন ভায়া ব্যান্ডেল হাওড়া থেকে ব্যান্ডেলের উদ্দেশে ছাড়বে বিকেল 3.40 মিনিটে ৷ ব্যান্ডেলে ঢুকবে বিকেল 04.35 মিনিটে। বর্ধমানে পৌঁছবে সেই ট্রেন বিকেল 05.55 মিনিটে।

বর্ধমান থেকে হাওড়া ভায়া (ডানকুনি/ব্যান্ডেল) স্পেশাল ট্রেন-

  • আরও একটি হাওড়া থেকে ট্রেন ছাড়বে সেদিন সন্ধে 06.57 মিনিটে, ভায়া ডানকুনি ৷ সেই ট্রেনটি ডানকুনিতে ঢুকবে সন্ধে 07.19 মিনিটে। এরপর বর্ধমানে ঢুকবে রাত 9.15 মিনিটে।
  • পরের দিন আবার বর্ধমান থেকে ভায়া ডানকুনি একটি স্পেশাল ট্রেন ছাড়বে ভোর 05.40 মিনিটে। সেই ট্রেন ডানকুনিতে ঢুকবে 6.29 মিনিটে। হাওড়ায় ঢুকবে সকাল 07.10 মিনিটে।
  • আরও একটি ভায়া ডানকুনি স্পেশাল বর্ধমান থেকে ছাড়বে সকাল 06.50 মিনিটে। ডানকুনিতে ঢুকবে 07.31 মিনিটে। হাওড়ায় ঢুকবে সকাল 08.15 মিনিটে।
  • বর্ধমান-হাওড়া ভায়া ব্যান্ডেল ট্রেনটি 05.42 মিনিটে বর্ধমান থেকে ছাড়বে। 07.10 মিনিটে ব্যান্ডেলে ঢুকবে। 08.08 মিনিটে ঢুকবে হাওড়ায়।

16 নভেম্বর অর্থাৎ শনিবার যে সকল রুটে চলবে স্পেশাল লোকাল ট্রেন-

হাওড়া-মেমারি-হাওড়া: এই রুটে স্পেশাল ট্রেনটি আপ লাইনে প্রথম ছাড়বে সকাল 07.50 ও শেষ ট্রেনটি ছাড়বে সন্ধে 07.10 মিনিটে। আবার উল্টোদিকে মেমারি থেকে স্পেশাল ট্রেনটি প্রথম ছাড়বে সকাল 05.15 মিনিটে ও শেষ ট্রেনটি ছাড়বে বিকেল 03.40 মিনিটে।

ব্যান্ডেল-মেমারি-হাওড়া: এই রুটে স্পেশাল ট্রেনটি আপ লাইনে প্রথম ছাড়বে সকাল 07.50 ও শেষ ট্রেনটি ছাড়বে সন্ধে 07.10 মিনিটে। আবার উল্টোদিকে মেমারি থেকে স্পেশাল ট্রেনটি প্রথম ছাড়বে সকাল 05.15 ও শেষ ট্রেনটি ছাড়বে বিকেল 03.40 মিনিটে।

ব্যান্ডেল-মেমারি-ব্যান্ডেল: এই রুটে স্পেশাল ট্রেনটি ব্যান্ডেল থেকে ছাড়ার সময় ভোর 04.20 মিনিটে। মেমারি থেকে ট্রেনটি ছাড়বে রাত 09.26 মিনিটে ৷

17 নভেম্বর, রবিবার যে সকল রুটে চলবে স্পেশাল লোকাল ট্রেন-

হাওড়া-বর্ধমান-হাওড়া:এই রুটে স্পেশাল ট্রেনটি হাওড়া থেকে প্রথম ছাড়বে দুপুর 01.32 মিনিটে। শেষ ট্রেনটি ছাড়বে বিকেল 3.40 মিনিটে। অন্য়দিকে, বর্ধমান থেকে প্রথম ট্রেনটি ছাড়বে সকাল 05.04 মিনিটে। শেষ ট্রেনটি ছাড়বে সকাল 05.42 মিনিটে।

হাওড়া-ব্যান্ডেল-হাওড়া: এই রুটে স্পেশাল ট্রেনটি হাওড়া থেকে প্রথম ছাড়বে সকাল 08.45 মিনিটে। শেষ ট্রেনটি ছাড়বে সকাল 10.30 মিনিটে। অন্য়দিকে, ব্যান্ডেল থেকে প্রথম ট্রেনটি ছাড়বে সকাল 05.40 মিনিটে। শেষ ট্রেনটি ছাড়বে সকাল 10.30 মিনিটে।

হাওড়া-মেমারি-হাওড়া: এই রুটে স্পেশাল ট্রেনটি আপ লাইনে প্রথম ছাড়বে সকাল 07.50 ও শেষ ট্রেনটি ছাড়বে সন্ধে 07.10 মিনিটে। আবার উল্টোদিকে মেমারি থেকে স্পেশাল ট্রেনটি প্রথম ছাড়বে সকাল 05.15 ও শেষ ট্রেনটি ছাড়বে বিকেল 03.40 মিনিটে।

ব্যান্ডেল-মেমারি-ব্যান্ডেল: এই রুটে স্পেশাল ট্রেনটি আপ লাইনে প্রথম ছাড়বে ব্যান্ডেল থেকে ভোর 04.20 মিনিটে । মেমারি থেকে ট্রেন ছাড়বে রাত 09.26 মিনিটে।

হাওড়া-শ্রীরামপুর-হাওড়া: এই রুটে হাওড়া থেকে ট্রেনটি ছাড়বে সকাল 07.45 মিনিটে। শ্রীরামপুর থেকে ট্রেনটি ছাড়বে সকাল 08.40 মিনিটে।

হাওড়া-শেওড়াফুলি-হাওড়া: এই রুটে হাওড়া থেকে প্রথম ট্রেনটি ছাড়বে সকাল 07.30 মিনিটে। শেষ ট্রেন ছাড়বে সকাল 10.25 মিনিটে। শেওড়াফুলি থেকে প্রথম ট্রেনটি ছাড়বে সকাল 08.20 মিনিটে। শেষ ট্রেনটি ছাড়বে সকাল 11.25 মিনিটে।

হাওড়া-বারুইপাড়া-হাওড়া: হাওড়া থেকে ট্রেনটি ছাড়বে 09.40 মিনিটে। বারুইপাড়া থেকে ট্রেনটি ছাড়বে সকাল 11.05 মিনিটে।

ABOUT THE AUTHOR

...view details