পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

গরিবের ব্যাংক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে প্রতারণা ! পুলিশের জালে আন্তর্জাতিক চক্রের 6 - FRAUD WITH RENTAL BANK ACCOUNT

সোশাল মিডিয়ার মাধ্যমে ও শেয়ার মার্কেটে বিনিয়োগের নামে প্রতারণা ৷ ভাড়ার ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে বিদেশে টাকা পাচার ৷

Fraud With Rental Bank Account
ব্যাংক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে প্রতারণার অভিযোগে গ্রেফতার 6 ৷ (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Oct 26, 2024, 6:14 PM IST

শিলিগুড়ি, 26 অক্টোবর: গরিব মানুষের অভাবকে সুযোগ হিসেবে ব্যবহার করছে সাইবার অপরাধীরা ! অভিযোগ, টাকার বিনিময়ে ব্যাংক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে চালানো হচ্ছিল আন্তর্জাতিক প্রতারণা চক্র ৷ আর এই আন্তর্জাতিক প্রতারণা চক্রের মাথা বসে রয়েছেন নেপালে ৷ সম্প্রতি এমনই ঘটনা উঠে এসেছে ৷ ব্যারাকপুর পুলিশ কমিশনারেট ও শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের যৌথ অভিযানে চক্রের 6 জনকে গ্রেফতার করা হয়েছে ৷

অভিযোগ উঠেছে, ফুলবাড়ি, জলপাইগুড়ি-সহ উত্তরবঙ্গের গ্রামীণ এলাকার গরিব মানুষদের প্রতারণা চক্র চালানোর মাধ্যম হিসেবে ব্যবহার করছে প্রতারকরা ৷ ব্যারাকপুর ও শিলিগুড়ি কমিশনারেটের তদন্তকারীদের মতে, গরিব মানুষের অভাবের সুযোগ নিয়ে, কিছু টাকার বিনিময় ব্যাংক অ্যাকাউন্ট খোলানো হচ্ছে ৷ এরপর সেই অ্যাকাউন্টের তথ্য নিজেদের কাছে রেখে দিচ্ছে প্রতারকরা ৷ এরপর সোশাল মিডিয়ায় শেয়ার বাজারের গ্রুপ খুলে প্রতারণার ফাঁদ পাতছে সাইবার অপরাধীরা ৷

আন্তর্জাতিক প্রতারণা চক্র চালানোর অভিযোগে ধৃত ৷ (নিজস্ব চিত্র)

পুলিশ সূত্রে খবর, ওই গ্রুপগুলিতে লোকজনকে সামিল করানো হয় ৷ এরপর ভালো শেয়ারের লোভ দেখিয়ে ভাড়া নেওয়া সেই সব ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে টাকা তোলা হতো ৷ আর সেই অ্যাকাউন্টগুলি থেকেই বিদেশের বিভিন্ন অ্যাকাউন্টে টাকা পাচার হয়ে যায় ৷ গত 25 সেপ্টেম্বর ব্যারাকপুর সাইবার ক্রাইম বিভাগে এমনই একটি অভিযোগ আসে ৷ এক ব্যবসায়ী তাঁর 5 কোটি 50 লক্ষ টাকার অনলাইন প্রতারণার অভিযোগ দায়ের করেন ৷

সাইবার ক্রাইম বিভাগ তদন্তে নেমে ব্যাংক অ্যাকাউন্ট থেকে শিলিগুড়ির ফুলবাড়ি এলাকার যোগ পায় ৷ স্বার্থে শিলিগুড়ি কমিশনারেটের সঙ্গে যোগাযোগ করেন তদন্তকারীরা ৷ সেখানে ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডারকে আটক করা হয় ৷ তাঁর থেকে সাইবার শাখার গোয়েন্দারা জানতে পারেন, টাকার বিনিময়ে গরিব মানুষদের নামে অ্যাকাউন্ট খোলা হতো ৷ আর সেগুলিকে টাকা নেওয়া ও বিদেশে পাচারের কাজে ব্যবহার করা হয় ৷

এরপর শিলিগুড়ি কমিশনারেটের আধিকারিকরা তদন্তে নেমে, শিলিগুড়ি সংলগ্ন ইস্টার্ন বাইপাস এলাকায় একটি ভাড়া বাড়ি সন্ধান পান ৷ জানা যায়, সেখান থেকেই চলত এই প্রতারণা চক্র ৷ কোটি কোটি টাকার প্রতারণা করত অভিযুক্তরা ৷ আশিঘর ফাঁড়ির পুলিশের সঙ্গে যৌথ অভিযানে ব্যারাকপুর কমিশনারেটের আধিকারিকরা 6 জনকে গ্রেফতার করে ৷ পুলিশ সূত্রে খবর, জেরা ধৃতেরা জানিয়েছেন যে এই চক্রের মাথা নেপালে বসে রয়েছে ৷

আজ ধৃতদের শিলিগুড়ি আদালতে তুলে ট্রানজিট রিমান্ডে ব্যারাকপুরে নিয়ে যাওয়া হয়েছে ৷ সূত্রের খবর, তদন্তের স্বার্থে নেপালেও যাওয়ার কথা রয়েছে ব্যারাকপুর ও শিলিগুড়ি কমিশনারেটের আধিকারিকদের ৷ তবে, ঘটনায় ধৃতদের নাম পরিচয় প্রকাশ করেনি পুলিশ ৷

ABOUT THE AUTHOR

...view details