হাওড়া, 25 জুন: চলন্ত ট্রেনে দুষ্কৃতীদের হামলা ৷ সোমবার রাতে 13010 ডাউন দুন এক্সপ্রেসের এস-9 কামরাতে যাত্রীদেরকে মারধর, পাথর ছুঁড়ে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ ৷ বিবাদের সূত্রপাত সংরক্ষিত আসনে বসা নিয়ে ৷ ঘটনায় প্রশ্ন উঠেছে ট্রেনে যাত্রী সুরক্ষা নিয়েও ৷ রেল পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন যাত্রীরা। হামলার ভিডিয়ো ভাইরাল সোশাল মিডিয়ায় ৷ যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ৷
সোমবার রাতে 13010 ডাউন দুন এক্সপ্রেস যখন রাতে বিহার রাজ্যের উপর দিয়ে আসছিল তখন এস 9 সংরক্ষিত কামরায় দুই অজ্ঞাত পরিচয় ব্যক্তি উঠে পড়ে বলে অভিযোগ। তারা জোর করে সংরক্ষিত আসনে বসার চেষ্টা করে। সেই সময় সেখানে উপস্থিত অন্যান্য যাত্রীরা আপত্তি করলে তাঁদের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয়। এরপর পরবর্তী স্টেশন আসতেই প্রচুর বহিরাগত লোক ওই এস 9 সংরক্ষিত কামরায় উঠে তাণ্ডব চালায় বলে অভিযোগ ৷ এমনকী, ঘটনায় মারধর করা হয়েছে একাধিক যাত্রীদের। ট্রেনের ভিতর কী হয়েছে, পুরো ভিডিয়ো ভাইরাল সোশাল মিডিয়ায়।