ETV Bharat / state

আলু খেতে গিয়ে কুয়োয় হস্তিশাবক, মায়ের আর্তনাদ; বনকর্মীদের রাতভর চেষ্টায় উদ্ধার - ELEPHANT CALF FELL INTO WELL

5 দিন ধরে রাত হলেই আলুর ক্ষেতে হামলা 70-75টি হাতির দলের ৷ হাতির তাণ্ডবে অতিষ্ট লালগড় রেঞ্জের বাসিন্দারা ৷

ELEPHANT CALF FELL INTO WELL
আলু খেতে গিয়ে কুয়োয় পড়ে গেল একটি হস্তি শাবক ৷ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 4, 2025, 2:23 PM IST

ঝাড়গ্রাম, 4 ফেব্রুয়ারি: আলুর ক্ষেতে ঢুকে কুয়োয় পড়ে গেল হস্তিশাবক ৷ আর তাকে তুলতে না-পেরে রাতভর আর্ত চিৎকার মা-হাতির ৷ বন দফতরের চেষ্টা রাতেই হস্তিশাবককে উদ্ধার করলেন বনকর্মীরা ৷ জেসিবি দিয়ে মাটি কেটে কুয়ো থেকে শাবকটি তোলা হয় ৷ সোমবার রাতে ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রামের লালগড় রেঞ্জের ভাউদি বিটের পিড়রাকুলি গ্রামে ৷

জানা গিয়েছে, গত পাঁচদিন ধরে 70 থেকে 75টি হাতির একটি দল পিড়রাকুলি গ্রাম সংলগ্ন আজনাশুলি ও চালপুড়ার জঙ্গলে রয়েছে ৷ গ্রামবাসীরা অভিযোগ করছেন, রাত হলেই খাবারের সন্ধানে জয়পুর, মালধা, পিড়াকাটা, মাহাতোপুর, পাথরনালা, অভয়া, বালিবাঁধ-সহ বিভিন্ন এলাকার আলুর জমিতে হানা দিচ্ছে হাতির দলটি ৷ আলু খাওয়ার পাশাপাশি তছনছ করে দিচ্ছে আলু ক্ষেত ৷

আলু খেতে গিয়ে কুয়োয় হস্তিশাবক (ইটিভি ভারত)

তেমনই সোমবার রাত 11টা নাগাদ জঙ্গল থেকে বেরিয়ে পিড়রাকুলি গ্রাম সংলগ্ন আলুর জমিতে হানা দেয় হাতির দল ৷ সেই সময় আলুর ক্ষেতে থাকা মাটি কুয়োতে একটি হস্তিশাবক পড়ে যায় ৷ সন্তান কুয়োয় পড়ে যেতেই চিৎকার শুরু করে মা-হাতি ৷ গ্রামবাসীদের কথায় শুঁড় দিয়ে শাবককে উদ্ধারের চেষ্টাও করে সে ৷ কিন্তু, ব্যর্থ হয়ে চিৎকার শুরু করতে থাকে হাতিটি ৷

এরপর গ্রামবাসীরাই বন দফতরে খবর দেয় ৷ একঘণ্টার মধ্যে সেখানে জেসিবি নিয়ে বন দফতরের কর্মীরা হাজির হন ৷ জেসিবি দিয়ে কুয়ো পাশের মাটি কেটে হস্তিশাবককে উদ্ধার করে বন দফতর ৷ কুয়ো থেকে বেরিয়ে মা-হাতির সঙ্গে জঙ্গলে ফিরে যায় শাবকটি ৷

ELEPHANT CALF FELL INTO WELL
আলু খেতে গিয়ে কুয়োয় পড়ে গেল একটি হস্তি শাবক ৷ (ইটিভি ভারত)

এ নিয়ে লালগড়ের রেঞ্জ অফিসার লক্ষ্মীকান্ত মাহাতো বলেন, "আলুর জমিতে যাওয়ার সময় পিড়রাকুলি গ্রাম সংলগ্ন ঝোপ ঘিরে থাকা একটি কুয়োতে হস্তিশাবকটি পড়ে যায় ৷ ঘটনার খবর পেয়ে জেসিবি, দমকল, পুলিশ ও হুলাপার্টির সদস্যদের নিয়ে আমরা সবাই ঘটনাস্থলে পৌঁছই ৷ তখন সেখানে মাত্র সাতটি হাতি দাঁড়িয়েছিল ৷ তার মধ্যে মা-হাতিটি খুবই উত্তেজিত অবস্থায় ছিল ৷ আমরা হুলাপার্টির সাহায্যে সব হাতিগুলিকে সরিয়ে শাবকটিকে উদ্ধার করে মা-হাতির কাছে ফিরিয়ে দিয়েছি ৷ সেটি সুস্থ রয়েছে ৷ আর দলে ফিরে গিয়েছে ৷"

স্থানীয় বাসিন্দা হরশংকর মাহাতো বলেন, "পাঁচ দিন ধরে এখানে 70 থেকে 75টি হাতির একটি দল রয়েছে ৷ রাত হলেই আলু জমিতে নেমে পড়ছে ৷ আলু খাওয়ার পাশাপাশি তছনছ করে দিচ্ছে পুরো জমি ৷ এই দলে এমন কয়েকটি হাতি রয়েছে যেগুলি গাড়ির আলো দেখলেই তেড়ে আসছে ৷ গতকাল রাতে জমিতে আলু খেতে এসে মাটির কুয়োতে পড়ে যায় একটি হস্তিশাবক ৷ বন দফতর জেসিবি দিয়ে উদ্ধার করেছে সেটিকে ৷"

