শিলিগুড়ি, 26 অক্টোবর: গরিব মানুষের অভাবকে সুযোগ হিসেবে ব্যবহার করছে সাইবার অপরাধীরা ! অভিযোগ, টাকার বিনিময়ে ব্যাংক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে চালানো হচ্ছিল আন্তর্জাতিক প্রতারণা চক্র ৷ আর এই আন্তর্জাতিক প্রতারণা চক্রের মাথা বসে রয়েছেন নেপালে ৷ সম্প্রতি এমনই ঘটনা উঠে এসেছে ৷ ব্যারাকপুর পুলিশ কমিশনারেট ও শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের যৌথ অভিযানে চক্রের 6 জনকে গ্রেফতার করা হয়েছে ৷
অভিযোগ উঠেছে, ফুলবাড়ি, জলপাইগুড়ি-সহ উত্তরবঙ্গের গ্রামীণ এলাকার গরিব মানুষদের প্রতারণা চক্র চালানোর মাধ্যম হিসেবে ব্যবহার করছে প্রতারকরা ৷ ব্যারাকপুর ও শিলিগুড়ি কমিশনারেটের তদন্তকারীদের মতে, গরিব মানুষের অভাবের সুযোগ নিয়ে, কিছু টাকার বিনিময় ব্যাংক অ্যাকাউন্ট খোলানো হচ্ছে ৷ এরপর সেই অ্যাকাউন্টের তথ্য নিজেদের কাছে রেখে দিচ্ছে প্রতারকরা ৷ এরপর সোশাল মিডিয়ায় শেয়ার বাজারের গ্রুপ খুলে প্রতারণার ফাঁদ পাতছে সাইবার অপরাধীরা ৷
পুলিশ সূত্রে খবর, ওই গ্রুপগুলিতে লোকজনকে সামিল করানো হয় ৷ এরপর ভালো শেয়ারের লোভ দেখিয়ে ভাড়া নেওয়া সেই সব ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে টাকা তোলা হতো ৷ আর সেই অ্যাকাউন্টগুলি থেকেই বিদেশের বিভিন্ন অ্যাকাউন্টে টাকা পাচার হয়ে যায় ৷ গত 25 সেপ্টেম্বর ব্যারাকপুর সাইবার ক্রাইম বিভাগে এমনই একটি অভিযোগ আসে ৷ এক ব্যবসায়ী তাঁর 5 কোটি 50 লক্ষ টাকার অনলাইন প্রতারণার অভিযোগ দায়ের করেন ৷