পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বিচার না-মেলা পর্যন্ত আন্দোলনের ডাক মিনাক্ষীর; খোলা থাকবে অভয়া ক্লিনিক, জানালেন ফুয়াদ - RG Kar Doctor Rape And Murder - RG KAR DOCTOR RAPE AND MURDER

SFI-DYFI-AIDWA Protest: আরজি কর-কাণ্ডের প্রতিবাদে শ্যামবাজারে চলছে এসএফআই, ডিওয়াইএফআই এবং এআইডিডব্লিউএ-র অবস্থান ৷ বিচার না-মেলা পর্যন্ত এই আন্দোলন চলবে বলে জানালেন মীনাক্ষী মুখোপাধ্যায় ৷

ETV BHARAT
শ্যামবাজারে অবস্থান বিক্ষোভ (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Sep 11, 2024, 7:07 PM IST

কলকাতা, 11 সেপ্টেম্বর: আরজি কর হাসপাতালে চিকিৎসক ছাত্রীর ধর্ষণ ও খুনে ন্যায়বিচারের দাবিতে অবস্থান বিক্ষোভ চালাচ্ছে এসএফআই, ডিওয়াইএফআই এবং এআইডিডব্লিউএ । শ্যামবাজারে আজ তাদের অবস্থানের নবম দিন । এদিন ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় জানিয়ে দিলেন যে, বিচার না-মেলা পর্যন্ত আন্দোলন চলবে ৷ পাশাপাশি অভয়া ক্লিনিকও চালু থাকবে বলে জানিয়েছেন সিপিআইএম-এর চিকিৎসক নেতা ফুয়াদ হালিম ৷

শ্যামবাজারের অবস্থান মঞ্চে প্রতিদিন সকাল আটটা থেকে 10টা পর্যন্ত পিআরসি-এর সহযোগিতায় চলছে বিকল্প স্বাস্থ্যকেন্দ্র । 'তিলোত্তমার বিচার চাই' স্লোগান তুলে প্রতিদিনই মিছিল সংগঠিত হচ্ছে কলকাতা থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে । মঙ্গলবার সন্ধ্যায় হাতিবাগান থেকে শ্যামবাজারে তিলোত্তমা প্রাঙ্গণ পর্যন্ত মায়েদের মিছিল হয় । গানে কবিতায় মুখরিত শ্যামবাজারে প্রশাসনের দায়িত্বে থাকা মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি তোলা হয় । একই সঙ্গে আন্দোলনকারীদের প্রশ্ন, কেন অপরাধীদের আড়াল করা হচ্ছে ?

সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক কর্মীনিকা ঘোষ বলেন, "যাঁদের নিরাপত্তার ব্যবস্থা করার কথা, অপরাধীদের ধরে শাস্তি দেওয়ার কথা, তাঁরা প্রমাণ লোপাট করছেন । তাহলে মায়েরা নিশ্চিন্তে রাতে ঘুমোবেন কী করে ! মুখ্যমন্ত্রী মহিলাদের নিরাপত্তার ব্যবস্থা না করে সমাজে এবং কর্মক্ষেত্রে মহিলাদের সুযোগ ও পরিসর কমানোর ফতোয়া দিচ্ছেন । সচেতন নাগরিকরা কেউ এগুলি মেনে নেবেন না ।"

চলছে অভয়া ক্লিনিক (নিজস্ব চিত্র)

প্রতিদিনই শ্যামবাজারে বামেদের এই অবস্থান মঞ্চে সমাজের বিভিন্ন অংশের মানুষের সমাগম বাড়ছে । সকালে চলছে 'অভয়া ক্লিনিক' আর রাতে 'বিকল্প পাঠশালা'। বাম যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় এদিন বলেন, "সমস্ত অংশের মানুষ আরজি কর হাসপাতালের নির্যাতিতা ও নিহত তরুণী চিকিৎসকের জন্য ন্যায়বিচার চাইতে রাস্তায় নেমেছেন । স্বাস্থ্য ব্যবস্থায় দুর্নীতির সিন্ডিকেট চলছে, তার জন্যই খুন হতে হয়েছে কর্মরত মহিলা চিকিৎসককে । এখানে বিকল্প পাঠশালা ও স্বাস্থ্যকেন্দ্র চলছে । আশপাশের সমস্ত খেটে খাওয়া মানুষদের ঐক্যবদ্ধ করে আমরা আরও বৃহত্তর আন্দোলনে নামার চেষ্টা করছি । যতদিন না-বিচার পাই ততদিন আন্দোলন চলবে ।"

সিপিআইএম নেতা তথা চিকিৎসক ফুয়াদ হালিম বলেন, "জুনিয়র ডাক্তাররা আন্দোলন চালিয়ে যাচ্ছেন । তাঁদের জায়গায় সিনিয়র চিকিৎসকরা পরিষেবা দিচ্ছেন । তারপরও বিকল্প পরিষেবার জন্য অভয়া ক্লিনিক খোলা রয়েছে । যতদিন আন্দোলন চলবে ততদিন অভয়া ক্লিনিক চলবে ।"

ABOUT THE AUTHOR

...view details