পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

'ভরত' গ্রামে 150 বছরের রাম মন্দিরে বিশেষ পুজোর আয়োজন - ভরতচকে রামের বিশেষ পুজো

150 Years Old Ram Mandir at Bharat Village: আসানসোলের ভরতচক গ্রামে রামের বিশেষ পুজো ৷ 150 বছরের পুরনো রাম মন্দিরে এই বিশেষ পুজো আয়োজন করা হয় আজ ৷ অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন ও রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে এই বিশেষ পুজোর আয়োজন করা হয় ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Jan 23, 2024, 6:44 AM IST

অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিনে ভরতচক গ্রামে বিশেষ পুজো

আসানসোল, 22 জানুয়ারি: অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন এবং রামলালার প্রাণ প্রতিষ্ঠা হল ৷ ঠিক একই সময়ে আসানসোলের ভরতচক গ্রামে প্রাচীন 150 বছরের রাম মন্দিরেও বিশেষ পুজোর আয়োজন করা হল ৷ ব্রিটিশ আমলের এই মন্দিরে নিত্যদিন পুজো হয়ে আসছে রামের ৷ পুজোর পাশাপাশি হোম যজ্ঞের আয়োজন করা হয় ৷ আজকের এই বিশেষ দিনের পুজো উপলক্ষে মেতে উঠেছেন গ্রামবাসীরা ৷ পুজো শেষে পুরো গ্রামের বাসিন্দারা একসঙ্গে ভোগ খান মন্দির প্রাঙ্গণে ৷

গ্রামের নাম ভরতচক ৷ গ্রামের নামেই রামচন্দ্রের একটি সম্পর্ক পাওয়া যায় ৷ সেখানকার প্রবীণরা জানাচ্ছেন, যেভাবে রামের পাদুকা নিয়ে গিয়ে ভরত, তাঁর দাদার সেবা করেছিলেন ৷ সেভাবেই এই গ্রামের মানুষেরা রামের সেবা করে চলেছেন ৷ সেই কারণেই এই গ্রামের নাম একদা ভরতচক হয়েছিল ৷ এই গ্রামে প্রায় দেড়শো বছরের পুরনো রামচন্দ্রে পুজোর প্রচলন রয়েছে ৷ কীভাবে এই পুজো শুরু হয়েছিল ? এর উত্তর বর্তমান প্রজন্মের কেউ জানেন না ৷ তবে, গ্রামবাসীদের কথায়, "বাপ ঠাকুরদার আমল থেকে এই পুজো দেখে আসছি আমরা ৷ সেই কারণেই এই পুজো আমরা চালিয়ে আসছি ৷"

সোমবার যখন রাম মন্দিরের উদ্বোধন হচ্ছে, তখন ভরতচক গ্রামের রাম মন্দিরও সেজে উঠেছে গেরুয়া পতাকায় ৷ সেখানে বিশেষ পুজো এবং হোম যজ্ঞের আয়োজন করা হয়েছিল ৷ তবে, এই মন্দিরে শ্রী রাম, মা সীতা, লক্ষ্মণ এবং হনুমানের কোনও পূর্ণাঙ্গ মূর্তি নেই ৷ এখানকার রাম মন্দিরে পূজিত হন খড় এবং বাঁশের কাঠামোর রাম, সীতা, লক্ষ্মণ, হনুমান এবং জাম্বুবান ৷

গ্রামবাসী অমিত কুমার গড়াই বলেন, "মাঘী পূর্ণিমায় আমাদের এই রাম পুজো হয় ধুমধাম করে ৷ সরস্বতীর পুজোর পর সিজানো অনুষ্ঠানের পরেরদিন মূর্তি গড়ার কাজ শুরু হয় ভরতচক গ্রামে ৷ আট দিন ধরে এখানে পুজো হয় ৷ পুজোর পর প্রতিমা ভাসান দেওয়া হয় ৷ পরবর্তীকালে সেই ভাসান দেওয়া প্রতিমার খড় ও বাঁশের কাঠামো পুকুর থেকে তুলে নিয়ে এসে পুনরায় মন্দিরে রাখা হয় ৷ প্রতিদিন সেই খড় এবং বাঁশের কাঠামোর রামচন্দ্র, সীতা, লক্ষ্মণ, হনুমান এবং জাম্বুবানকে পুজো করা হয় ৷" এই মূর্তির সঙ্গে মুনি বশিষ্টকেও দেখা যায় বলে জানিয়েছেন অমিত গড়াই ৷

আরও পড়ুন:

  1. কয়েকশো বছরের প্রতীক্ষা-ধৈর্য-ত্যাগের পর আজ আমাদের রাম এসেছেন, বললেন প্রধানমন্ত্রী মোদি
  2. রামরাজ্যে ফিরলেন মর্যাদা পুরুষোত্তম, রামলালার প্রাণ প্রতিষ্ঠা প্রধানমন্ত্রীর
  3. রামলালার প্রাণ প্রতিষ্ঠার সাক্ষী থাকতে অযোধ্যায় কুম্বলে-সাইনা-মিতালি

ABOUT THE AUTHOR

...view details