ETV Bharat / state

বইমেলার সূত্রপাত জার্মানিতে, ফ্রাঙ্কফুর্টের ঝলক এবার তিলোত্তমায়

পৃথিবীর ইতিহাসে প্রথম সংগঠিত বইমেলা হয়েছিল জার্মানির ফ্রাঙ্কফুর্ট শহরে। এবার আন্তর্জাতিক কলকাতা বইমেলার থ্রিম কান্ট্রি অলিভার কানের দেশ।

KOLKATA BOOK FAIR
বইমেলার থিম কান্ট্রি ঘোষণা গিল্ডের (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : 2 hours ago

কলকাতা, 15 নভেম্বর: 48তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার থিম কান্ট্রি কী ? দিন প্রকাশের পর এই প্রশ্নের উত্তরের আশায় ছিলেন বইপ্রেমীরা। শুক্রবার তার উত্তর দিল পাবলিশার্স এবং বুকসেলার্স গিল্ড। এদিন আনুষ্ঠানিকভাবে 2025 সালের বইমেলা ঘোষণা করা হয় গিল্ডের তরফে। সেখানে বলা হয় এ বছর বইমেলার থিম কান্ট্রি জার্মানি। ফোকাল থিম কান্ট্রি হিসেবে তারা অংশ নিচ্ছে।

বইমেলা কী কী হবে?
কলকাতা বইমেলার ইতিহাসে এই প্রথম জার্মানিকে থিমকান্ট্রি । আগামী বছরের 28 জানুয়ারি থেকে শুরু হচ্ছে বইমেলা। শেষ হবে 9 ফেব্রুয়ারি। 12 দিন ধরে চলবে বইয়ের উৎসব। বইমেলা প্রাঙ্গন অর্থাৎ করুণাময়ীর নির্দিষ্ট মেলা প্রাঙ্গণেই হবে বইমেলা। প্রতিবারে ন্যায় এবারও উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পৃথিবীর ইতিহাসে 1949 সালে প্রথম জার্মানির ফ্রাঙ্কফুর্টে সংগঠিত বইমেলা হয়। এবার সেই দেশই বইমেলার থিম কান্ট্রি। সেদিক থেকে এবারের বইমেলা অবশ্যই সবিশেষ তাৎপর্যপূর্ণ।

ন্তর্জাতিক কলকাতা বইমেলার থ্রিম কান্ট্রি জার্মানি (ইটিভি ভারত)

এই বছর আন্তর্জাতিক কলকাতা বইমেলায় স্টলের আবেদনের সংখ্যা গতবারের তুলনায় বেড়েছে বলেও জানিয়েছে গিল্ড। আবেদন এসেছিল প্রায় 1300টি স্টলের। তবে তা দেওয়া সম্ভব হয়নি। ফলে গতবারের মতো এবারও স্টল থাকছে 1050টি। তবে এই বছর থিম কান্ট্রি জার্মানি। কারণ,
1976 সালে কলকাতা বইমেলা আয়োজনের প্রথম চিন্তাভাবনা এসেছিল জার্মানির ফ্র্যাঙ্কফুট বইমেলা থেকেই। পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের প্রতিষ্ঠাতা সদস্যরা নিয়মিত যেতেন সেই ফ্র্যাঙ্কফুর্ট বইমেলায়।

বাংলাদেশ-সংশয়

রাজনৈতিক অস্থিরতার কারণে বাংলাদেশ এবারের মেলায় অংশ নেবে কি না, সেটাই সবথেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এ বিষয়ে পাবলিশার্স এন্ড বুক সেলার্স গিল্ডের সম্পাদক সুধাংশু শেখর দে বলেন, "আমরা কিছু বলব না ৷ সরকারি নির্দেশিকা মেনে তাঁরা (বাংলাদেশের প্রকাশকরা) যা ভালো মনে করেন সেটা করতে পারেন।" প্রতি বছর বাইরের যে সমস্ত দেশ কলকাতা বইমেলায় অংশ নিয়ে থাকে তার মধ্যে অন্যতম বাংলাদেশ। পাঠকদের ভিড় চোখে পড়ে বাংলাদেশ প্যাভিলিয়নে। শুধু তাই নয়, বাংলাদেশের একাধিক জনপ্রিয় লেখকও বইমেলায় অংশ নেন। এপার বাংলায় থাকা তাঁদের পাঠকদের সঙ্গে মিলিত হন। এবার সেসব কিছু হয় কিনা সেটাই এখন দেখার।