ঝাড়গ্রাম, 4 ফেব্রুয়ারি: আলুর ক্ষেতে ঢুকে কুয়োয় পড়ে গেল হস্তিশাবক ৷ আর তাকে তুলতে না-পেরে রাতভর আর্ত চিৎকার মা-হাতির ৷ বন দফতরের চেষ্টা রাতেই হস্তিশাবককে উদ্ধার করলেন বনকর্মীরা ৷ জেসিবি দিয়ে মাটি কেটে কুয়ো থেকে শাবকটি তোলা হয় ৷ সোমবার রাতে ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রামের লালগড় রেঞ্জের ভাউদি বিটের পিড়রাকুলি গ্রামে ৷

জানা গিয়েছে, গত পাঁচদিন ধরে 70 থেকে 75টি হাতির একটি দল পিড়রাকুলি গ্রাম সংলগ্ন আজনাশুলি ও চালপুড়ার জঙ্গলে রয়েছে ৷ গ্রামবাসীরা অভিযোগ করছেন, রাত হলেই খাবারের সন্ধানে জয়পুর, মালধা, পিড়াকাটা, মাহাতোপুর, পাথরনালা, অভয়া, বালিবাঁধ-সহ বিভিন্ন এলাকার আলুর জমিতে হানা দিচ্ছে হাতির দলটি ৷ আলু খাওয়ার পাশাপাশি তছনছ করে দিচ্ছে আলু ক্ষেত ৷

আলু খেতে গিয়ে কুয়োয় হস্তিশাবক (ইটিভি ভারত)

তেমনই সোমবার রাত 11টা নাগাদ জঙ্গল থেকে বেরিয়ে পিড়রাকুলি গ্রাম সংলগ্ন আলুর জমিতে হানা দেয় হাতির দল ৷ সেই সময় আলুর ক্ষেতে থাকা মাটি কুয়োতে একটি হস্তিশাবক পড়ে যায় ৷ সন্তান কুয়োয় পড়ে যেতেই চিৎকার শুরু করে মা-হাতি ৷ গ্রামবাসীদের কথায় শুঁড় দিয়ে শাবককে উদ্ধারের চেষ্টাও করে সে ৷ কিন্তু, ব্যর্থ হয়ে চিৎকার শুরু করতে থাকে হাতিটি ৷

এরপর গ্রামবাসীরাই বন দফতরে খবর দেয় ৷ একঘণ্টার মধ্যে সেখানে জেসিবি নিয়ে বন দফতরের কর্মীরা হাজির হন ৷ জেসিবি দিয়ে কুয়ো পাশের মাটি কেটে হস্তিশাবককে উদ্ধার করে বন দফতর ৷ কুয়ো থেকে বেরিয়ে মা-হাতির সঙ্গে জঙ্গলে ফিরে যায় শাবকটি ৷

ELEPHANT CALF FELL INTO WELL
আলু খেতে গিয়ে কুয়োয় পড়ে গেল একটি হস্তি শাবক ৷ (ইটিভি ভারত)

এ নিয়ে লালগড়ের রেঞ্জ অফিসার লক্ষ্মীকান্ত মাহাতো বলেন, "আলুর জমিতে যাওয়ার সময় পিড়রাকুলি গ্রাম সংলগ্ন ঝোপ ঘিরে থাকা একটি কুয়োতে হস্তিশাবকটি পড়ে যায় ৷ ঘটনার খবর পেয়ে জেসিবি, দমকল, পুলিশ ও হুলাপার্টির সদস্যদের নিয়ে আমরা সবাই ঘটনাস্থলে পৌঁছই ৷ তখন সেখানে মাত্র সাতটি হাতি দাঁড়িয়েছিল ৷ তার মধ্যে মা-হাতিটি খুবই উত্তেজিত অবস্থায় ছিল ৷ আমরা হুলাপার্টির সাহায্যে সব হাতিগুলিকে সরিয়ে শাবকটিকে উদ্ধার করে মা-হাতির কাছে ফিরিয়ে দিয়েছি ৷ সেটি সুস্থ রয়েছে ৷ আর দলে ফিরে গিয়েছে ৷"

স্থানীয় বাসিন্দা হরশংকর মাহাতো বলেন, "পাঁচ দিন ধরে এখানে 70 থেকে 75টি হাতির একটি দল রয়েছে ৷ রাত হলেই আলু জমিতে নেমে পড়ছে ৷ আলু খাওয়ার পাশাপাশি তছনছ করে দিচ্ছে পুরো জমি ৷ এই দলে এমন কয়েকটি হাতি রয়েছে যেগুলি গাড়ির আলো দেখলেই তেড়ে আসছে ৷ গতকাল রাতে জমিতে আলু খেতে এসে মাটির কুয়োতে পড়ে যায় একটি হস্তিশাবক ৷ বন দফতর জেসিবি দিয়ে উদ্ধার করেছে সেটিকে ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.