উচ্চমাধ্যমিকে মেধাতালিকায় চুঁচুড়ার যমজ বোন স্নেহা-সোহা ৷ (ইটিভি ভারত) চুঁচুড়া, 8 মে: উচ্চমাধ্যমিকে মেয়েদের মধ্যে যুগ্মভাবে প্রথম হয়েছেন হুগলির চুঁচুড়ার স্নেহা ঘোষ ৷ তাঁর প্রাপ্ত নম্বর 493 ৷ তবে, স্নেহা একা নয় ৷ তাঁর যমজ বোনও রয়েছে ৷ নাম সোহা ঘোষ ৷ স্নেহা মাত্র এক মিনিটের ছোট সোহার থেকে ৷ সোহাও উচ্চমাধ্যমিকের মেধাতালিকায় জায়গা পেয়েছেন ৷ 487 নম্বর পেয়ে দশম স্থান অধিকার করেছেন সোহা ৷
দুই বোনই ছোট থেকে পড়াশোনায় ভালো ৷ হুগলির চুঁচুড়ার গড়বাটির ষষ্ঠীতলার বাসিন্দা দুই মেয়ে উচ্চমাধ্যমিকের মেধাতালিকায় জায়গা করে নেওয়ায় উচ্ছ্বাস পরিবারে ৷ বিশেষত, বাড়ির ছোট মেয়ে স্নেহা মেয়েদের মধ্যে রাজ্যে যুগ্মভাবে প্রথম হওয়ায় খুশি সকলে ৷ স্নেহা জানিয়েছেন, ভবিষ্যতে তিনি অর্থনীতি নিয়ে পড়াশোনা করতে চান ৷ চন্দননগর কৃষ্ণভাবিনি স্কুলের ছাত্রী স্নেহা ও সোহা ছোট থেকেই একসঙ্গে বড় হয়েছেন ৷
বয়সের ব্যবধান মাত্র এক মিনিটের হওয়ায়, দু’জনের মধ্যে বোঝাপড়াটাও হয়তো ততটাই গভীর ৷ পড়াশোনা থেকে ব্যক্তিগত জীবন দু’জনে একে অপরের শক্তি স্নেহা এবং সোহা ৷ তাঁরা জানালেন, দু’জনেরই পছন্দের বিষয় অর্থনীতি ৷ তাই আগামী দিনে অর্থনীতি নিয়ে পড়াশোনা করতে চান তাঁরা ৷ তবে, বড় বোন সোহার কথায়, স্নেহা অংকে খুব ভালো ৷ সেক্ষেত্রে স্নেহার থেকে অংকে সবসময় সাহায্য পেতেন ৷ অন্যদিকে, স্নেহা পড়াশোনার সময় মাঝে মধ্যেই সামান্য ভুলচুক করে ফেলতেন ৷ যেগুলি আবার সোহা দায়িত্ব নিয়ে শুধরে দেন ৷
উচ্চমাধ্য়মিকে মেয়েদের মধ্যে প্রথম হওয়ার আনন্দ যেমন রয়েছে, তেমনি আজ মনের এক কোণে চাপা কষ্টও জমে আছে স্নেহার ৷ তবে, শুধু স্নেহা নন ৷ তাঁর আরেক বোন সোহারও ৷ কারণ, দু’বছর আগে যখন মাধ্যমিকের ফলপ্রকাশ হয়েছিল, তখন তাঁদের ঠাকুমার ইচ্ছে ছিল দুই নাতনির নাম মেধাতালিকায় শুনতে পাবেন ৷ সারাদিন টিভি চালিয়ে বসেছিলেন ৷ কিন্তু, সেই ইচ্ছেপূরণ হয়নি সেদিন ৷ আজ স্নেহা ও সোহার নাম টিভিতে ঘোষণা হয়েছে ৷ কিন্তু, তা শোনার জন্য জীবিত নেই তাঁদের ঠাকুমা ৷ তবে, তিনি আজ অবশ্যই দুই বোনকে আশীর্বাদ করছেন, এটাই বিশ্বাস স্নেহার ৷ এই পুরো কথাটি বলার সময় ক্যামেরার সামনেই কেঁদে ফেলেন স্নেহা ৷
স্নেহা ও সোহার বাবা সঞ্জীব ঘোষ কর্মসূত্রে ভিনরাজ্যে থাকেন ৷ গুজরাতে একটি বেসরকারি সংস্থায় কর্মরত তিনি ৷ মা অপর্ণা ঘোষ গৃহবধূ ৷ মেয়েদের সাফল্যে খুশি সঞ্জীববাবু এবং অপর্ণা দেবী ৷ মেয়েদের নামে মেধাতালিকায় এসেছে শুনে ভিডিয়ো কলে তাঁদের অভিনন্দন জানিয়েছেন সঞ্জীব ঘোষ ৷ আর মা অপর্ণার কথায়, মেয়েরা নিজেদের চেষ্টায় এই সাফল্য পেয়েছেন ৷ তাই দুই মেয়ের ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনায় তাঁরা বাবা-মা হিসেবে সবসময় পাশে থাকবেন ৷ স্নেহা ও সোহা যে বিষয় নিয়ে ভবিষ্য়তে পড়াশোনা করতে চান, তাতেই তাঁদের সম্মতি রয়েছে বলে জানান অপর্ণা ঘোষ ৷ উল্লেখ্য, স্নেহা ঘোষের পাশাপাশি, কোচবিহারের প্রতীচী রায় তালুকদার 493 নম্বর পেয়ে মেয়েদের মধ্যে উচ্চমাধ্যমিকে প্রথম হয়েছেন ৷
আরও পড়ুন:
- মাধ্যমিকে চতুর্থ অভীক উচ্চমাধ্যমিকে প্রথম
- উচ্চমাধ্যমিকের দ্বিতীয় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের সৌম্যদীপ