কলকাতা, 15 নভেম্বর: 48তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার থিম কান্ট্রি কী ? দিন প্রকাশের পর এই প্রশ্নের উত্তরের আশায় ছিলেন বইপ্রেমীরা। শুক্রবার তার উত্তর দিল পাবলিশার্স এবং বুকসেলার্স গিল্ড। এদিন আনুষ্ঠানিকভাবে 2025 সালের বইমেলা ঘোষণা করা হয় গিল্ডের তরফে। সেখানে বলা হয় এ বছর বইমেলার থিম কান্ট্রি জার্মানি। ফোকাল থিম কান্ট্রি হিসেবে তারা অংশ নিচ্ছে।

বইমেলা কী কী হবে?
কলকাতা বইমেলার ইতিহাসে এই প্রথম জার্মানিকে থিমকান্ট্রি । আগামী বছরের 28 জানুয়ারি থেকে শুরু হচ্ছে বইমেলা। শেষ হবে 9 ফেব্রুয়ারি। 12 দিন ধরে চলবে বইয়ের উৎসব। বইমেলা প্রাঙ্গন অর্থাৎ করুণাময়ীর নির্দিষ্ট মেলা প্রাঙ্গণেই হবে বইমেলা। প্রতিবারে ন্যায় এবারও উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পৃথিবীর ইতিহাসে 1949 সালে প্রথম জার্মানির ফ্রাঙ্কফুর্টে সংগঠিত বইমেলা হয়। এবার সেই দেশই বইমেলার থিম কান্ট্রি। সেদিক থেকে এবারের বইমেলা অবশ্যই সবিশেষ তাৎপর্যপূর্ণ।

ন্তর্জাতিক কলকাতা বইমেলার থ্রিম কান্ট্রি জার্মানি (ইটিভি ভারত)

এই বছর আন্তর্জাতিক কলকাতা বইমেলায় স্টলের আবেদনের সংখ্যা গতবারের তুলনায় বেড়েছে বলেও জানিয়েছে গিল্ড। আবেদন এসেছিল প্রায় 1300টি স্টলের। তবে তা দেওয়া সম্ভব হয়নি। ফলে গতবারের মতো এবারও স্টল থাকছে 1050টি। তবে এই বছর থিম কান্ট্রি জার্মানি। কারণ,
1976 সালে কলকাতা বইমেলা আয়োজনের প্রথম চিন্তাভাবনা এসেছিল জার্মানির ফ্র্যাঙ্কফুট বইমেলা থেকেই। পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের প্রতিষ্ঠাতা সদস্যরা নিয়মিত যেতেন সেই ফ্র্যাঙ্কফুর্ট বইমেলায়।

বাংলাদেশ-সংশয়

রাজনৈতিক অস্থিরতার কারণে বাংলাদেশ এবারের মেলায় অংশ নেবে কি না, সেটাই সবথেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এ বিষয়ে পাবলিশার্স এন্ড বুক সেলার্স গিল্ডের সম্পাদক সুধাংশু শেখর দে বলেন, "আমরা কিছু বলব না ৷ সরকারি নির্দেশিকা মেনে তাঁরা (বাংলাদেশের প্রকাশকরা) যা ভালো মনে করেন সেটা করতে পারেন।" প্রতি বছর বাইরের যে সমস্ত দেশ কলকাতা বইমেলায় অংশ নিয়ে থাকে তার মধ্যে অন্যতম বাংলাদেশ। পাঠকদের ভিড় চোখে পড়ে বাংলাদেশ প্যাভিলিয়নে। শুধু তাই নয়, বাংলাদেশের একাধিক জনপ্রিয় লেখকও বইমেলায় অংশ নেন। এপার বাংলায় থাকা তাঁদের পাঠকদের সঙ্গে মিলিত হন। এবার সেসব কিছু হয় কিনা সেটাই এখন দেখার।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.