কলকাতা, 4 ফেব্রুয়ারি: বাড়িতে দাদাকে না-পেয়ে ভাইকে ছুরির কোপ মারার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷ ঘটনাস্থল কলকাতা পৌরনিগমের 34 নম্বর ওয়ার্ড, বেলেঘাটা। কিছুদিন আগেই এই 34 নম্বর ওয়ার্ডেই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে গুলি চলার ঘটনা ঘটেছিল। এবার অভিযোগ, বাড়িতে দাদাকে না-পেয়ে ভাইকে ছুরি দিয়ে আঘাত করা হয়।
সোমবার সন্ধ্যার ঘটনায় বেলেঘাটা থানায় অভিযোগ দায়ের হয়েছে। এলাকায় নতুন করে যাতে কোনও রকমের উত্তেজনা সৃষ্টি না-হয় তার জন্য পুলিশ পিকেট বসানো হয়েছে । এই ঘটনায় এখনও পর্যন্ত 4 জনকে আটক করেছে পুলিশ ৷
আক্রান্ত ব্যক্তি বলেন, "দুপুরে আমি শুয়েছিলাম। বাবা বসে ছিলেন। মা ঘরের কাজ করছিলেন। হঠাৎ সৌরভ নামে এলাকার এক দুষ্কৃতী এসে বলে তোর দাদা কোথায় ? আমি বলছি, দাদা ঘরে নেই। কেন ? সৌরভের সঙ্গে আরও কিছুজন লোকজন এসেছিল ৷ তারা বলে তোর দাদাকে ডাক, বিশেষ কথা আছে। এই কথায় মধ্যেই পিছন থেকে একজন ছুরি বের করে আমাকে আঘাত করতে শুরু করে। চারবার আঘাত করেছে। আমার কানে ছুরি চালায় ৷ গলাতেও কোপ মারার চেষ্টা করেছিল।"
তিনি আরও বলেন, "কিন্তু কোনওভাবে আমি ওই দুষ্কৃতীদের থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করি। চুরিকাঘাতে আমি আহত হই ৷ এরপরই চিৎকার-চেঁচামেচিতে পার্শ্ববর্তী একটি ক্লাবের সদস্যরা এখানে আসে ও ওদের ধরার চেষ্টা করে ৷ কিন্তু মূল অভিযুক্তরা পালিয়ে যায় ৷ ঘটনায় তদন্ত নেমে বেলেঘাটা থানার পুলিশ জানতে পেরেছে, এটা একটা রাজনৈতিক গোষ্ঠীদ্বন্দ্ব। তবে এর পিছনে কোনও ব্যবসায়িক শত্রুতা রয়েছে কি না, সেই বিষয়টিও খতিয়ে দেখছে পুলিশ ৷
নামপ্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক বলেন, "এই ঘটনায় আমরা 4 জনকে আটক করেছি। তাদের জিজ্ঞাসাবাদ করছি। তদন্ত নেমে এলাকার সিসিটিভি ফুটেজ করেছে কলকাতা পুলিশ। অভিযুক্তদের সঙ্গে ঘটনাস্থলে এসেছিল কি না, সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে।