পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মুর্শিদাবাদে দোকানে চলল গুলি, মৃত্যু ব্যবসায়ীর - SHOOTOUT AT MURSHIDABAD

সুতির সিমেন্টের এক দোকানে চলল গুলি ৷ ঘটনায় মৃত এক ব্যবসায়ী ৷ বাইক রেখে পালাল আততায়ীরা ৷

SHOOTOUT AT MURSHIDABAD
মুর্শিদাবাদের সুতিতে প্রকাশ্যে চলল গুলি (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Oct 30, 2024, 1:24 PM IST

মুর্শিদাবাদ, 30 অক্টোবর:সাতসকালে শ্যুটআউট ! গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যবসায়ীর । ঘটনায় চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদের সুতিতে ৷ মৃত ব্যক্তির নাম ইয়াদ শেখ ওরফে বিশু ৷ বাড়ি সুতি থানার কাশিমনগরে ৷ স্থানীয় সূত্রের খবর, বুধবার সকালে তাঁর দোকানের এক ক্রেতাকে লক্ষ্য করে গুলি চালানো হয় ৷ লক্ষ্যভ্রষ্ট হওয়ায় সেই গুলি গিয়ে লাগে মৃত ব্যবসায়ীর শরীরে ৷ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ৷

কাশিমনগর ট্রান্সফরমারের কাছে সিমেন্টের একটি দোকান রয়েছে মৃত ব্যবসায়ীর ৷ প্রতিদিনের মতো বুধবার সকালেও নিজের দোকানেই বসে ছিলেন ইয়াদ শেখ । সেই সময়, মোটর বাইকে করে এসে অন্য একজনকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালায় অজ্ঞাত পরিচয় কয়েকজন দুষ্কৃতী । গুলি লাগে ইয়াদ শেকের বুকে । সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়েন ব্যবসায়ী ৷ ছুটে আসেন এলাকাবাসীরা ৷

চাঞ্চল্য মুর্শিদাবাদের সুতিতে (ইটিভি ভারত)

গুলি চালানোর পর বাইকে চেপে চম্পট দেয় দুষ্কৃতীরা ৷ এরপর গুলিবিদ্ধ অবস্থায় ব্যবসায়ীকে উদ্ধার করে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা ৷ গুলি চালানোর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সুতি থানার পুলিশ ৷ ঘটনার তদন্ত শুরু করেন তাঁরা ৷ জানা গিয়েছে, ইতিমধ্য়েই অভিযুক্তদের বাইক উদ্ধার করা হয়েছে পুলিশ । যদিও এখনও পর্যন্ত আততায়ীদের গ্রেফতার করা যায়নি ৷ ঘটনার আসল কারণও জানা যায়নি ৷ এদিকে, দিনের আলোয় গুলি চালানোর ঘটনায় রীতিমতো আতঙ্কের সৃষ্টি হয়েছে এলাকাজুড়ে ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুস্কৃতীদের লক্ষ্য ছিল কাবিরুল শেখ নামে এক ব্যক্তির উপর ৷ তাঁকে লক্ষ্য করে এদিন দু'টি পিস্তল থেকে সাত রাউন্ড গুলি চালায় । গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে লাগে ইয়াদ শেখের বুকে। মোটরবাইকে চড়ে পালিয়ে যাওয়ার পথে একটি বাইট উলটে যায় । বাইক ফেলেই পালায় দুস্কৃতীরা ৷ জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপার আনন্দ রায় বলেন, "অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে । খুনের কারণও খতিয়ে দেখা হচ্ছে ।"

পড়ুন:থানায় তৃণমূল নেতার জন্মদিন পালন ! কটাক্ষ শুভেন্দুর

ABOUT THE AUTHOR

...view details