ETV Bharat / state

স্যালাইন-কাণ্ডে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের টেকনিক্যাল ডিরেক্টরকে জিজ্ঞাসাবাদ সিআইডির - CID PROBE IN SALINE CASE

বয়ান রেকর্ড করা হয় ওষুধ প্রস্তুতকারক সংস্থার ওই আধিকারিকের ৷ প্রয়োজনে তাঁকে আবারও জিজ্ঞাসাবাদ করা হতে পারে ৷

CID PROBE IN SALINE CASE
স্যালাইন-কাণ্ডে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের টেকনিক্যাল ডিরেক্টরকে জিজ্ঞাসাবাদ সিআইডির (ফাইল ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 11, 2025, 2:58 PM IST

কলকাতা, 11 ফেব্রুয়ারি: স্যালাইন-কাণ্ডে এবার সিআইডির জিজ্ঞাসাবাদের মুখে পড়লেন পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের টেকনিক্যাল ডিরেক্টর মুকুল ঘোষ ৷ মঙ্গলবার প্রায় চারঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয় ৷ তাঁর বয়ানও রেকর্ড করেন তদন্তকারী আধিকারিকরা ৷

যদিও এই বিষয়ে মুখে কুলুুপ এঁটেছেন সিআইডির আধিকারিকরা ৷ প্রকাশ্যে এই জিজ্ঞাসাবাদ বা স্যালাইন-কাণ্ডের তদন্তের গতিপ্রকৃতি নিয়ে মুখ খুলতে নারাজ তাঁরা ৷ তবে নাম প্রকাশে অনিচ্ছুক সিআইডি-র এক আধিকারিক শুধু বলেন, "এর আগেও এই বিষয়ে একাধিক চিকিৎসককে জিজ্ঞাসাবাদ করেছি । পরে আরও কয়েকজন চিকিৎসককে জিজ্ঞাসাবাদ করা হবে ৷’’

উল্লেখ্য, চলতি বছরের একেবারে শুরুতে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি থাকা এক প্রসূতির মৃত্যু হয় ৷ অভিযোগ ওঠে, মেয়াদ ফুরিয়ে যাওয়া স্যালাইন দেওয়ার জেরে ওই প্রসূতির মৃত্যু হয় ৷ আরএল নামের যে স্যালাইন ওই প্রসূতিকে দেওয়া হয়েছিল, তা পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল নামে এক সংস্থার তৈরি ৷ ওই সংস্থারই টেকনিক্যাল ডিরেক্টর মুকুল ঘোষ ৷

সিআইডি সূত্রে খবর, ওই স্যালাইন সংক্রান্ত বিষয়েই একাধিক প্রশ্ন করা হয়েছে ওই আধিকারিককে ৷ তবে তিনি অধিকাংশ প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়েছেন ৷ তাই তাঁকে আবারও জিজ্ঞাসাবাদ করা হতে পারে ৷ কিন্তু তাঁকে আবার কবে ভবানী ভবনে তলব করা হবে, সেই বিষয়ে সিআইডির সূত্র থেকে বিস্তারিত কিছু জানাতে পারেনি ৷

প্রসঙ্গত, স্যালাইন-কাণ্ডে প্রসূতির মৃত্যু ও একাধিকের অসুস্থ হওয়ার ঘটনায় হইচই পড়ে যায় ৷ কাঠগড়ায় তোলা হয় রাজ্য সরকারকেই ৷ পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের উপর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কেন এই সংস্থার স্যালাইন ব্যবহার করা হল, সেই প্রশ্ন তোলে বিরোধীরা৷ যেহেতু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী, তাই বিরোধীরা সরাসরি তোপ দাগে তাঁর বিরুদ্ধে ৷

