পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দীপাবলিতে তোলাবাজির প্রতিবাদ ! পাঁচশো টাকার জন্য খুন প্রৌঢ় - SILIGURI MURDER

পাঁচশো টাকার জন্য মদ্যপ যুবকদের মারধরে মৃত্যু প্রৌঢ়ের । ঘটনায় প্রশ্নের মুখে শহরের নিরাপত্তা । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

Siliguri Man Beaten to Death
পাঁচশো টাকার জন্য খুন প্রৌঢ় (ইনসেটে: মৃত ব্যক্তি) (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Nov 2, 2024, 7:15 AM IST

শিলিগুড়ি, 2 নভেম্বর: শহরে দাদাগিরির শিকার । দিপাবলীতে দেদার তোলাবাজি ৷ তার প্রতিবাদ করায় ব্যক্তিকে এলোপাথারি মার মদ্যপ যুবকদের । ঘটনায় মৃত্যু হল ওই ব্যক্তির । ঘটনার পর উত্তেজনা ছড়িয়েছে এলাকায় । পরিস্থিতি সামাল দিতে এলাকায় নামানো হয় বিশাল পুলিশ বাহিনী ও র‍্যাফ । শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি পুরনিগমের 35 নম্বর ওয়ার্ডের এনজেপি সংলগ্ন রাজাহোলি এলাকায় ।

ঘটনায় শহরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে । প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়েও । পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম মহম্মদ জহুরি (58) । মাত্র পাঁচশো টাকার জন্য মদ্যপ যুবকদের মারধরের জেরে প্রাণ হারাতে হয় ওই প্রৌঢ়কে । জানা গিয়েছে, এদিন রাতে বাড়ির সামনেই বসেছিলেন তিনি । সেই সময় এলাকারই কিছু যুবক মদ্যপ অবস্থায় তাঁর কাছে গিয়ে দিপাবলী পালনের জন্য পাঁচশো টাকা দাবি করে । টাকা দিতে অস্বীকার করেন ওই ব্যক্তি । সেই সময় ওই যুবকরা তাঁকে লাথি, ঘুষি মারার পাশাপাশি লাঠি দিয়ে আক্রমণ করে । তারপরই সেখানে লুটিয়ে পড়েন আক্রান্ত ব্যক্তি ।

তৃণমূল কংগ্রেস নেতা জয়দীপ নন্দী (ইটিভি ভারত)

ঘটনার খবর পেয়ে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ এবং বাড়ির লোক এসে তাঁকে উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন । পরিবারের অভিযোগ, দীর্ঘদিন থেকেই এলাকায় তোলাবাজি চালাচ্ছে এলাকারই বেশ কিছু যুবক । স্থানীয় কাউন্সিলর এবং পুলিশকে বারবার বিষয়টা জানানো হলেও কেউ কোনও ব্যবস্থা নেয়নি । এই জন্যই এই ঘটনা ঘটেছে । মৃতের ছেলে মহম্মদ সেলিম বলেন, ‘‘তোলাবাজির প্রতিবাদ করেছিল বাবা । ওরা টাকা চেয়েছিল । বাবা দিতে অস্বীকার করে । সেই কারণে বাবাকে এলোপাথাড়ি মেরেছে ।’’

স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা জয়দীপ নন্দী বলেন, ‘‘ঘটনা শোনার পরই আমি ছুটে যাই শিলিগুড়ি জেলা হাসপাতালে । তোলাবাজির অভিযোগ রয়েছে কি না তা দেখার দায়িত্ব পুলিশের । ঘটনার তদন্ত করে ব্যবস্থা নিক পুলিশ ।’’ শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ডিসিপি বিশ্বচাঁদ ঠাকুর বলেন, ‘‘বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে । দেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে । সব খতিয়ে দেখা হচ্ছে ।’’

আরও পড়ুন:

ABOUT THE AUTHOR

...view details