হাওড়া, 15 মার্চ:যেকোনও বড় উৎসবে সাধারণত বিশেষ ট্রেনের ব্যবস্থা করে ভারতীয় রেল ৷ যার মধ্যে হোলি হল একটি বিশেষ উৎসব ৷ প্রতিবারই হোলিতে বিশেষ ট্রেন চালায় দক্ষিণ-পূর্ব রেলওয়ে ৷ টানা ছুটি পড়লে ভ্রমণবিলাসী বাঙালির মধ্যে ঘুরতে যাওয়ার প্রবণতা বাড়ে ৷ ফলে এই সময়ে রেলের উপর চাপও বাড়ে ৷ যাত্রী সাধারণের চাপ কমাতেই বেশ কিছু দূরপাল্লার রুটে হোলি স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ-পূর্ব রেল।
দক্ষিণ-পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে:-
- 1. রাঁচি-গোরক্ষপুর স্পেশাল ট্রেন
08821 রাঁচি-গোরক্ষপুর হোলি স্পেশাল ট্রেন ৷ যেটি রাঁচি থেকে 22 মার্চ রাত্রি 9টা 45 মিনিটে যাত্রা শুরু করবে । 23 মার্চ বিকেল 4টে নাগাদ গোরক্ষপুর পৌঁছবে ৷ - 08822 গোরক্ষপুর-রাঁচি হোলি স্পেশাল ট্রেন 24 মার্চ গোরক্ষপুর থেকে ভোর 5টা নাগাদ ছাড়বে । ট্রেনটি এদিন রাতেই রাঁচি পৌঁছবে । যাত্রাপথে মুড়ি ও বোকারো স্টিল সিটি স্টেশনে দাঁড়াবে ।
2. শালিমার–দ্বারভাঙা–শালিমার হোলি স্পেশাল :
- 08825 শালিমার–দ্বারভাঙা হোলি স্পেশাল ট্রেনটি 23 মার্চ শালিমার রাত 9টা 55 মিনিটে ছাড়বে । ট্রেনটি 24 মার্চ সকাল 10টা নাগাদ দ্বারভাঙা পৌঁছবে ।
- 08826 দ্বারভাঙা-শালিমার হোলি স্পেশাল ট্রেন দ্বারভাঙা থেকে 24 মার্চ সন্ধ্যা 6টা নাগাদ ছাড়বে । ট্রেনটি 25 মার্চ সকাল 5টা 45 মিনিটে শালিমার পৌঁছবে ৷
3. টাটানগর–সাহারসা–টাটানগর হোলি স্পেশাল:
- 08819 টাটানগর-সাহারসা হোলি স্পেশাল টাটানগর থেকে 23 মার্চ দুপুর 1টা 20 মিনিটে ছাড়বে । ট্রেনটি 24 মার্চ ভোর 3টা নাগাদ সাহারসা পৌঁছবে ৷
- 08820 সাহারসা–টাটানগর হোলি স্পেশাল সাহারসা থেকে 24 মার্চ ভোর 6টা নাগাদ ছাড়বে । ওদিনই ট্রেনটি রাত্রি 8টা 45 মিনিটে টাটানগর পৌঁছবে। ট্রেনটি যাত্রাপথে কাঁন্দ্রা, চান্ডিল, পুরুলিয়া, আনারা, জয়চণ্ডী পাহাড় ও বার্নপুর স্টেশনে দাঁড়াবে ।
4. সাঁতরাগাছি-এমজিআর চেন্নাই সেন্ট্রাল–সাঁতরাগাছি হোলি স্পেশাল:
- 08836 সাঁতরাগাছি-এমজিআর চেন্নাই সেন্ট্রাল হোলি স্পেশাল 23 মার্চ সাঁতরাগাছি থেকে সন্ধ্যে 6টায় ছাড়বে ৷
- 08837 এমজিআর চেন্নাই সেন্ট্রাল-সাঁতরাগাছি হোলি স্পেশাল ট্রেন এমজিআর চেন্নাই সেন্ট্রাল স্টেশন থেকে 25 মার্চ সকাল 10টা 45 মিনিটে ছাড়বে । ট্রেনটি পরের দিন দুপুর 1টা 10মিনিটে সাঁতরাগাছি পৌঁছাবে। ট্রেনটি খড়গপুর, বালেশ্বর স্টেশনে দাঁড়াবে।
5.রাঁচি–জয়নগর–রাঁচি হোলি স্পেশাল:
- 08838রাঁচি–জয়নগর হোলি স্পেশাল ট্রেনটি 23 মার্চ রাঁচি থেকে রাত 11টা 55 মিনিটে ছেড়ে পরের দিন বিকাল 4টে 30 মিনিটে জয়নগর পৌঁছবে।
- 08839 জয়নগর–রাঁচি হোলি স্পেশাল জয়নগর থেকে 24 মার্চ রাত 11টা 50 মিনিটে ছাড়বে ৷ ট্রেনটি পরের দিন বিকাল 4টা 45 মিনিটে রাঁচি পৌঁছবে । ট্রেনটি মুরি এবং বোকারো স্টিল সিটি স্টেশনে দাঁড়াবে।
6. সাঁতরাগাছি–হুব্বাল্লী– সাঁতরাগাছি হোলি স্পেশাল:
- 08840 সাঁতরাগাছি–হুব্বাল্লী হোলি স্পেশাল ট্রেন সাঁতরাগাছি থেকে 27 মার্চ সন্ধ্যা 6টা নাগাদ ছাড়বে । 29মার্চ সকাল 8টা নাগাদ ট্রেনটি হুব্বাল্লী পৌঁছবে।
- 08841 হুব্বাল্লী–সাঁতরাগাছি হোলি স্পেশাল ট্রেন 30 মার্চ হুব্বাল্লী থেকে রাত্রি 10টা 30 মিনিটে ছাড়বে ৷ 1 এপ্রিল বিকাল 4টা 20 মিনিটে সাঁতরাগাছি পৌঁছবে। খড়গপুর, টাটানগর, চক্রধরপুর, রৌরকেলা এবং ঝাড়সুগুদা স্টেশনে দাঁড়াবে।
7. হাওড়া–মুম্বই সেন্ট্রাল–হাওড়া হোলি স্পেশাল :
- 08843 হাওড়া–মুম্বই সেন্ট্রাল হোলি স্পেশাল হাওড়া থেকে 25 মার্চ ভোর 3টা নাগাদ ছাড়বে । পরদিন ট্রেনটি মুম্বই সেন্ট্রাল পৌঁছবে বিকেল 5টা 30 মিনিটে ।
- 08844 মুম্বই সেন্ট্রাল–হাওড়া হোলি স্পেশাল মুম্বই সেন্ট্রাল থেকে সকাল 10টা 35 মিনিটে ছাড়বে । পরের দিন রাত্রি 8টা 5 মিনিটে হাওড়া পৌঁছবে।
খড়্গপুর, টাটানগর, চক্রধরপুর, রৌরকেলা ও ঝাড়সুগুদা স্টেশনে ট্রেনটি দাঁড়াবে।