পশ্চিমবঙ্গ

west bengal

By ETV Bharat Bangla Team

Published : Jul 30, 2024, 9:32 PM IST

Updated : Jul 30, 2024, 10:29 PM IST

ETV Bharat / state

সোনার দোকানে ফাটল গ্যাস সিলিন্ডার; গুরুতর জখম শিশু, মহিলা-সহ 25 - GAS CYLINDER BLAST

GAS CYLINDER BLAST IN GOLD SHOP: ডালখোলা থানার খুদুরগাছি এলাকার একটি সোনার দোকানে আচমকায় গ্যাস সিলিন্ডার ফেঁটে যায়। ঘটনায় জখম শিশু, মহিলা-সহ 25 জন । এদের মধ্যে দশ জনের অবস্থা আশঙ্কাজনক ৷

GAS CYLINDER BLAST
সোনার দোকানে গ্যাস সিলিন্ডার ফেটে জখম 25 (ইটিভি ভারত)

রায়গঞ্জ, ৩০ জুলাই: সোনার দোকানে গ্যাস সিলিন্ডার ফেটে জখম শিশু, মহিলা-সহ 25 জন । ঘটনাটি ঘটেছে ডালখোলা থানার খুদুরগাছি। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল ছড়িয়েছে । গুরুতর জখম অবস্থায় তাদেরকে প্রথমে করণদিঘী গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয় । তাদের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাদের রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজে নিয়ে আসা হয় । খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ডালখোলা থানার পুলিশ ও দমকল বাহিনী। ঘটনা তদন্ত শুরু করেছে ডালখোলা থানার পুলিশ।

সোনার দোকানে গ্যাস সিলিন্ডার ফেটে জখম 25 (ইটিভি ভারত)

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ডালখোলা থানার খুদুরগাছি এলাকার বাজারে একটি সোনার দোকানে আচমকায় গ্যাস সিলিন্ডার ফেঁটে যায়। খবর পেয়ে ঘটনা আসলে ছুটে আসে ডালখোলা থানার পুলিশ ও দমকল বাহিনী। তড়িঘড়ি জখমদের উদ্ধার করে প্রথমে করণদিঘী গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। দশ জনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাদেরকে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়।

স্থানীয় বাসিন্দা আনারুল ইসলাম জানিয়েছেন, বিকেলের দিকে দোকানে থাকা গ্যাস সিলিন্ডারে যখন আগুন লেগে যায়, তখন ওই দোকানের মালিক কাউকে কিছু না জানিয়ে দোকান ছেড়ে বেরিয়ে যায় ৷ ওই আগুন দেখতে পেয়ে স্থানীয় মানুষেরা যখন দোকানে ছুটে যায়, তখনই ওই গ্যাস সিলিন্ডারটি ফেটে যায় । সে সময় ওই বাজারে অনেকে উপস্থিত ছিলেন । ওই সিলিন্ডার ফেটে 25 জনের মতো গুরুতর জখম হয়েছেন । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷ এই দুর্ঘটনায় কারও গাফিলতি ছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে ৷

Last Updated : Jul 30, 2024, 10:29 PM IST

ABOUT THE AUTHOR

...view details