পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পড়শি দেশের পরিস্থিতি ভয়াবহ ! কলকাতায় বাংলাদেশ দূতাবাসের সামনে বাড়ল নিরাপত্তা - Bangladesh Unrest

Bangladesh Deputy High Commission in Kolkata: উত্তাল বাংলাদেশ ! এবার কলকাতায় বাংলাদেশ দূতাবাসে বাড়ানো হল নিরাপত্তা ৷ হাই কমিশনের অফিসের সামনে কোনও ভাবে কোনও বিক্ষোভ না-হয়, সে বিষয়ে তৎপর রয়েছে পুলিশ-প্রশাসন ৷

Bangladesh Unrest
ভয়াবহ পড়শি দেশের পরিস্থিতি (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Aug 6, 2024, 10:36 PM IST

কলকাতা, 6 অগস্ট: সোমবার দুপুরে যখন প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে বোনকে নিয়ে নিরাপদ আশ্রয়ের জন্য উড়েছেন মুজিব কন্যা, তখন ঢাকায় গণভবনে দেদার লুটপাট চলছে ৷ হাসিনার প্রতি আন্দোলনকারীদের বিতৃষ্ণা ফুটে উঠেছে এই ঘটনায় ৷ ওপর বাংলার অস্থিরতার প্রভাব পড়েছে এপার বাংলাতেও ৷ পড়শি দেশের ঘটনায় কলকাতায় বাংলাদেশ দূতাবাসে বাড়ানো হয়েছে নিরাপত্তা।

সেনা শাসনের 24 ঘণ্টা কেটে গেলেও এখনও ছাত্র বিক্ষোভের উত্তাপ কমেনি ৷ বহু মানুষের প্রাণহানী হয়েছে ৷ আহত হাজার হাজার মানুষ । বাংলাদেশে কবে এবং কোন পথে শান্তি আসবে, সেদিকে এখন চেয়ে রয়েছেন সবাই ৷ মার্কিন যুক্তরাষ্ট্রে এক শহরের বাংলাদেশ দূতাবাসে হামলা চালায় ওখানকার বাংলাদেশীরা ৷ এদিকে কলকাতায় পার্ক সার্কাস ও নিউটাউনের বাংলাদেশের ডেপুটি হাই কমিশনে বাড়ানো হল নিরাপত্তা ৷

কলকাতায় বাংলাদেশের দূতাবাস (ইটিভি ভারত)

বাংলাদেশের দূতাবাসের কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট পদমর্যাদার আধিকারিকরা মোতায়েন রয়েছেন দিনের অধিকাংশ সময় । এছাড়াও, প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। অন্যান্য দিনে যত সংখক পুলিশকর্মীরা থাকেন, তার চেয়ে অনেক বেশি সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে সেখানে ৷ এছাড়াও, থানার থেকে বারবার এলাকায় টহলদারি চালানো হচ্ছে । বাংলাদেশ হাই কমিশনের অফিসের সামনে যাতে কোনও ভাবে কোনও বিক্ষোভ না-হয়, সে বিষয়ে তৎপর রয়েছে পুলিশ-প্রশাসন ৷

হাসিনা দেশ ছাড়লেও, পরিস্থিতি স্বাভাবিক হয়নি বাংলাদেশের ৷ সেনার হাতে বাংলাদেশের ক্ষমতা চলে গেলেও, সন্ত্রাস নিয়ন্ত্রণে আসেনি ৷ বরং, তা কয়েকগুণ বেড়েছে ৷ ক্রমশ খারাপের দিকে যাচ্ছে বাংলাদেশের পরিস্থিতি ৷ এবার জীবন্ত পুড়িয়ে মারার ঘটনাও সামনে এসেছে উত্তপ্ত বাংলাদেশে ৷

ABOUT THE AUTHOR

...view details