পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

হাসপাতালের অপারেশন থিয়েটারে বিষধর সাপ, রক্ষণাবেক্ষণ নিয়ে উঠল প্রশ্ন - Bolpur Super Speciality Hospital - BOLPUR SUPER SPECIALITY HOSPITAL

Bolpur Super Speciality Hospital: বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালের অপারেশন থিয়েটারে বিষধর সাপ । ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ৷ সাপটিকে উদ্ধার করেন হাসপাতালেরই একজন কর্মী ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Apr 19, 2024, 10:07 AM IST

বোলপুর, 18 এপ্রিল: বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালের অপারেশন থিয়েটারে বিষধর সাপ । ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ৷ সাপটিকে উদ্ধার করেন হাসপাতালেরই একজন কর্মী ৷

জানা গিয়েছে, হাসপাতালে খুবই ইঁদুরের উৎপাত ৷ আহারের সন্ধানেই হাসপাতালে বেড়েছে সাপের উপদ্রব । তবে এই নিয়ে ক্ষুব্ধ চিকিৎসকেরাও ৷ বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালের শল্যচিকিৎসক চন্দ্রনাথ অধিকারী বলেন, "খুবই ভয়াবহ ঘটনা । শুধুমাত্র চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের জন্য নয়, রোগীদের জন্যও ভয়ের ৷ ভাবুন তো গুরুত্বপূর্ণ অপারেশন করছি, সেই সময় পায়ের নীচে কেউটে বসে !" সেইসঙ্গে কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি বলেন, "মেনটেনেন্সের অভাব রয়েছে ৷ সমস্ত বিষয়টি হাসপাতালের সুপার, সিএমওএইচ-কে জানানো হয়েছে ।"

বোলপুর মহকুমা ছাড়াও বর্ধমান জেলার আউসগ্রাম, কেতুগ্রাম, মঙ্গলকোট প্রভৃতি এলাকার মানুষজন নির্ভর করেন বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালের উপর ৷ হাসপাতালের সমস্ত বিভাগ মিলিয়ে প্রায় 1000-এর কাছাকাছি শয্যা রয়েছে । এই রকম একটি গুরুত্বপূর্ণ হাসপাতালের অপারেশন থিয়েটার থেকে বিষধর সাপ উদ্ধার হওয়ার ঘটনায় স্বাভাবিকভাবে ভয়ের সঞ্চার হয়েছে এলাকাবাসীর মধ্যে ।

অপারেশন থিয়েটারের কোণে কুণ্ডলী পাকিয়ে বসে থাকতে দেখা যায় সাপটিকে ৷ এক স্বাস্থ্যকর্মী সাপটিকে কোন ক্রমে উদ্ধার করেন । জানা গিয়েছে, এর আগেও নাকি বেশ কয়েকবার হাসপাতাল থেকে সাপ উদ্ধার হয়েছে । ঘটনাচক্রে অনেক সময় রোগীর সংখ্যা বেশি হলে নীচেই বেড পেতে তাঁদের চিকিৎসা করা হয় ৷ সেক্ষেত্রে ভয় আরও বেশি ৷ তবে অপারেশন থিয়েটারে সাপ উদ্ধারে ক্ষুব্ধ চিকিৎসকেরা ৷ ক্ষুব্ধ রোগীরাও হাসপাতালের রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা।

আরও পড়ুন:

ABOUT THE AUTHOR

...view details