জলপাইগুড়ি, 29 জুলাই:জল্পেশের পথে পুণ্যার্থীদের ব্যাগ ও গাড়ি থেকে বিপুল পরিমাণ মদের বোতল উদ্ধার পুলিশের ৷ ধূপগুড়ি স্টেশন মোড় এবং শালবাড়ি নাকা পয়েন্টে কয়েকশো লিটার মদ বাজেয়াপ্ত করে নষ্ট করা হল রবিবার রাতে । জল্পেশে আসার পথে জেনারেটর শর্ট সার্কিট হয়ে দশ জনের মৃত্যুর ঘটনা ঘটেছিল ৷ এরপর থেকেই জল্পেশ যাত্রা পথে কড়া নজরদারি শুরু করেছে পুলিশ প্রশাসন । ডিজে নিয়ে যাত্রা পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে ৷
জলপাইগুড়ির পুলিশ সুপার উমেশ খান্ডবাহালে বলেন, "জল্পেশে আগত পুণ্যার্থীরা যাতে কোনওরকম সমস্যায় না পড়েন আমরা তার খেয়াল রাখছি । কোনওভাবেই ডিজে নিয়ে জল্পেশে আসা যাবে না ৷ তাছাড়া পুণ্যার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখে নাকা তল্লাশি করা হচ্ছে । মদ্যপ অবস্থায় কেউ যাতে গাড়ি না চালায় আমরা সেটাও দেখছি ।"
শ্রাবণ মাস চলছে ৷ আজ শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার ৷ দূরদূরান্ত থেকে ভক্তরা জল্পেশে শিবের মাথায় জল ঢালতে আসছেন ৷ জল্পেশে আসা পুণ্যার্থীদের উপর কড়া নজরদারি শুরু করেছে জলপাইগুড়ি জেলা পুলিশ । জল্পেশে আসা পুণ্যার্থীদের যাতে কোনও রকম সমস্যা না হয়, সে কথা চিন্তা করেই গাড়ি চেকিং করা হচ্ছে । আর চেকিংয়ের সময়ই পুণ্যার্থীদের গাড়ি থেকে উদ্ধার হয়েছে মদের বোতল । গাড়িতে থার্মোকলের বক্সে রীতিমতো বরফের চাই দিয়ে বক্স বাজিয়ে আমোদ করতে করতে চলছিল শৈব তীর্থে যাত্রা । শুধু তাই নয়, পুলিশি নাকা চেকিংয়ে পুণ্যার্থীদের সঙ্গে থাকা ব্যাগের ভেতর থেকে বের হচ্ছে একাধিক মদের বোতল ৷ ঘটনা দেখে হতচকিত খোদ পুলিশ অফিসারেরা ।