যদিও প্রশাসনের তরফে গাফিলতির প্রাথমিকভাবে চিকিৎসকদের উপরই দায় চাপানো হয় ৷ সাসপেন্ড করা হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের 12 জনের বেশি চিকিৎসককে ৷ তদন্তের দায়িত্ব দেওয়া হয় সিআইডি-কে ৷ তদন্তে নেমে এখনও পর্যন্ত 10 জন চিকিৎসককে জিজ্ঞাসাবাদ করেছেন সিআইডি-র তদন্তকারীরা ৷ ভবানী ভবনে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছিল মেদিনীপুর মেডিক্য়াল কলেজ ও হাসপাতালের আরএমও-কেও ৷

কলকাতা, 11 ফেব্রুয়ারি: স্যালাইন-কাণ্ডে এবার সিআইডির জিজ্ঞাসাবাদের মুখে পড়লেন পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের টেকনিক্যাল ডিরেক্টর মুকুল ঘোষ ৷ মঙ্গলবার প্রায় চারঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয় ৷ তাঁর বয়ানও রেকর্ড করেন তদন্তকারী আধিকারিকরা ৷

যদিও এই বিষয়ে মুখে কুলুুপ এঁটেছেন সিআইডির আধিকারিকরা ৷ প্রকাশ্যে এই জিজ্ঞাসাবাদ বা স্যালাইন-কাণ্ডের তদন্তের গতিপ্রকৃতি নিয়ে মুখ খুলতে নারাজ তাঁরা ৷ তবে নাম প্রকাশে অনিচ্ছুক সিআইডি-র এক আধিকারিক শুধু বলেন, "এর আগেও এই বিষয়ে একাধিক চিকিৎসককে জিজ্ঞাসাবাদ করেছি । পরে আরও কয়েকজন চিকিৎসককে জিজ্ঞাসাবাদ করা হবে ৷’’

উল্লেখ্য, চলতি বছরের একেবারে শুরুতে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি থাকা এক প্রসূতির মৃত্যু হয় ৷ অভিযোগ ওঠে, মেয়াদ ফুরিয়ে যাওয়া স্যালাইন দেওয়ার জেরে ওই প্রসূতির মৃত্যু হয় ৷ আরএল নামের যে স্যালাইন ওই প্রসূতিকে দেওয়া হয়েছিল, তা পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল নামে এক সংস্থার তৈরি ৷ ওই সংস্থারই টেকনিক্যাল ডিরেক্টর মুকুল ঘোষ ৷

সিআইডি সূত্রে খবর, ওই স্যালাইন সংক্রান্ত বিষয়েই একাধিক প্রশ্ন করা হয়েছে ওই আধিকারিককে ৷ তবে তিনি অধিকাংশ প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়েছেন ৷ তাই তাঁকে আবারও জিজ্ঞাসাবাদ করা হতে পারে ৷ কিন্তু তাঁকে আবার কবে ভবানী ভবনে তলব করা হবে, সেই বিষয়ে সিআইডির সূত্র থেকে বিস্তারিত কিছু জানাতে পারেনি ৷

প্রসঙ্গত, স্যালাইন-কাণ্ডে প্রসূতির মৃত্যু ও একাধিকের অসুস্থ হওয়ার ঘটনায় হইচই পড়ে যায় ৷ কাঠগড়ায় তোলা হয় রাজ্য সরকারকেই ৷ পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের উপর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কেন এই সংস্থার স্যালাইন ব্যবহার করা হল, সেই প্রশ্ন তোলে বিরোধীরা৷ যেহেতু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী, তাই বিরোধীরা সরাসরি তোপ দাগে তাঁর বিরুদ্ধে ৷

যদিও প্রশাসনের তরফে গাফিলতির প্রাথমিকভাবে চিকিৎসকদের উপরই দায় চাপানো হয় ৷ সাসপেন্ড করা হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের 12 জনের বেশি চিকিৎসককে ৷ তদন্তের দায়িত্ব দেওয়া হয় সিআইডি-কে ৷ তদন্তে নেমে এখনও পর্যন্ত 10 জন চিকিৎসককে জিজ্ঞাসাবাদ করেছেন সিআইডি-র তদন্তকারীরা ৷ ভবানী ভবনে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছিল মেদিনীপুর মেডিক্য়াল কলেজ ও হাসপাতালের আরএমও-কেও ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.